FAQ on the Christian Faith
Subject 1: Being born again of water and the Spirit
1-12. পুরাতন নিয়মে প্রতিদিনের পাপের মুক্তির জন্য কি রকম প্রায়শ্চিত্তের বলিদান প্রথা ছিল?
সেই সময় প্রতি দিনের পাপমুক্তির জন্য প্রায়শ্চিত্তের প্রথা ছিল। একদিনের পাপের প্রায়শ্চিত্তের একজন লোককে একটি মেষশাবক, একটি মেষ, একটি বৃষ অথবা এক জোড়া কবুতর সমাগম তাম্বুতে আনতে হত এবং বলির পাপ অর্পণের জন্য হস্তার্পণ করতে হতো। এটা ছিল ঈশ্বর কর্তৃক স্থিরকৃত প্রতিদিনকার পাপের মুক্তির জন্য বলিদান প্রথা (লেবীয় ৩:১-১১ পদ)।