Search

キリスト教信仰に関するFAQ

主題1:水と御霊によって新しく生まれる

1-16. যীশুকে কেন মৃত্যুবরণ করতে হল?

যীশুর মৃত্যু হলো আমাদের পাপের মুল্য যা তিনি তাঁর বাপ্তিস্মের মাধ্যমে সাধন করলেন। মানুষ তার পাপের কারণে অনন্তকাল নরকে প্রজ্জ্বলিত হওয়ার জন্য ধাবিত হচ্ছিল। কিন্তু যীশু আমাদের প্রেম করেন বিধায় বাপ্তিস্মের মাধ্যমে আমাদের পাপ নিজে বহন করলেন। আমাদের মুক্তির জন্য ক্রুশে মৃত্যুবরণ করলেন। 
আমাদের পাপমুক্তির জন্য নরকের অভিশাপ থেকে মুক্তির জন্য তিনি নিজেকে সমর্পণ করলেন। মানবজাতির পাপের মূল্যরূপে বাপ্তিস্ম নিলেন ও মৃত্যুবরণ করলেন। আমাদের পাপ ও নরক থেকে রক্ষার জন্য তিনি নিজে বলিকৃত হলেন। মানবজাতির পাপের মূল্যরূপে মৃত্যুবরণ করলেন। আমাদের পাপ, মৃত্যু, বিচার ও নরকগণের হাত থেকে রক্ষা করার জন্যই তিনি বাপ্তাইজিত হলেন এবং ক্রুশীয় মৃত্যু দ্বারা বিচারিত হলেন। 
যর্দ্দনে তিনি সেই মৃত্যু গ্রহন করলেন যা পাপের কারণে সমস্ত মানবজাতির প্রাপ্য ছিল, তিনি আমাদের পক্ষে বিচারিত হলেন। তিনি ক্রুশীয় মৃত্যুবরণ করলেন এবং আবার পুনরুত্থিত হলেন যেন আমরা ধার্মিক হিসাবে জীবনযাপন করি।