Aufgrund von COVID-19 und der Unterbrechung des internationalen
Postdienstes haben wir unseren "kostenlosen Druckbuch-Service" vorübergehend eingestellt.
Angesichts dieser Situation können wir Ihnen die Bücher derzeit nicht zusenden.
Beten Sie, dass diese Pandemie bald endet und der Postdienst wieder aufgenommen wird.
অতি পবিত্র স্থান সেই স্থান যেখানে ঈশ্বর বাস করতেন৷ মহা পবিত্র স্থানে দুই করূব তাদের পাখা দিয়ে সাক্ষ্য সিন্ধুক ঢেকে রাখত৷ দুই করূবের মাঝখানের স্থানটিকে অনুগ্রহ সিংহাসন বলা হয়৷ অনুগ্রহ সিংহাসন সেই স্থান, যেখানে ঈশ্বর আমাদের উপর আশীর্বাদ ঢেলে দেন৷ সাক্ষ্য সিন্ধুকটি রক্তের আবরণ দ্বারা ঢাকা ছিল, যেহেতু মহাযাজক ইস্রায়েল জাতির জন্য উত্সর্গীকৃত বলিদানের রক্ত অনুগ্রহ সিংহাসনের উপর সাতবার ছিটিয়ে দিতেন৷ কেবলমাত্র মহাযাজক বছরে একবার, প্রায়শ্চিত্তের দিনে, ইস্রায়েলীয়দের পাপের মোচনের নিমিত্ত বলিকৃত ছাগের রক্ত নিয়ে অতি পবিত্র স্থানে প্রবেশ করতে পারতেন৷ তিনি তা করতেন কারণ আবাসের অতি পবিত্র স্থান ঈশ্বরের গৃহ ছিল, যে পবিত্র স্থানটিতে তিনি নিজেও বলিকৃত পশুর রক্ত না নিয়ে প্রবেশ করতে পারতেন না৷ তিনি পাপীদের অপরাধ মুছে ফেলার জন্য সেই পশুর মাথায় হস্তার্পণ করতেন৷ সেইরূপে ঈশ্বর অনুগ্রহ সিংহাসনের উপর অবতরণ করতেন ও ইস্রায়েলের লোকেদের উপর তাঁর অনুগ্রহ প্রদান করতেন৷ যারা এতে বিশ্বাস করে, তাদের প্রতি ঈশ্বরের আশীর্বাদ, নিরাপত্তা ও চালনা প্রারম্ভ হয়৷ তারপর থেকে তারা ঈশ্বরের সত্য প্রজায় পরিনত হয় এবং পবিত্র স্থানে প্রবেশ করবার যোগ্যতা অর্জন করে