Search

KOSTENLOSE GEDRUCKTE BÜCHER,
eBOOKS UND HÖRBÜCHER

Jesus Christus und Johannes der Täufer

চারটি সুসমাচারে লিপিবদ্ধ যীশুর কার্য্য এবং যোহন বাপ্তাইজকের কার্যের মধ্যে সম্পর্ক
  • ISBN9788928231232
  • Seiten301

Bengali 21

চারটি সুসমাচারে লিপিবদ্ধ যীশুর কার্য্য এবং যোহন বাপ্তাইজকের কার্যের মধ্যে সম্পর্ক

Rev. Paul C. Jong

সূচীপত্র
 
মুখপত্র 
1. আপনাকে অবশ্যই যোহন বাপ্তাইজকের সম্পর্কে ও তাঁর কার্যকলাপ সম্পর্কে বিশ্বাস করতে হবে (মার্ক ১:১-২) 
2. যোহন বাপ্তাইজক অকৃতকার্য ছিলেন না (মথি ১১:১-১৪) 
3. সেই যোহন বাপ্তাইজক, যিনি ধার্মিকতার পথ দিয়ে এসেছেন (মথি ১৭:১-১৩) 
4. যোহন বাপ্তাইজকের কার্যক্রমের প্রতি দৃষ্টিপাত করুন! (লূক ১:১৭-২৩) 
5. আসুন হৃষ্টচিত্তে ঈশ্বরের মহিমা উপভোগ করি (যোহন ১:১-১৪) 
6. আপনি কি ঈশ্বরের দুই জন সেবকের দায়িত্ব কর্তব্য জানেন? (যোহন ১:৩০-৩৬) 
7. যীশুকে কিসের জন্য বাপ্তিস্ম গ্রহণ করতে হয়েছিল? (যোহন ৩:২২-৩৬) 
8. যীশুর ধার্মিকতার কাজ ও সত্য সুসমাচার প্রচার করুন (মথি ৩:১-১৭) 
9. আমাদের পাপের জন্য যোহন বাপ্তাইজকের কাজ ও প্রায়শ্চিত্তের সুসমাচারের সম্পর্কে (মথি ২১:৩২) 
10. যীশু আপনাদের পাপ মোচন করতে এসেছিলেন (মথি ৩:১৩-১৭) 
11. “আমি আপন দূতকে প্রেরণ করিব” (মার্ক ১:১-৫) 
12. যোহন বাপ্তাইজকের সাধন করা কাজ বুঝতে পারলে আমরা যীশুতে বিশ্বাস করব (লূক ১:১-১৭) 
 
আপনি কি সম্ভবতঃ ভেবে দেখতে পারেন যে যোহন বাপ্তাইজকের যাজকত্বের বিষয় কোনো প্রয়োজন নেই বা আছে? ঈশ্বরের লিখিত বাক্যানুসারে আপনি অবশ্যই এটা বিশ্বাস করবেন| যীশু খ্রীষ্টের যাজকত্বের কাঠামোর মধ্যে আমরা অবশ্যই যোহন বাপ্তাইজকের যাজকত্ব বুঝব ও বিশ্বাস করব| নুতন নিয়মে যোহন বাপ্তাইজক হলেন মালাখি পুস্তকের ৪ অধ্যায়ের ৪ থেকে ৫ পদ অনুসারে পৃথিবীতে প্রেরিত হতে প্রতিজ্ঞাত এলিয় ভাববাদী| এলিয় ভাববাদীরূপে যীশুর ছয় মাস পূর্বে যোহন বাপ্তাইজক জন্ম গ্রহণ করেন, তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি যর্দন নদীতে ত্রিশ বত্সর বয়সে যীশুকে বাপ্তিস্ম দিয়ে তাঁর উপরে এই জগতের সকল পাপ বর্তালেন| এইরূপে আমরা যোহন বাপ্তাইজকের যাজকত্ব জেনে ও যীশু খ্রীষ্টের যাজকত্ব গ্রহণের দ্বারা আমরা অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ গ্রহণকারী হলাম|
eBook herunterladen
PDF EPUB
Hörbuch
Hörbuch