Search

EBOOK E AUDIOLIBRI GRATUITI

L’Epistola di Paolo Apostolo ai Romani

Bengalese 6

রোমীয় পুস্তকে প্রকাশিত ঈশ্বরের ধার্মিকতা - আমাদের প্রভুর মাধ্যমে প্রকাশিত ঈশ্বরের ধার্মিকতা (II)

Rev. Paul C. Jong | ISBN 8983144165 | Pages 430

Scarica eBook e audiolibri GRATUITI

Scegli il formato file preferito e scaricalo in modo sicuro sul tuo dispositivo mobile, PC o tablet per leggere e ascoltare le raccolte di sermoni in qualsiasi momento e ovunque. Tutti gli eBook e audiolibri sono completamente gratuiti.

Puoi ascoltare l'audiolibro tramite il lettore qui sotto. 🔻
Possiedi un libro in brossura
Acquista un libro in brossura su Amazon
সূচীপত্র
 
মুখপত্র 

অধ্যায় ৭
1. রোমীয় পুস্তকের সপ্তম অধ্যায়ের উপস্থাপন 
2. পৌলের বিশ্বাসের সার: পাপের উদ্দেশে মৃত্যুর মাধ্যমে যীশু খ্রীষ্টের সাথে একাত্মতা (রোমীয় ৭:১-৪) 
3. যে কারণে আমরা প্রভুর প্রশংসা করতে পারি (রোমীয় ৭:৫-১৩) 
4. আমাদের মাংস, যা শুধু মাংসের দাসত্ব করে (রোমীয় ৭:১৪-২৫) 
5. মাংস পাপব্যবস্থার দাসত্ব করে (রোমীয় ৭:২৪-২৫) 
6. ধন্য প্রভু, পাপীদের মুক্তিদাতা! (রোমীয় ৭:১৪-৮:২) 

অধ্যায় ৮
1. রোমীয় পুস্তকের অষ্টম অধ্যায়ের উপস্থাপন 
2. ঈশ্বরের ধার্মিকতা হল ব্যবস্থার ধর্মবিধির সিদ্ধতা (রোমীয় ৮:১-৪) 
3. একজন খ্রীষ্টিয়ান কে? (রোমীয় ৮:৯-১১) 
4. মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি (রোমীয় ৮:৪-১১) 
5. ঈশ্বরের ধার্মিকতায় চালিত হওয়া (রোমীয় ৮:১২-১৬) 
6. ঈশ্বরের রাজ্যের অধিকারীগণ (রোমীয় ৮:১৬-২৭) 
7. প্রভুর দ্বিতীয় আগমন এবং সহস্র বছরের রাজ্য (রোমীয় ৮:১৮-২৫) 
8. পবিত্র আত্মা ধার্মিকদের সাহায্য করেন (রোমীয় ৮:২৬-২৮) 
9. সবকিছু মঙ্গলের জন্য একসঙ্গে কাজ করছে (রোমীয় ৮:২৮-৩০) 
10. ভ্রান্ত মতবাদসমুহ (রোমীয় ৮:২৯-৩০) 
11. অনন্তকালস্থায়ী প্রেম (রোমীয় ৮:৩১-৩৪) 
12. কে আমাদের বিপক্ষে দাঁড়াতে সাহস করবে? (রোমীয় ৮:৩১-৩৪) 
13. খ্রীষ্টের প্রেম থেকে কে ধার্মিককে বিচ্ছিন্ন করতে পারে? (রোমীয় ৮:৩৫-৩৯) 

অধ্যায় ৯
1. রোমীয় পুস্তকের নবম অধ্যায়ের উপস্থাপন 
2. আমরা অবশ্যই জানি যে, ঈশ্বর ধার্মিকতার সহিত পূর্ব সংকল্প স্থির করেছিলেন (রোমীয় ৯:৯-৩৩) 
3. যাকোবকে প্রেম করে কি ঈশ্বর ভুল করেছেন? (রোমীয় ৯:৩০-৩৩) 

অধ্যায় ১০
1. রোমীয় পুস্তকের দশম অধ্যায়ের উপস্থাপন 
2. প্রকৃত বিশ্বাস শ্রবণ থেকে আসে (রোমীয় ১০:১৬-২১) 
 
অধ্যায় ১১
1. ইস্রায়েল কি রক্ষা পাবে? 

অধ্যায় ১২
1. ঈশ্বরের সাক্ষাতে আপনার মন নবায়ন করুন 

অধ্যায় ১৩
1. ঈশ্বরের ধার্মিকতার পক্ষে জীবিত থাকি 

অধ্যায় ১৪
1. অন্যের বিচার করোনা 

অধ্যায় ১৫
1. আসুন, সমগ্র পৃথিবীব্যাপী আমরা সুসমাচার প্রচার করি 

অধ্যায় ১৬
1. পরস্পর মঙ্গলবাদ করো 
 
এই বইয়ের কথা গুলি আপনার হৃদয়ের আকাঙ্খাকে তূপ্ত করবে। প্রতিদিনের যে পাপের কারণে যে সমস্যা হচ্ছে তা থেকে বেরিয়ে আসার প্রকৃত সমাধান না জেনেই বর্তমান খ্রীষ্টিয়ানগণ সাধারণ জীবন যাপন করছে। আপনি কি জানেন ঈশ্বরীয় ধার্মিকতা কি? লেখক আশা করেন আপনি নিজেকে এই প্রশ্নটি করবেন এবং এই বইয়ে প্রদর্শিত ঈশ্বরীয় ধার্মিকতায় বিশ্বাস করবেন। পূর্ব থেকে নির্ধারিত ও মনোনীত, বিচার এবং পবিত্রতার ক্রমবৃদ্ধি - এই গুলো প্রধান খ্রীষ্টিয় মতবাদ যা বিশ্বাসীদের মধ্যে দ্বিধা এবং শূণ্যতা সৃষ্টি করেছে। কিন্তু এখন অনেক খ্রীষ্টিয়ানকে নুতন করে ঈশ্বরকে জানতে হবে, তার ধার্মিকতা সম্বন্ধে জানতে হবে এবং নিশ্চিত বিশ্বাসে জীবন যাপন করতে হবে। এই বইটির মাধ্যমে আপনি অনেক মহৎ বিষয় বুঝতে পারবেন, যা আপনার জন্য শান্তি আনয়ন করবে। লেখক চান যেন আপনি ঈশ্বরীয় ধার্মিকতার আশীর্বাদ লাভ করতে পারেন।
Di Più
Libro Stampato Gratuito
Aggiungi questo libro al carrello
The New Life Mission

Partecipa al nostro sondaggio

Come hai saputo di noi?