না, পাপ স্বীকার করার দ্বারা দূরীভূত হয় না, বরং জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করার দ্বারা হয়| যা আমাদেরকে সমস্ত পাপ থেকে শুচি করে, যখন আমরা সেই যীশুর বাপ্তিস্ম ও তাঁর রক্তে বিশ্বাস করি, কেবল তখনই আমাদের পাপসমূহ দূরীভূত হতে পারে| এটাই যীশুর আত্মিক পরিত্রাণের সুসমাচার, যিনি যর্দনে বাপ্তিস্মের মাধ্যমে আমাদের সমস্ত পাপ ধৌত করেছিলেন|
পাপস্বীকার করাটা কোনো একজন ব্যক্তির জন্য ঈশ্বরের নিয়মকে স্বীকার করে নেওয়ার চিহ্নমাত্র, কিন্তু আমরা যখন যীশুর বাপ্তিস্ম ও ক্রুশকে বিশ্বাস করি, কেবল তখনই আমাদেরকে পাপের ক্ষমা প্রদান করা হয়|
যীশুর বাপ্তিস্মের জল এবং খ্রীষ্টের রক্ত সেই স্বর্গীয় সত্য যা সব মানুষকে পাপ থেকে রক্ষা করেছে, এবং আমাদের পরিত্রাণ পাপস্বীকারের উপর নয়, বরং যীশু তাঁর বাপ্তিস্মের মাধ্যমে সমস্ত মানুষের পাপ দুরে সরিয়ে দিয়েছিলেন, এটা বিশ্বাস করার উপর নির্ভর করে| আমাদের মত পাপীদের সমস্ত পাপ গ্রহণ করার শাস্তি ছিল যীশুর ওই ক্রুশারোপন|
সুতরাং, আমাদের প্রকৃত পরিত্রাণ যর্দনের বাপ্তিস্ম ও ক্রুশের রক্তের মধ্যে আছে| আমাদের সমস্ত পাপ ধৌত হয়ে যাওয়ার কারণ এটাই যে, আমরা সেই যীশুকে বিশ্বাস করি, যিনি আমাদের সমস্ত পাপ ধৌত করে দিয়েছিলেন|
যারা এটা প্রচার করে যে, আমাদের পাপস্বীকারের দ্বারা আমরা রক্ষা পেতে পারি, তারা ঈশ্বরের সত্য পরিত্রাণকে অবহেলা করছে|
অতএব, আমাদেরকে অবশ্যই ঈশ্বরের পরিত্রাণ, যীশুর বাপ্তিস্ম ও রক্তে বিশ্বাস করতে হবে| কখনও এটা বলবেনও না যে মানবজাতির পাপসমূহগুলিকে ঈশ্বরের নিকট স্বীকার করার দ্বারা ক্ষমা করা হতে পারে|
জেনে রাখুন যে আমাদের পাপগুলো আমাদেরকে নরকে নিক্ষিপ্ত করবে, কিন্তু যীশুতে, তাঁর বাপ্তিস্ম ও রক্তে, যা আমাদেরকে পরিত্রাণ দান করে এবং ঈশ্বরের সম্মুখে ধার্মিক করে তোলে, তাতে বিশ্বাস আমাদের পাপ ধৌত করতে পারে| আমরা সকলে সচেতন হই যে সত্যের বাক্য, যীশুর জল ও রক্তে(১ যোহন ৫:৪-৮) বিশ্বাসের দ্বারা একেবারেই আমাদের পাপসমূহ থেকে ধৌত হয়েছি|
আমরা প্রতিবার যখন পাপস্বীকার করি তখন আমাদের পাপসমূহ ধুয়ে যায় না| আপনি যদি পাপস্বীকারে নির্ভর করার উপর গোঁ ধরে থাকেন, তাহলে পরিশেষে আপনি নরকে নিক্ষিপ্ত হবেন| আসুন আমরা সত্য সুসমাচারে বিশ্বাস করি যাতে আমাদের হৃদয়ের পাপসমূহ ধৌত হতে পারে| শুধু মস্তিস্ক দ্বারা নয়, বরং আপনার হৃদয় সহকারে বিশ্বাস করুন, এবং চিরতরে আপনার সমস্ত পাপ থেকে মুক্ত হোন|