Search

キリスト教信仰に関するFAQ

主題4: 図書の読者からのよくある質問

4-10. “ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্ব্বক পাপ করি” এর অর্থ কি? (ইব্রীয় ১০:২৬)

আপনি যে বাক্যটি উল্লেখ করলেন তার ব্যাখ্যা এইরূপ৷
ইব্রীয় ১০:২৬-২৭ বলে, “কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্ব্বক পাপ করি, তবে পাপার্থক আর কোন যজ্ঞ অবশিষ্ট থাকে না৷ কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষদিগকে গ্রাস করিতে উদ্যত অগ্নির চণ্ডতা।”
এখন হয়তো আপনার সত্যের তত্ত্বজ্ঞানে, অর্থাৎ জল ও আত্মার সুসমাচারে দৃঢ় বিশ্বাস রয়েছে৷
তাহলে, “স্বেচ্ছাপূর্ব্বক পাপ” এর অর্থ কি?
আমাদের অবশ্যই জানতে হবে যে পাপকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে: “যে পাপ মৃত্যুজনক নয়” এবং “মৃত্যুজনক পাপ” (১ যোহন ৫:১৬)৷ প্রতিদিন আমরা পাপ করি৷ সেগুলি “মৃত্যুজনক পাপ নয়”, এবং প্রভু ইতিমধ্যেই সেই সকল পাপগুলি মুছে দিয়েছেন৷
 কিন্তু  “মৃত্যুজনক পাপ” হল পবিত্র আত্মার নিন্দা করবার পাপ৷ 
“এই কারণ আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যদের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হইবে না” (মথি ১২:৩১)৷ পবিত্র আত্মা সাক্ষ্য দেন যে যীশু প্রকৃত ত্রাণকর্তা, এবং তিনি নুতন জন্ম প্রাপ্ত সাধুদের মাধ্যমে জল ও আত্মার সুসমাচারের বিষয়ে সাক্ষ্য দেন৷ 
সংক্ষেপে বলতে গেলে, যদি কেউ সত্য সুসমাচারের সকল উপাদানগুলি শ্রবণ করবার পর তাকে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তিটি বর্তমানে পবিত্র আত্মার নিন্দার পাপ করছে৷ দুর্ভাগ্যবশতঃ, এমন লোক আছে যারা যখন সুসমাচারের কারণে কিছু ক্লেশের সম্মুখীন হয় তখন তারা সুসমাচারকে অস্বীকার করে৷
কোনো একজন ব্যক্তি যদি জানে যে এই সুসমাচারটি সত্য, কিন্তু তথাপি সে স্বেচ্ছায় তা অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি কি এহেন পাপের জন্য ঈশ্বর কর্তৃক ক্ষমাপ্রাপ্ত হতে পারে? ঈশ্বর স্পষ্টভাবে এ ধরনের পাপের জন্য অনন্ত দন্ড ঘোষণা করেন৷