Bengali 1
Rev. Paul C. Jong
Obwohl die Covid-19-Pandemie beendet ist, gibt es immer noch Schwierigkeiten beim Versenden oder Empfangen unserer gedruckten Bücher per Post aufgrund verschiedener internationaler Situationen. Wenn sich die internationale Situation verbessert und sich der Versand normalisiert, werden wir den Versand gedruckter Bücher wieder aufnehmen.
এই বইটির মূল বিষয় হল “জল ও আত্মা হতে নূতন জন্ম প্রাপ্ত হওয়া”৷ এই বইটিতে এই বিষয়ের উপর মৌলিক আলোচনা রয়েছে৷ অন্য কথায়, এই বইটি বাইবেলের সাথে কঠোরভাবে সঙ্গতি রেখে আমাদের স্পষ্টরূপে বলে যে নূতন জন্ম আসলে কি এবং কিভাবে জল ও আত্মা হতে নূতন জন্ম লাভ করা যায়৷ জল হলো, যর্দ্দন নদীতে যীশুর বাপ্তিস্মের প্রতীক এবং বাইবেল বলে যে যীশু যখন যোহন বাপ্তাইজক কর্তৃক বাপ্তাইজিত হয়েছিলেন, তখন আমাদের সকল পাপ তাঁর প্রতি অর্পিত হয়েছিল৷ যোহন সকল মানবজাতির পাপ মুক্তির প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তিনি মহাযাজক হারোণের বংশধর ছিলেন৷ ঠিক যেমন প্রায়শ্চিত্তের দিনে হারোণ বলিদানের ছাগ বা মেষের মস্তকে হস্তার্পণ করতেন ও ইস্রায়েলীয়দের বাৎসরিক সকল পাপ সেই ছাগ বা মেষের উপরে অর্পন করতেন৷ আর সেটিই ছিল আগামীতে আগত উত্তম বিষয়ের প্রতিচ্ছায়া৷ যীশুর বাপ্তিস্ম হস্তার্পনের প্রতিরূপ এই যে, তিনি সমগ্ৰ মানবজাতির পাপের জন্য উত্তম ছাগ বা মেষ রূপে বলিদানের জন্য প্রস্তুত হলেন। কেবলমাত্র বাৎসরিক পাপ বলিদানের সীমিত সময়ের জন্য নয় বা কোনো বিশেষ জাতী ও সম্প্রদায়ের জন্য নয় কিন্তু যীশু খ্রীষ্ট যোহন কতৃক বাপ্তিস্ম হস্তার্পনের দ্বারা চিরতরে সকল মানবজাতির পাপভার নিজ স্কন্ধে তুলে নিলেন ও ক্রুশে বলিকৃত হলেন। যেনো আমরা আর পাপের শৃঙ্খলে আবদ্ধ না থাকি। তিনি তাঁর বলির মাধ্যমে প্রত্যেক মানুষকে পাপের পক্ষে স্বাধীন করলেন। এই স্বাধীনতা আমরা কোনো সংগ্ৰাম, যোগ্যতা বা ধার্ম্মিক গুনে প্রাপ্ত হয়নি কিন্তু এটা ছিল মানবজাতির জন্য যীশু খ্রীষ্টের অসীম প্রেম, দয়া ও অনুগ্রহ। আমরা কেবলমাত্র এই বাস্তব ঘটনা বিশ্বাসের মাধ্যমে যীশুর প্রেম, দয়া ও অনুগ্রহ লাভ করতে পারি। যর্দ্দন নদীতে যীশু হস্তার্পনের রূপে বাপ্তাইজিত হয়েছিলেন৷ সুতরাং তিনি তাঁর বাপ্তিস্মের মাধ্যমে জগতের সকল পাপ লাঘব করেছিলেন এবং সেই সকল পাপের নিমিত্ত মূল্য দেওয়ার জন্য ক্রুশারোপিত হয়েছিলেন৷ কিন্তু অধিকাংশ খ্রীষ্টবিশ্বাসীরা জানে না যে যীশু কেন যর্দ্দন নদীতে যোহন বাপ্তাইজক কর্তৃক বাপ্তাইজিত হয়েছিলেন৷ এই বইয়ের মূল কথা এবং জল ও আত্মার সুসমাচারের অপরিহার্য অংশ হল যীশুর বাপ্তিস্ম৷ আমরা কেবলমাত্র যীশুর বাপ্তিস্ম ও তাঁর ক্রুশে আত্মবলিদান এবং পুনরুত্থানের বিশ্বাস দ্বারা নূতন জন্ম লাভ করতে পারি৷
কিভাবে আমরা পরিত্রাণ লাভ করি? কেবলমাত্র ক্রুশীয় রক্তে বিশ্বাস করেই কি আমরা পরিত্রাণ পাই? যীশুকে কেন বাপ্তিস্ম গ্রহণ করতে হয়েছিল? আমাদের পরিত্রাণের সাথে তাঁর বাপ্তিস্মের কোনো সম্পর্ক রয়েছে কি? অধিকাংশ খ্রীষ্টবিশ্বাসী যা বিশ্বাস করে থাকে, তাদের বিশ্বাস অনুযায়ী যীশু কি তাঁর নম্রতা প্রদর্শন করবার জন্যই বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন?
মাঝে মাঝে এই প্রশ্নগুলি আমাদের মাথায় ভিড় করে| এর উত্তর জানবার ও রহস্য উদঘাটন করবার জন্য আমাদের সত্য জানতেই হবে| “আপনি কি সত্যই জল ও আত্মা হতে নুতন জন্ম লাভ করেছেন?” এই বইটি উপরে উল্লিখিত প্রশ্নগুলির ব্যাপারে আপনাকে প্রকৃত অন্তর্দৃষ্টি প্রদান করবে|
আপনি যদি যোহন সুসমাচার ৩ অধ্যায় পাঠ করেন, তাহলে সেখানে যীশুর সাথে নিকদীম-এর কথোপকথন দেখতে পাবেন| যীশু তাকে বলেছিলেন, “সত্য সত্য, আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল ও আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না”| “জল” এই শব্দটির তাত্পর্য কী? যীশুর বাপ্তিস্ম| অতএব, আমরা দেখতে পাই যে যীশুর বাপ্তিস্ম ব্যতীত আমাদের পরিত্রাণ অসম্পূর্ণ|
ভুলে যাবেন না, ঈশ্বর আদম ও হবাকে পাপহীনরূপে সৃষ্টি করেছিলেন৷ পরবর্তীতে তারা দিয়াবলের চাতুরীর দ্বারা ভ্রষ্ট্র হয়েছিল| এইভাবে সমগ্র মানবকুল পাপপূর্ণ হয়ে গিয়েছিল| কিন্তু পাপীরা স্বর্গে প্রবেশ করতে পারে না| তাহলে কিভাবে আমরা পুনরায় পাপহীন হতে পারি? এই বইটি সেই রহস্যের উন্মোচন করবে| আমার পরামর্শ হলো এই বইটি পাঠ করা ও নতুন বিশ্বাসকে আবিস্কার করা|
আমি সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই যে, তিনি আমাকে প্রভু যীশু খ্রীষ্টের সত্য ও প্রেমের সাক্ষ্য দেওয়ার সুযোগ দিচ্ছেন।
আরো কৃতজ্ঞ যে, আমাদের অঞ্চল ও দেশের এক স্বনামধন্য খ্রীষ্টীয় পরিবারে তিনি আমাকে জন্ম গ্রহন করতে দিয়েছেন। কারন, আমার পিতা এবং পিতামহ দুজনেই তাঁদের সময়ের অভিষিক্ত পালক ছিলেন।
সুতরাং বলা যায় যে আমি শুধু নামেই একজন খ্রীষ্টিয়ান ছিলাম।
কিন্তু আমি এখন একজন নতুন জন্ম প্রাপ্ত খ্রীষ্টীয় সন্তান।
প্রভু যীশু খ্রীষ্ট যখন হস্তার্পণের মাধ্যমে যোহন বাপ্তাইজক দ্বারা যর্দন নদীতে বাপ্তাইজ্ত হলেন, তখনই জগতের প্রতিটি মানুষের সমস্ত পাপভার তিনি কাঁধে তুলে নিলেন, এবং কাজের মাধ্যমে তিনি আমাকে, তথা প্রতিটি মানুষের পাপ তুলে নিলেন। সেই পাপের বোঝা কাঁধে নিয়ে ক্রুশে হত হলেন, মরলেন, কবরপ্রাপ্ত হলেন, তৃতীয় দিনে পুনরোত্থিত হলেন এবং স্বর্গারোহন করলেন।
এইভাবে তিনি জল ও আত্মার সুসমাচার দ্বারা আমার ব্যক্তিগত প্রভু এবং ত্রানকর্তা হয়েছেন।
হাল্লিলূয়া! আমেন