আমরা, মানুষ হিসেবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাপ করে থাকি। বাস্তবে, এটি আমাদের মৌলিক স্বভাবের কারণে; যে আমরা পাপের সাথে জন্মগ্রহণ করি। তাই বাইবেল বলে, “কেউ ধার্মিক নেই, একজনও নেই” (রোমীয় ৩:১০)। এই কারণেই প্রেরিত পল সদাপ্রভুর(God) সামনে স্বীকার করেছিলেন যে “এটি একটি বিশ্বস্ত বাক্য এবং সম্পূর্ণ গ্রহণযোগ্য যে, খ্রিস্ট যীশু পাপীদের উদ্ধার করতে জগতে এসেছিলেন, যাদের মধ্যে আমি প্রধান” (১ তীমথিয়ে ১:১৫)।
“কিন্তু এখন মোশির ব্যবস্থা ছাড়াই সদাপ্রভুর(God) ধার্মিকতা প্রকাশিত হয়েছে, যার সাক্ষ্য দিয়েছে মোশির ব্যবস্থা ও ভাববাদীরা, এমনকি সদাপ্রভুর(God) সেই ধার্মিকতা, যা যীশু খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে সকলের জন্য এবং যারা বিশ্বাস করে তাদের সকলের উপর। সদাপ্রভুর(God) ধার্মিকতায় কোন পক্ষপাতিত্ব নেই। যেহেতু সবাই পাপ করেছে এবং সদাপ্রভুর(God) মহিমা থেকে বঞ্চিত হয়েছে, খ্রিস্ট যীশুতে যে মুক্তি আছে তার মাধ্যমে তাঁর অনুগ্রহে বিনামূল্যে ধার্মিক গণ্য হয়েছে” (রোমীয় ৩:২১-২৪)।
সদাপ্রভুর(God) এই “ধার্মিকতা” মানে যর্দন নদীতে যোহন বাপ্তিস্মদাতা যীশুকে বাপ্তিস্ম দিয়েছিলেন। বাপ্তিস্ম নেওয়ার আগে, তিনি যোহনকে বলেছিলেন, “এখন এটাই হতে অনুমতি দাও, কারণ এভাবেই আমাদের সমস্ত ধার্মিকতা পূর্ণ করা যথাযথ” (মথি ৩:১৫)। যখন মানবজাতির প্রতিনিধি হিসেবে যোহন বাপ্তিস্মদাতা যীশুকে বাপ্তিস্ম দিয়েছিলেন, তখন যীশু পৃথিবীর সমস্ত পাপ সবচেয়ে ন্যায্য ও সঠিকভাবে গ্রহণ করেছিলেন। তাই, যীশুকে বাপ্তিস্ম দেওয়ার পরের দিন যোহন ঘোষণা করেছিলেন, “দেখো! সদাপ্রভুর(God) মেষশাবক যিনি জগতের পাপ বহন করে নিয়ে যান” (যোহন ১:২৯)।
তাহলে এখানে “জগতের পাপ” বলতে কী বোঝানো হচ্ছে? এটি আদম ও জীবিত, অর্থাৎ পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে এই পৃথিবীতে বসবাসকারী শেষ মানুষ পর্যন্ত সকল মানুষের সমস্ত পাপকে বোঝায়। অতীতের মানুষেরা জগতের অন্তর্ভুক্ত, বর্তমানের মানুষেরা জগতের অন্তর্ভুক্ত, এবং ভবিষ্যতে যারা বেঁচে থাকবে তারাও জগতের অন্তর্ভুক্ত। আলফা ও ওমেগা যীশু সকল যুগের পাপের জন্য একটি বলিদান উৎসর্গ করেছেন, যর্দন নদীতে বাপ্তিস্ম নিয়ে এবং ক্রুশে মৃত্যুবরণ করে জগতের সমস্ত পাপ একবারে চিরস্থায়ীভাবে বহন করে নিয়ে গেছেন। আর ‘কারণ এভাবেই’ আমরা পবিত্র হয়েছি।
বাইবেল স্পষ্টভাবে ঘোষণা করে, “এই ইচ্ছার দ্বারা আমরা যীশু খ্রীষ্টের দেহ একবার উৎসর্গের মাধ্যমে পবিত্রীকৃত হয়েছি” (ইব্রীয় ১০:১০)। লক্ষ্য করুন যে এটি অতীত পূর্ণ কালে লেখা হয়েছিল। আমরা সদাপ্রভুকে(God) বিশ্বাস করার মুহূর্ত থেকে এখন পর্যন্ত এবং ভবিষ্যতে চিরকাল আমরা সম্পূর্ণরূপে পাপহীন ও পবিত্র হয়েছি। কারণ প্রভু হলেন সর্বশক্তিমান সদাপ্রভু(God), তিনি বিশ্বের শুরু এবং শেষের পাখির চোখের দৃষ্টিভঙ্গি রাখেন। তিনি প্রায় ২০০০ বছর আগে যেদিন বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন, তিনি বিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের দ্বারা করা সমস্ত পাপ মুছে ফেলেছেন। তাই, ক্রুশে মৃত্যুর আগে তিনি বলেছিলেন, “সম্পন্ন হয়েছে!” (যোহন ১৯:৩০)। তিনি প্রায় ২০০০ বছর আগে বাপ্তিস্মের মাধ্যমে জগতের সমস্ত পাপ দূর করে ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন।
আমাদের দেহ দুর্বল বলে আমরা পরিত্রাণ পাওয়ার পরেও পাপ করে থাকি। তবে, যীশু তাঁর বাপ্তিস্মের মাধ্যমে তাঁর দেহে সমস্ত পাপ বহন করে এবং ক্রুশে সেই পাপের বিচার ভোগ করে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত পাপ থেকে আমাদের মুক্তি দিয়েছেন। এটিই সদাপ্রভুর(God) পরিপূর্ণ ও ধার্মিক পরিত্রাণ।
যদি যীশু আমাদের ভবিষ্যতে করা পাপগুলি দূর না করতেন, তবে একজন মানুষও প্রতিদিনের পাপ থেকে পরিত্রাণ পেতে পারত না, “কারণ পাপের বেতন হল মৃত্যু” (রোমীয় ৬:২৩)। যখন যাকোব ও এষৌ তাদের মায়ের গর্ভে ছিল, তখন তারা কোন ভাল বা মন্দ কাজ করার আগেই সদাপ্রভু(God) তাদেরকে দুটি জাতিতে পৃথক করেছিলেন এবং যাকোবকে ভালবেসে এষৌকে ঘৃণা করে বলেছিলেন, “আর বড়টি ছোটটির সেবা করবে” (আদিপুস্তক ২৫:২৩)। এই পদটি নির্দেশ করে যে সদাপ্রভু(God)র পরিত্রাণ আমাদের নিজের কাজের সাথে কোনো সম্পর্ক নেই এবং এটি শুধুমাত্র তাদের জন্য দেওয়া হয় যারা সদাপ্রভু(God)র বাপ্তিস্ম এবং ক্রুশের মাধ্যমে সম্পূর্ণ পরিত্রাণে বিশ্বাস করে।
আমরা মানুষেরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাপী হিসেবে নরকের জন্য নির্ধারিত, কিন্তু সদাপ্রভু(God) শুরু থেকেই আমাদের পাপ আগে থেকে জেনেছিলেন, এবং তিনি আমাদের ভালোবাসেন বলে যীশুর বাপ্তিস্ম ও ক্রুশের মাধ্যমে একবারেই চিরকালের জন্য আমাদের সমস্ত পাপ ধুয়ে দিয়েছেন। আমরা একটি আশীর্বাদপূর্ণ সময়ে বাস করি। ভাববাদী যিশাইয় বলেছিলেন, “যেরুশালেমকে সান্ত্বনা দাও, এবং তার উদ্দেশ্যে চিৎকার করে বল, যে তার যুদ্ধ শেষ হয়েছে, যে তার অপরাধ দূর করা হয়েছে; কারণ সে সদাপ্রভুর(God) হাত থেকে তার সমস্ত পাপের জন্য দ্বিগুণ পেয়েছে” (যিশাইয় ভাববাদীর পুস্তক ৪০:২)। যীশুর বাপ্তিস্ম ও ক্রুশের সুসমাচারের মাধ্যমে পাপের দাসত্বের যুগ শেষ হয়েছে, তাই যে কেউ সুসমাচারে বিশ্বাস করলে সমস্ত পাপ থেকে উদ্ধার পেতে পারে। ‘সদাপ্রভু(God) বলেন, “সেই দিনের পর আমি তাদের সঙ্গে যে চুক্তি স্থাপন করব তা হল এই, আমি আমার বিধি তাদের হৃদয়ে দেব এবং তাদের মনে তা লিখব,” এই কথা বলার পর তারপর তিনি যোগ করেন, “তাদের পাপ এবং তাদের অবৈধ কাজগুলি আমি আর মনে রাখব না।” এখন যেখানে এগুলির দূরীকরণ আছে, সেখানে পাপের জন্য আর কোন উৎসর্গ নেই’ (ইব্রীয় ১০:১৬-১৮)।
সদাপ্রভু(God) আমাদের দৈনন্দিন পাপের জন্য আর আমাদের বিচার করেন না কারণ তিনি ইতিমধ্যেই যীশুর মাধ্যমে মানবজাতির সমস্ত পাপ ধুয়ে ফেলেছেন এবং সেগুলির বিচার করেছেন।
ফলস্বরূপ, আমরা জীবনে এখনও পাপ করলেও, পাপহীন ধার্মিক হিসেবে প্রভুর আগমনের জন্য অপেক্ষা করতে এবং তাঁর বাক্য অনুসরণ করতে পারি।