Rev. Paul C. Jong
সূচীপএ
মুখপত্র
অধ্যায় ১
1. যীশু খ্রীষ্ট আমাদের জীবন (যোহন ১:১-৪)
2. আমরা অবশ্যই ঈশ্বর হতে জাত (যোহন ১:১২-১৮)
3. একজাত পুত্র যীশুর মাধ্যমে প্রকাশিত ঈশ্বরের প্রেম (যোহন ১:১৫-১৮)
4. সত্য যা যোহন বাপ্তাইজক সাক্ষ্য দিয়েছিলে (যোহন ১:১৯-২৮)
5. বাইবেলীয় সাক্ষ্য যীশু জগতের সকল পাপ বহন করলেন (যোহন ১:২৯-৩৯)
6. ঈশ্বরের বাক্যেই কেবল বিশ্বাসের সত্যবাদিতা (যোহন ১:১-৮)
7. আমরা এর চেয়ে অধিক সুখী হতে পারি না (যোহন ১:২৯-৩১)
8. আমাদের সৃষ্টিকর্তা আমাদের কী ধরনের প্রত্যাশার সন্মুখীন করেছিলেন? (যোহন ১:১-১৩)
9. যোহন বাপ্তাইজক কে? (যোহন ১:১৯-৪২)
অধ্যায় ২
1. আমরা সুখী হই যদি আমরা আমাদের অন্তরে যীশুকে গ্রহণ করি তবে (যোহন ২:১-১১)
2. আমরা কেবল ঈশ্বর থেকে আশীর্ব্বাদ আস্বাদন করতে পারি যদি আমরা ঈশ্বরের বাক্য মান্য করি (যোহন ২:৫)
অধ্যায় ৩
1. আমরা এই বিষয়ে জ্ঞাত হয়েও বিশ্বাস করে নূতন জন্ম প্রাপ্ত হই (যোহন ৩:১-৬)
2. আপনি কি ঈশ্বর প্রদত্ত জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করেন? (যোহন ৩:১-৮)
3. আমাদের পক্ষে নূতন জন্ম প্রাপ্ত হতে কী সম্ভব করে? (যোহন ৩:১-১৫)
4. আপনি কি বাস্তবিক ঈশ্বরের প্রেম জানেন? (যোহন ৩:১৬)
5. আসুন বিশ্বাসের দ্বারা আমরা আধ্যাত্মিক কার্য্য করি (যোহন ৩:১৬-১৭)
এটি লিখিত আছে, “কেহ কখনও ঈশ্বরকে দেখে নাই, একজাত পুত্র যিনি পিতার ক্রোড়ে থাকেন, তিনিই [তাঁহাকে] প্রকাশ করিয়াছেন” (যোহন ১:১৮)
যীশু কেমন যথার্থভাবে আমাদের কাছে ঈশ্বরের প্রেম প্রকাশ করেন! যীশু কেমন যথার্থভাবে আমাদের মুক্ত করেন! জল ও আত্মার সুসমাচারের পরিত্রাণের কি অদ্ভুত সত্য! যীশুতে আমাদের বিশ্বাসের মাধ্যমে আমাদের পরিত্রাণ গ্রহণে আমরা কখনও অবজ্ঞা করতে পারি না, যিনি জল ও রক্ত দ্বারা এসেছিলেন (১ যোহন ৫:৬)|
এখন, আমরা তাঁর পাপমুক্ত মানুষ হয়েছি| যে জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করে সে পাপের অনন্তকালীন ক্ষমা গ্রহণ ও অনন্ত জীবনের অধিকারী হতে পারে|