Bengalese 3
Rev. Paul C. Jong
Sebbene la pandemia di Covid-19 sia terminata, ci sono ancora difficoltà nell`inviare o ricevere i nostri libri stampati per posta a causa di varie difficili situazioni internazionali. Quando la situazione internazionale migliorerà e la spedizione si normalizzerà, riprenderemo a spedire libri stampati.
পবিত্র আত্মা! খ্রীষ্টীয় বিশ্বাসের একটি বৃহৎ প্রশ্ন৷ পবিত্র আত্মা কে? একজন বিশ্বাসী কিভাবে তাঁকে প্রাপ্ত করতে পারে? খ্রীষ্টীয় বিশ্বাসের মধ্যে এই প্রশ্নগুলি অনেক বিভ্রান্তির মূল৷ মানুষ কি পাপের ক্ষমা গ্রহণ না করেই পবিত্র আত্মা গ্রহণ করতে পারে? অনেক মন্ডলী তাদের বিশ্বাসীদের শিক্ষা দেয় যে তারা উচ্চস্বরে প্রার্থনা করবার দ্বারা পবিত্র আত্মা প্রাপ্ত করতে পারে৷ তাই তারা আর্তনাদ করতে শুরু করে দেয়৷
পবিত্র আত্মা কর্তৃক অভিষিক্ত হওয়ার চিহ্নগুলি কী কী? কিছু মন্ডলী শিক্ষা দেয় যে পরভাষায় কথা বলাই নাকি সেই অভিষেকের একমাত্র নিদর্শন৷ তারা উদ্দীপনা সভাগুলিতে একত্রিত হয়, এবং চিত্কার করা, আর্তনাদ করা, লম্ফঝম্ফ করা আরম্ভ করে, যেগুলি কোনো কোনো ক্ষেত্রে তাদের মুর্চ্ছা যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়৷ কিন্তু এগুলি কি বাইবেল সম্মত? পবিত্র আত্মা গ্রহণ করবার সম্পর্কে বাইবেল আমাদের কী শিক্ষা দেয়?
আপনি যদি আপনার পাপ থেকে মুক্ত না হন, তাহলে আপনি পবিত্র আত্মা গ্রহণ করতে পারেন না৷ কিন্তু কিভাবে পাপশূন্য হওয়া যেতে পারে? আদৌ কি সেটি সম্ভব? বাইবেল আমাদের শিক্ষা দেয় যে একজন ব্যক্তি জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করবার দ্বারা পাপশূন্য হতে পারে৷ সেইরূপে সেই ব্যক্তি পবিত্র আত্মা গ্রহণ করতে পারে৷ এই বইটিতে বিষয়টি সবিস্তারে আলোচনা করা হয়েছে৷
পবিত্র আত্মা আমার অন্তরে বাস করেন আপনার জন্য পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার অব্যর্থ উপায়
খ্রীষ্ট ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য আলোচিত বিষয় ধার্ম্মিকের পরিত্রাণ এবং অন্তরে বসবাসকারী পবিত্র আত্মা৷
পাপ থেকে পরিত্রাণ এবং পবিত্র আত্মাতে জীবন যাপন বিষয় দুটি হচ্ছে খ্রীষ্টধর্মে সর্বাপেক্ষা আলোচিত বিষয়। কিন্তু খুব কম লোকেরই এই দুটি বিষয় সম্বন্ধে প্রকৃত জ্ঞান রয়েছে, অথচ বিষয় দুটি খীষ্টধর্মের সবচেয়ে গুরুতপূর্ণ দুটি দিক। যাইহোক, বাস্তবে লোকে বলে। তারা যীশু খ্রীষ্টকে বিশ্বাস করে, কিন্তু আসলে পাপের প্রায়শ্চিত্ত এবং পবিত্র আত্মা সম্বন্ধে তারা অজ্ঞ।
যে সুসমাচারের মাধ্যমে পবিত্র আত্মা লাভ করা যায়, আপনি কি সেই সুসমাচার জানেন ?
ঈশ্বরের কাছ থেকে পবিত্র আত্মা অবতরনের জন্য এবং পবিত্র আত্মায় জীবন যাপন করার জন্য প্রার্থনা করতে চাইলে আপনাকে প্রথমে অবশ্যই জল ও আত্মর সুসমাচার সম্পর্কে জানতে হবে এবং তাতে বিশ্বাস করতে হবে। নিশ্চিতভাবে এই বইটি সারা পৃথিবীর সমস্ত খ্রীষ্টিয়ানদেরকে পাপের ক্ষমা এবং পবিত্র আত্মা লাভের জন্য সহায়তা করবে।
এই বইয়ে, সুন্দর সুসমাচারে বর্ণিত জল ও আত্মা বিষয়ক সুসমাচার বিবেচনার জন্য সম্পূর্ণ করছে-যা আমাদিগকে অন্তরে বাসকারী – পবিত্র আত্মা দিতে রাজী হয়েছেন।
আপনি কি জল ও আত্মা বিষয়ক সুসমাচার জ্ঞাত আছেন, যা আপনাকে পবিত্র আত্মার দান স্বরূপ দিতে স্বীকৃত হয়েছেন? যদি আপনি বাস্তবিক পবিত্র আত্মা গ্রহণ করতে ইচ্ছুক থাকেন, আপনাকে অবশ্যই প্রথমতঃ, এ বিষয়ে বাস্তব এক সঠিক জ্ঞান পেতে হবে। আপনি কি এই সুসমাচার জানেন, যা আপনাকে পবিত্র আত্মা পেতে সাহায্য করবে? যদি আপনি অন্তরে বসবাসকারী পবিত্র আত্মার জন্য ঈশ্বরের কাছে যাচ্ঞা করেন, তাহলে প্রথমে আপনাকে অবশ্যই এই বিষয়ে বাস্তব ও সঠিক জ্ঞান পেতে হবে এবং এই বিশ্বাস ধরে রাখতে হবে। ইহা আপনাকে সুন্দর সুসমাচারের মধ্য দিয়ে জল ও আত্মা দ্বারা সমস্ত পাপ হতে পবিত্র করে। আপনাকে এটা করতে সাহায্য করে, আপনাকে জল ও আত্মার সুসমাচারের সঠিক জ্ঞানে অগ্রসর হতে হবে। কেবল মাত্র তখন আপনি এই জ্ঞান সত্য বলে গ্রহণ করে, পবিত্র আত্মায় পূর্ণ হবেন।
আপনি, যদি এই সত্য বিশ্বাস করেন তবে নিঃসন্দেহে অপনার অন্তরে বসবাসকারী পবিত্র আত্মাকে গ্রহণ করবেন। জল ও আত্মার সুসমাচারের জ্ঞান যা প্রভু সমস্ত মানবজাতিকে দিয়েছেন, আপনাকে পবিত্র আত্মার আশীর্ব্বাদের মধ্যে এনেছেন। তাই পবিত্র আত্মা আপনার হৃদয়ে সর্বসময়ের জন্য বসবাস করতে চান এবং তখনই আপনি একজন প্রকৃত প্রভুর শিষ্য হতে পারেন।
আপনি, যদি জানেন এবং জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করেন, জলের উনুই সদৃশ্য আপনার অন্তরে-বসবাসকারী-পবিত্র আত্মাকে ধন্যবাদ দিতে দিতে শান্তিময় এবং আনন্দময় জীবন যাপন করবেন। বর্তমান কালীন সমাজে, অধিকাংশ লোক জল এবং আত্মার সুসমমাচারের সত্য সম্বন্ধে অজ্ঞ, এবং তাদের ভ্রান্ত গুরুদের দেওয়া ভুল শিক্ষায় বিভ্রান্ত।
“কার মধ্যে পবিত্র আত্মা বাস করে ?”
আজ অধিকাংশ খ্রীষ্টিয়ানগণ অন্তরে বসবাসকারী পবিত্র আত্মার বিষয়ে মূল ধারনা থেকে বিচ্যুতি হয়েছে। তারা একগুয়েমি ভাবে বিশ্বাস করে যে , এমন কি কেহ পাপের ক্ষমা না পেলে ও পবিত্র আত্মা গ্রহণ করতে পারে। বাইবেল অনুসারে জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস ব্যাতিত কেহই অন্তরে বসবাসকারী পবিত্র আত্মাকে পেতে পারে না।
আপনি কি ভাবছেন ? যদি আপনার মধ্যে পাপ থাকে, যদিও আপনি যীশুতে বিশ্বাসী, আপনি কি ভাবছেন পবিত্র আত্মা আপনার মধ্যে বাস করবেন ? আপনি কি নিশ্চিত যে আত্মা আপনার মধ্যে আছে, তা পবিত্র আত্মা?
আপনি এই সত্য জেনে রাখবেন যে, ঈশ্বর পবিত্র আত্মাকে আপনার মধ্যে বাস করার অনুমতি দিবেন, যখন কেবলমাত্র জল ও আত্মার সুসমাচারে আপনার বিশ্বাস থাকবে। অতএব, পবিত্র আত্মাকে গ্রহণ করার শর্তে আপনাকে অবশ্যই জানতে হবে এবং সময় অন্তঃকরনের সহিত জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করতে হবে। সম্পূর্ন নিশ্চয়তার সঙ্গে আমি আপনাকে বলতে পারি যে, এটাই সত্য। যদি আপনি বাইবেলের এই সত্য গ্রহণ করেন তাহলে আমি আপনার সমগোত্রিয় হব, পবিত্র আত্মা নিশ্চিতভাবেই আপনার মধ্যে বাস করবেন।
আমি আপনাকে বলতে চাচ্ছি যে, আপনি আপনার সমস্ত অন্তঃকরনের সহিত জল এবং আত্মার সুসমাচারে বিশ্বাসী হোন। তখন আপনি প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং অন্তরে-বসবাসকারী পবিত্র আশীর্ব্বাদে পূর্ন হবেন। যারা জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করে, তারা পবিত্র আত্মার আশীর্ব্বাদে পূর্ন হয়।