Search

FREE eBOOKS AND AUDIOBOOKS

The Gospel According to Mark

Bengali 42

মার্কের সুসমাচারের উপর ধর্ম্মোপদেশ (II) - এই কলুষিত জগৎ থেকে উর্দ্ধস্থ স্বর্গে

Rev. Paul C. Jong | ISBN 9788928260171 | Pages 314

Download FREE eBook & AudioBook

Choose your preferred file format and safely download to your mobile device, PC, or tablet to read and listen to the sermon collections anytime, anywhere. All eBooks and AudioBooks are completely free.

You can listen to the AudioBook through the player below. 🔻
Own a Paperback
Buy a Paperback on Amazon
সূচীপত্র
 
ভূমিকা 
1. আপনার প্রকৃত সত্ত্বার দিকে দৃষ্টিপাত করুন এবং জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করুন (মার্ক ৭:১-২৩) 
2. ঈশ্বরের বাক্যকে স্বীকার ও তাঁর করুণার অন্বেষণ করুন (মার্ক ৭:১-২৩) 
3. আপনার মনুষ্য প্রকৃতিকে স্বীকার করুন (মার্ক ৭:১৪-২৩) 
4. আপনার আদিম পাপপূর্ণ প্রকৃতিকে স্বীকার করুন এবং ঈশ্বরের পরিত্রাণের অনুগ্রহ প্রাপ্ত করবার জন্য বিনতী করুন (মার্ক ৭:১৮-৩৭) 
5. ঈশ্বরের যে কার্য ক্ষুধার্ত আত্মাদের পরিত্রাণ করে (মার্ক ৮:১-১০)
6. যে বিশ্বাস আপনাকে নূতন জন্ম লাভ করতে সক্ষম করে তোলে (মার্ক ৮:২২-২৬) 
7. খ্রীষ্টীয় জীবনের অর্থই হলো আত্ম-ত্যাগ (মার্ক ৮:২৭-৩৮)
8. ঈশ্বরের নিকট প্রকৃত বিশ্বাস স্বীকার করা যাক (মার্ক ৮:২৭-৩৮) 
9. কঠিন পরিস্থিতির মধ্যে দৃঢ় হোন! (মার্ক ৮:৩৩-৩৫) 
10. মোশি, ব্যবস্থার প্রতীক; যীশু, অনুগ্রহ ও সত্যের প্রকাশ; যোহন বাপ্তাইজক, মধ্যস্ততাকারী (মার্ক ৯:১-১৩) 
11. যারা তাদের অন্তরে ধনী তাদের প্রতি কী ঘটবে? (মার্ক ১০:১৭-২৭) 
12. তাড়না সহকারে যে শতগুণ আশীর্ব্বাদ প্রাপ্ত হয় (মার্ক ১০:২৩-৩১) 
13. আত্মিক বাসনা ও মাংসিক বাসনা (মার্ক ১০:৩৫-৫২) 
14. অন্ধ ভিক্ষুক বর্‌তীময়-এর বিশ্বাস (মার্ক ১০:৪৬-৫২) 
15. আপনাকে প্রভুর প্রয়োজন (মার্ক ১১:১-১০) 
 
মার্কের সুসমাচার সাক্ষ্য দেয় যে যীশু খ্রীষ্ট ঈশ্বরের পুত্র ও স্বয়ং ঈশ্বর৷ এবং এই সুসমাচার এই সাক্ষ্যও দেয় যে তিনি আমাদের ত্রাণকর্তা৷ কাজেই আমরা দেখতে পাই যে মার্কের সুসমাচারের লেখক জোরের সাথে যীশুর সাক্ষ্য বহন করে, নিশ্চিত করছেন যে তিনিই ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা৷ সেই কারণেই আমি মার্কের সুসমাচারে যে যীশু খ্রীষ্ট প্রকাশিত হয়েছিলেন, জল ও আত্মার সুসমাচারের উপর ভিত্তি করে আমি যত অধিক সম্ভব তাঁর সাক্ষ্য বহন করতে চাই৷ যেটি সুস্পষ্ট সেটি হলো খ্রীষ্টীয় বিশ্বাসের মূল কথাটি জল ও আত্মার সুসমাচারে পাওয়া যায়৷ যীশু নীকদীমকে বলেছিলেন, “সত্য, সত্য, আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না” (যোহন ৩:৫)৷ 
তাহলে জল ও আত্মার সুসমাচারের সত্য কোথায় প্রকাশিত হয়েছে? যীশুর ও যোহন বাপ্তাইজকের পরিচর্যা কার্যের মধ্যে সবিস্তারে পরিত্রাণের এই সত্যের প্রকাশ ঘটেছে, যা হলো জল ও আত্মার সুসমাচারের সারবস্তু৷
জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস অন্য মানুষের আত্মায় খুব শক্তিশালী একটি প্রভাব বিস্তার করে৷ এই সুসমাচারে বিশ্বাস প্রতিটি বিশ্বাসীকে পবিত্র ঈশ্বরের সাক্ষাতে, পবিত্র আত্মার পরিচালনার অধীনে আসতে এবং যীশু খ্রীষ্টের সাথে একটি ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে সমর্থ করে৷ এই ধরনের বিশ্বাস আমাদেরকে “আত্মিক যাজকত্ব” প্রাপ্ত করবার সুযোগ দেয়৷ আমাদের অবশ্যই জল ও আত্মার সুসমাচারের প্রত্যাদেশ ও আমাদের বিশ্বাস অনুসারে প্রচার করতে হবে যে যীশু খ্রীষ্ট আমাদের ত্রাণকর্তা৷ কাজেই আমরা চাই না যে জল ও আত্মার সুসমাচার কেবলমাত্র আমাদের সম্পত্তি হয়ে রয়ে যাক৷ জল ও আত্মার এই সুসমাচার হলো সেই সুসমাচার যা জগতের সর্বস্থানের প্রত্যেকটি মানুষকে বলা উচিত৷ 
More
The New Life Mission

TAKE OUR SURVEY

How did you hear about us?