Search

বিশ্বাস স্বীকারোক্তি

  • আমরা বিশ্বাস করি

    কেবলমাত্র পুরাতন ও নূতন নিয়ম সম্বলিত বাইবেল, পবিত্র আত্মা কর্তৃক মৌখিকভাবে অনুপ্রানিত, আদি পান্ডুলিপিতে অভ্রান্ত, এবং তা ঈশ্বরের বিশ্বসনীয় ও কর্তৃত্বপূর্ণ বাক্য৷

  • আমরা বিশ্বাস করি

    এক ত্রিত্ব ঈশ্বর অনন্তকাল তিনটি ব্যক্তিত্বে বিরাজমান: পিতা, পুত্র ও পবিত্র আত্মা৷

  • আমরা বিশ্বাস করি

    ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট আদম, জগতের অধিপতি শয়তান কর্তৃক প্রলোভিত ও পতিত হয়েছিল৷ আদমের পাপের কারণে, সকল মানুষ অপরাধে জর্জরিত হয়ে, সম্পূর্ণরূপে বঞ্চিত, এবং পরিত্রাণের জন্য পবিত্র আত্মা কর্তৃক পুনঃসৃষ্ট হওয়া প্রয়োজন৷

  • আমরা বিশ্বাস করি

    যীশু খ্রীষ্ট ঈশ্বর, একজন কুমারীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, যর্দ্দন নদীতে যোহন বাপ্তাইজকের দ্বারা বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন, ঈশ্বরের মেষশাবকরূপে ক্রুশারোপিত হয়েছিলেন, মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন, এবং স্বর্গে আরোহন করেছিলেন, বর্তমানে যেখানে তিনি পিতার দক্ষিন হস্তে মহিমান্বিত৷

  • আমরা বিশ্বাস করি

    পরিত্রাণ পাপের ক্ষমা, খ্রীষ্টের ধার্মিকতা আরোপন এবং অনন্তজীবনের দান দ্বারা গঠিত, কার্যের দ্বারা নয় বরং কেবলমাত্র বিশ্বাসে গৃহীত৷

  • আমরা বিশ্বাস করি

    যীশু খ্রীষ্টের পুনরাগমন আসন্ন, এবং সেটি দৃশ্য ও ব্যক্তিগত হবে৷

  • আমরা বিশ্বাস করি

    পরিত্রানপ্রাপ্তরা অনন্তজীবন, স্বর্গের আশীর্বাদধন্য হওয়ার জন্য এবং যারা পরিত্রানপ্রাপ্তরা নয় তারা নরকে অনন্তকালস্থায়ী ও স্বজ্ঞান দন্ডভোগের জন্য উত্থিত হবে৷

  • আমরা বিশ্বাস করি

    মন্ডলী, খ্রীষ্টের দেহ, কেবলমাত্র যারা নূতন জন্ম প্রাপ্ত, যারা পুনঃসৃষ্টিকালে খ্রীষ্টেতে পবিত্র আত্মা কর্তৃক বাপ্তাইজিত, যাদের জন্য খ্রীষ্ট বর্তমানে স্বর্গে অনুরোধ করেন, এবং যাদের জন্য তিনি পুনরায় আসবেন, তাদের দ্বারাই গঠিত৷

  • আমরা বিশ্বাস করি

    খ্রীষ্ট মন্ডলীকে সকল দেশে যেতে ও প্রত্যেক ব্যক্তির নিকট সুসমাচার প্রচার, এবং যারা বিশ্বাস করে তাদের বাপ্তাইজ করতে ও শিক্ষা দিতে আদেশ দিয়েছেন৷

  • The New Life Mission

    আমাদের জরিপে অংশ নিন

    আপনি আমাদের সম্পর্কে কীভাবে জানলেন?