Search

BUKU CETAK GRATIS,
BUKU ELEKTRONIK, DAN BUKU AUDIO

Injil Menurut Yohanes

যোহনের সুসমাচারের উপর ধর্ম্মোপদেশ (III) - আমার দেহ ভোজন কর ও আমার রক্ত পান কর
  • ISBN9788928231041
  • Halaman273

Bengali 20

যোহনের সুসমাচারের উপর ধর্ম্মোপদেশ (III) - আমার দেহ ভোজন কর ও আমার রক্ত পান কর

Rev. Paul C. Jong

সূচীপএ

মুখপত্র 
1. ছোট মাছ এবং রুটিগুলো অনেকের জন্য কী অর্থ প্রকাশ করে? (যোহন ৬:১-১৫) 
2. ঈশ্বর যাঁকে তাঁর কাজে নিযুক্ত করেছেন তাঁকে বিশ্বাস করতে হবে (যোহন ৬:১৬-২৯) 
3. অনন্তকালস্থায়ী খাদ্যের জন্য পরিশ্রম কর (যোহন ৬:১৬-৪০) 
4. আত্মার বশে চলা (যোহন ৬:২৬-৪০) 
5. এমন খাদ্যের জন্য পরিশ্রম কর যা এই পৃথিবীতে নষ্ট হয় না (যোহন ৬:২৬-৫৯) 
6. জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করে স্বর্গীয় রুটি ভোজন করা উচিত (যোহন ৬:২৮-৪৮) 
7. যীশু খ্রীষ্ট আমাদের জন্য জীবনের রুটি হয়েছেন (যোহন ৬:৪১-৫১) 
8. আমরা কিভাবে যীশুর মাংস ভোজন করতে পারি? (যোহন ৬:৪১-৫৯) 
9. যীশুকে বিশ্বাস করুন যিনি মুক্তিদাতা হিসেবে স্বর্গ হতে আপনার হৃদয়ে এসেছেন (যোহন ৬:৪১-৫১) 
10. যীশু আমাদের সত্যের অনন্তজীবন দিয়েছেন (যোহন ৬:৪৭-৫১) 
11. কিভাবে বিশ্বাসের দ্বারা প্রভুর পবিত্র ভোজে অংশ গ্রহণ করা যায় (যোহন ৬:৫২-৫৯) 
12. যীশু আমাদেরকে জীবনের রুটি দিয়েছেন (যোহন ৬:৫৪-৬৩) 
13. আপনি অবশ্যই আপনার পরিবারের সদস্যদের মধ্যে প্রভুর রক্ত ও মাংসের কথা প্রচার করবেন (যোহন ৬:৫১-৫৬) 
14. আমরা কিসের জন্য বাঁচব? (যোহন ৬:৬৩-৬৯) 
15. আমাদের অবশ্যই সত্যের সঠিক জ্ঞান থাকতে হবে (যোহন ৬:৬০-৭১) 
 
এখন অধিকাংশ খ্রীষ্টিয়ান সত্য জানে না, বস্তুতঃ তারা কেবল উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত ধর্ম জানে| আজকের খ্রীষ্ট ধর্ম প্রচলিত ধর্মমতের প্রতি সুসমাচার থেকে পবিত্র প্রভুর ভোজ পর্যন্ত এর নিষ্ঠা বজায় রেখেছে, তবে সত্যের জ্ঞানের মাধ্যমে নয় বরং কেবল রীতিসিদ্ধ প্রক্রিয়া ও ধর্মীয় পবিত্রকরণ জোর দিয়ে প্রকাশ করে| ফলে, প্রভুর ভোজের সময় যখন আজকের খ্রিষ্টিয়ানেরা রুটি ও দ্রাক্ষারসের কাছে আসে যা যীশুর মাংস ও রক্তের নিদর্শন, তারা কেবল তাঁর রক্তের উত্সর্গীকরণের জন্য ধন্যবাদ দেয়, তারা আর কোনো সাহায্য করতে পারে না কিন্তু ঘটনাটির বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ থাকে যে খ্রীষ্ট যোহন বাপ্তাইজক কর্তৃক বাপ্তিস্ম গ্রহনের দ্বারা তাদের সকলের সমুদয় পাপ তাঁর নিজের উপরে তুলে নিয়েছেন|
অতএব, আমি সমুদয় জগতের সকল খ্রীষ্টিয়ানদের জল ও আত্মার সুসমাচারের মধ্য দিয়ে এমনকি এখন থেকে যীশুর মাংস ও রক্তের অর্থ ভালোভাবে বুঝতে ও এতে বিশ্বাস করতে এবং তদ্বারা তাদের পরিত্রাণ গ্রহণ ও সঠিক বিশ্বাসে পবিত্র প্রভুর ভোজে অংশগ্রহনে উত্সাহিত করছি|
Unduh Buku Elektronik
PDF EPUB
Buku Audio
Buku Audio