Rev. Paul C. Jong
সূচীপত্র
মুখপত্র
অধ্যায় ১
1. রোমীয় পুস্তকের প্রথম অধ্যায়ের উপস্থাপন
2. সুসমাচারে প্রকাশিত ঈশ্বরের ধার্মিকতা (রোমীয় ১:১৬-১৭)
3. ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে (রোমীয় ১:১৭)
4. ধার্মিক ব্যক্তি বিশ্বাস দ্বারা বাঁচে (রোমীয় ১:১৭-১৮)
5. যারা অধার্ম্মিকতা দ্বারা সত্যের প্রতিরোধ করে (রোমীয় ১:১৮-২৫)
অধ্যায় ২
1. রোমীয় পুস্তকের দ্বিতীয় অধ্যায়ের উপস্থাপ
2. ঈশ্বরের অনুগ্রহ অগ্রাহ্যকারীগণ (রোমীয় ২:১-১৬)
3. হৃদয়ের যে ত্বক্ ছেদ (রোমীয় ১:১৭-২৯)
অধ্যায় ৩
1. রোমীয় পুস্তকের তৃতীয় অধ্যায়ের উপস্থাপ
2. শুধুমাত্র বিশ্বাস দ্বারাই পাপ থেকে পরিত্রাণ (রোমীয় ৩:১-৩১)
3. প্রভুর জন্য আপনি কি ঈশ্বরের ধন্যবাদ করেন? (রোমীয় ৩:১০-৩১)
অধ্যায় ৪
1. রোমীয় পুস্তকের চতুর্থ অধ্যায়ের উপস্থাপ
2. বিশ্বাস দ্বারা স্বর্গীয় আশীর্বাদ প্রাপ্তগণ (রোমীয় ৪:১-৮)
অধ্যায় ৫
1. রোমীয় পুস্তকের পঞ্চম অধ্যায়ের উপস্থাপ
2. এক মানুষের মাধ্যমে (রোমীয় ৫:১৪)
অধ্যায় ৬
1. রোমীয় পুস্তকের ষষ্ঠ অধ্যায়ের উপস্থাপ
2. যীশুর বাপ্তিস্মের প্রকৃত অর্থ (রোমীয় ৬:১-৮)
3. আপনার অঙ্গপ্রত্যঙ্গগুলোকে ধাৰ্ম্মিকতার অস্ত্র হিসেবে উৎসর্গ করুন করুন (রোমীয় ৬:১২-১৯)
এই বইয়ের কথা গুলি আপনার হৃদয়ের আকাঙ্খাকে তূপ্ত করবে। প্রতিদিনের যে পাপের কারণে যে সমস্যা হচ্ছে তা থেকে বেরিয়ে আসার প্রকৃত সমাধান না জেনেই বর্তমান খ্রীষ্টিয়ানগণ সাধারণ জীবন যাপন করছে। আপনি কি জানেন ঈশ্বরীয় ধার্মিকতা কি? লেখক আশা করেন আপনি নিজেকে এই প্রশ্নটি করবেন এবং এই বইয়ে প্রদর্শিত ঈশ্বরীয় ধার্মিকতায় বিশ্বাস করবেন। পূর্ব থেকে নির্ধারিত ও মনোনীত, বিচার এবং পবিত্রতার ক্রমবৃদ্ধি - এই গুলো প্রধান খ্রীষ্টিয় মতবাদ যা বিশ্বাসীদের মধ্যে দ্বিধা এবং শূণ্যতা সৃষ্টি করেছে । কিন্তু এখন অনেক খ্রীষ্টিয়ানকে নুতন করে ঈশ্বরকে জানতে হবে, তার ধার্মিকতা সম্বন্ধে জানতে হবে এবং নিশ্চিত বিশ্বাসে জীবন যাপন করতে হবে । এই বইটির মাধ্যমে আপনি অনেক মহৎ বিষয় বুঝতে পারবেন , যা আপনার জন্য শান্তি আনয়ন করবে। লেখক চান যেন আপনি ঈশ্বরীয় ধার্মিকতার আশীর্বাদ লাভ করতে পারেন।