Search

FAQ on the Christian Faith

Subject 1: Being born again of water and the Spirit

1-15. পাপের বেতন কি?

পাপের বেতন মৃত্যু। যে পাপই হোকনা কেন সকলই ঈশ্বরের সাক্ষাতে বিচারিত হবে এবং সকল পাপের বেতন মৃত্যু। ইস্রায়েল জাতি পাপার্থক বলিরূপে ঈশ্বরের সাক্ষাতে নির্দোষ মেষ বলি দিত এটাই ছিল তখনকার জন্য পাপের প্রায়শ্চিত্ত প্রথা। কিন্তু ওই ধূরনের বলিদান সম্ভবত তাদের সমস্ত পাপ চিরতরে ধৌত করতে পারত না, “কারণ বৃষের কি ছাগের রক্ত যে পাপহরণ করিবে, ইহা হইতেই পারে না” (ইব্রীয় ১০:৪)|
সুতরাং ঈশ্বর সমস্ত মানুষকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য মেষশাবক প্রস্তুত করলেন। এই মেষশাবকের উপরে যেন সকল মানুষের পরিবর্তে মৃত্যুবরণ করেন, এই জন্য সকল মানুষের পাপ হস্তার্পণ দ্বারা তার উপরে বর্তান হলো।
নূতন নিয়মে যীশু যর্দ্দন নদীর বাপ্তিস্মের মাধ্যমে আমাদের সকল পাপ তুলে নিয়েছেন এবং মেষশাবক হিসাবে আমাদের পক্ষে মৃত্যুবরণ করেছেন, “কেননা পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান প্রভু যীশু খ্রীষ্টেতে অনন্ত জীবন ” (রোমীয় ৬:২৩ পদ)। 
পাপের বেতন মৃত্যু, কিন্তু যীশু তার মৃত্যুর মাধ্যমে আমাদিগকে অনন্ত জীবন দান করলেন এবং জগতের সমস্ত পাপীর পাপ বহন করলেন, তাঁর প্রেম প্রকাশ করলেন।
The New Life Mission

TAKE OUR SURVEY

How did you hear about us?