Search

Preguntas Frecuentes sobre la Fe Cristiana

Tema 3 : Apocalipsis

3-8. ঈশ্বরের সিংহাসনের সম্মুখে দন্ডায়মান চারটি প্রাণী কি অথবা কারা?

প্রকাশিত বাক্য ৪:৬-৯ পদে এই চারটি প্রাণীর বর্ণনা করা হয়েছে: “আর সেই সিংহাসনের সম্মুখে যেন স্ফটিকবৎ কাচময় এক সমুদ্র আছে, এবং সিংহাসনের মধ্যে ও সিংহাসনের চারিদিকে চারি প্রাণী আছেন; তাঁহারা সম্মুখে ও পশ্চাতে চক্ষুতে পরিপূর্ণ। প্রথম প্রাণী সিংহের তুল্য, দ্বিতীয় প্রাণী গোবৎসের তুল্য, তৃতীয় প্রাণী মনুষ্যের ন্যায় মুখমণ্ডলবিশিষ্ট, এবং চতুর্থ প্রাণী উড্ডীয়মান ঈগল পক্ষীর তুল্য। সেই চারি প্রাণীর প্রত্যেকের ছয় ছয়টী পক্ষ, এবং তাঁহারা চারিদিকে ও ভিতরে চক্ষুতে পরিপূর্ণ; আর তাঁহারা দিবারাত্র অবিশ্রামে এই কথা কহিতেছেন,”
‘পবিত্র, পবিত্র, পবিত্র প্রভু ঈশ্বর 
সর্ব্বশক্তিমান্‌, যিনি ছিলেন,
ও যিনি আছেন, ও যিনি 
আসিতেছেন।‘” 
আর যিনি সিংহাসনে বসিয়া আছেন, যিনি যুগপর্য্যায়ের যুগে যুগে জীবন্ত, সেই প্রাণিবর্গ যখন তাঁহার প্রতাপ ও সমাদর ও ধন্যবাদ কীর্ত্তন করিবেন,”
ঈশ্বরের সিংহাসনের চারিদিকে চব্বিশজন প্রাচীন সহ যে চারটি প্রাণী, তারা ঈশ্বরের সেই দাসেরা যারা সব সময় ঈশ্বরের সংকল্প অনুযায়ী তাঁর পবিত্রতা ও গৌরবের প্রশংসা করছে৷ তিনি স্বয়ং কাজ করেন না, কিন্তু তাঁর দাসদের মাধ্যমে কাজ করেন৷ এই চারজন দন্ডায়মান প্রাণী ঈশ্বরের নিকটবর্তী চার ব্যক্তি যারা সবসময় তাঁর আজ্ঞাপালন করছেন৷
চার প্রাণীর প্রত্যেকে পৃথক পৃথক ভাবে ভিন্ন ভিন্ন ক্ষমতায় ঈশ্বরের সেবা করছেন৷ তাদের চতুর্দিকে চক্ষুতে পরিপূর্ণ- কথাটির দ্বারা বোঝা যায় যে, তারা সর্বক্ষণ সর্ববিষয়ে ঈশ্বরের সংকল্পের দিকে একাগ্র ছিলেন৷ তাই এই চার প্রাণী ঈশ্বরের সেই চারজন বিশ্বস্ত দাস যারা সব সময় বিশ্বস্তভাবে তাঁর আজ্ঞাসকল পালন করছেন৷
উপরন্তু ঈশ্বর যেমন কখনো নিদ্রা যান না, তেমনি এই চার প্রাণী ঈশ্বরের প্রতাপের এবং পবিত্রতার প্রশংসা করতে করতে কখনও থেমে থাকেন নি৷ তারা সব সময় পিতা ঈশ্বর, আমাদের প্রভু যীশু যিনি ঈশ্বরের মেষশাবক; তাদের পবিত্রতার ও পরাক্রমের প্রশংসা করছে৷ এই ভাবে, বাধ্যতামূলকভাবে নয়, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিশ্বস্ত হৃদয়ে তারা সিংহাসনের সম্মুখে দাঁড়িয়ে অবিরত তাঁর প্রশংসা করে চলেছেন৷ কেন? কারণ, যীশু খ্রীষ্ট যা সাধন করেছেন,-অর্থাৎ তিনি নিজেকে নত করে কুমারী মরিয়মের গর্ভে মাংসময় দেহে জন্মগ্রহণ করেছেন, যোহনের কাছে বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে নিজের উপরে জগতের সমস্ত পাপভার তুলে নিয়েছেন; এবং এইভাবে জগতের সকলকে পাপ থেকে মুক্ত করে এখন তিনি ঈশ্বরের সিংহাসনে উপবিষ্ট আছেন, এবং তাঁর এই সুন্দর কাজের জন্য তিনি অবশ্যই অনন্তকাল সেই চারি প্রাণীর কাছে প্রশংসা পাওয়ার দাবিদার৷
এইভাবে চব্বিশজন প্রাচীনের সাথে এই চার প্রাণী হৃদয়ের গভীর থেকে বিশ্বস্তভাবে ঈশ্বরের উচ্চ প্রশংসা করে যাচ্ছেন৷
The New Life Mission

Participe en nuestra encuesta

¿Cómo se enteró de nosotros?