Search

FAQ on the Christian Faith

Subject 2: The Holy Spirit

2-7. যীশুর শিষ্যগণ কি পাপ ক্ষমার মাধ্যমে তাদের পাপ থেকে মুক্তি দ্বারা পবিত্র আত্মা পেয়েছিলেন? অথবা পাপের ক্ষমার প্রতি শ্রদ্ধা প্রদর্শন ব্যাতিত ভিন্ন কোন অভিজ্ঞতা ছিল?

পবিত্র আত্মা গ্রহণ পাপ মুক্তি থেকে ভিন্ন কোন অভিজ্ঞতা নয়। আমরা বাইবেলে দেখতে পাই যে যীশুর শিষ্যগণ ইতিমধ্যে জেনেছিল ও বিশ্বাস করেছিল যে যোহনের দ্বারা বাপ্তিস্ম গ্রহণের দ্বারা যীশু জগতের সমস্ত পাপ তুলে নিয়েছিলেন, এমনকি তাদের পবিত্র আত্মা গ্রহণের পূর্বে (১পিতর ৩:২১-আর এখন উহার প্রতিরূপ বাপ্তিস্ম যা আমাদিগকে পরিত্রাণ করে)। 
পাপের ক্ষমার অর্থ পাপ থেকে পরিত্রাণ পাওয়া, অন্যদিকে এর অর্থ আমাদের অন্তরের সমস্ত পাপ ধৌত হওয়া এবং চলে যাওয়া। আজকাল অনেক খ্রীষ্টিয়ান পাপের ক্ষমা যা যীশু আমাদিগকে দিয়েছেন এর বিরূপ অর্থ করে। লোকেরা জানে না যে কিভাবে তারা পাপের ক্ষমা গ্রহণ করতে পারে। তারা জানে যে সাধারণভাবেই তাদের পাপের ক্ষমা হয়েছে কারণ তারা যীশুকে তাদের প্রভু হিসাবে বিশ্বাস করে।
যারা তাদের পাপের জন্য ক্ষমা গ্রহণ করেছে তারা নিজেরাই সাহ্মী হয়েছে। যাহোক, যদি কেউ তাঁর পাপ মোচনের শাব্দিক সাহ্মী না হয় তাহলে সে পবিত্র আত্মা গ্রহণ করে নাই হয়তো তাঁর সমস্ত পাপের ক্ষমা পায় নাই। যদি তাঁর আত্মার পূর্ণ অনুভূতি থাকে, কেবল তাঁর নিজের প্রবল অনুভূতির ফলেই প্রতারিত হচ্ছে। শয়তান নিজে দীপ্তিময় দূতের বেশ ধারণ করে (২করিন্থীয় ১১:১৪-১৫. গালাতীয় ১:৭-৯), সত্য থেকে বিপথে গিয়ে তাকে প্রতারিত করছে (মথি ৭:২১-২৩)।
যারা তাদের পাপের ক্ষমা পেয়েছে তারা তাদেরই সাক্ষী হয়েছে কারণ তারা জল ও আত্মার সুসমাচার বিশ্বাস করে। ১ যোহন ৫:৪-১২ পদে আছে, ঈশ্বর যীশু খ্রীষ্টের বিষয়ে সাক্ষ্য দেন যিনি জল ও রক্ত থেকে এসেছেন। তাছাড়া, তিনি বলেন যদি কেউ অন্য আত্মা ও অন্য সুসমাচার প্রচার করে (২করিন্থীয় ১১:৪) তাহলে তিনি পাপের ক্ষমা পাননি। যখন তারা যীশু খ্রীষ্টে বিশ্বাস করে কবল তখনই পাপের ক্ষমা গ্রহণ করতে পারে, যিনি জল ও আত্মার সুসমাচারের দ্বারা এসেছিলেন। ক্রুশীয় পাপের ক্ষমা গ্রহণ হল পবিত্র আত্মা গ্রহণ। ক্রুশীয় পাপের ক্ষমা গ্রহণ হল অন্তরে বাসকারী পবিত্র আত্মা গ্রহণ।
The New Life Mission

TAKE OUR SURVEY

How did you hear about us?