Search

লেখক সম্পর্কে

রেভাঃ পল সি.জং

একজন পালক বা পাস্টাররূপে রেভাঃ পল সি.জং পাপের ক্ষমা গ্রহণ করবার উত্তর খোঁজবার ক্ষেত্রে বহুদিনব্যাপী হন্যে হয়ে ঘুরে বেড়িয়েছিলেন৷ তার অনুসন্ধান তাকে, ঈশ্বরের বাক্যে যেভাবে প্রকাশিত আছে, সেই যীশু খ্রীষ্টের ধার্মিকতাকে আবিস্কার করবার দিকে চালিত করেছিল, যিনি জল ও আত্মার সুসমাচার দ্বারা এসেছিলেন৷ এই আবিস্কারটাই তাকে তার বর্তমান পরিচর্যার দিকে এগিয়ে দিয়েছিল৷ সমগ্র জগতে সত্য সুসমাচার প্রচার করবার উদ্দেশ্যে The New Life Mission তার সহকর্মীদের সাথে একত্রে জল ও আত্মার সুসমাচার ঘোষণা করে, রেভাঃ জং The New Life Mission-এর লিটারেচার মিনিস্ট্রিতে আজ পর্যন্ত তার জীবন উৎসর্গ করে চলেছেন৷ তার বইগুলি ৮০ টির বেশি ভাষায় অনুদিত ও প্রকাশিত হয়েছে, এবং সেই বইগুলি বর্তমানে ১৫০ টির অধিক দেশে উপলব্ধ ও পঠিত হচ্ছে৷ যেহেতু এই বইগুলি ঈশ্বরের সত্য লিখিত বাক্যের উপর ভিত্তি করে রচিত হয়েছে, তাই এই বইগুলির কারণে, তার বইয়ের পাঠকদের অনেকেই ঈশ্বরের নিকট পাপের ক্ষমা ও পবিত্র আত্মা গ্রহণ করছেন৷ সমগ্র পৃথিবীতে তার সহকর্মীদের সাথে মিলে এই সকল আশ্চর্য কর্মের জন্য রেভাঃ জং ঈশ্বরের ধন্যবাদ ও স্তুতি করেন৷ হাল্লেলুইয়া!

The New Life Mission

আমাদের জরিপে অংশ নিন

আপনি আমাদের সম্পর্কে কীভাবে জানলেন?