কোভিড-১৯ এবং আন্তর্জাতিক ডাক পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে, আমরা সাময়িকভাবে আমাদের ‘বিনামূল্যের মুদ্রিত বইয়ের পরিষেবা’ বন্ধ রেখেছি|
এহেন পরিস্থিতিতে এই মুহুর্তে আমরা আপনাদের কাছে ডাকযোগে বই প্রেরণে অসমর্থ| এই অতিমারীর যেন আশু সমাপন ঘটে এবং ডাক পরিষেবার পুনরাম্ভের জন্য প্রার্থনা করুন৷
গোপনীয়তা সংক্রান্ত নীতি
কার্যকরণের তিথি: ৮ ই আগস্ট, ২০১৯
দ্য নিউ লাইফ মিশন (“আমাদের”, “আমরা” বা “আমাদের”) https://www.bjnewlife.org/ ওয়েবসাইটটি পরিচালনা করে (এখন থেকে “পরিষেবা” রূপে আখ্যায়িত হবে)
আপনি যখন আমাদের পরিষেবা ব্যবহার করেন তখন আপনার ব্যক্তিগত তথ্যাদির সংগ্রহ, ব্যবহার ও উন্মোচন বা প্রকাশ এবং ওই তথ্যগুলির সাথে আপনার যে পছন্দগুলি সম্পর্কিত সেই বিষয়ক আমাদের নীতি এই পেজটি আপনাকে অবিহিত করে৷
আমরা পরিষেবা প্রদান ও উন্নত করবার জন্য আপনার তথ্যাদি ব্যবহার করে থাকি৷ এই পরিষেবা ব্যবহারের দ্বারা, আপনি এই নীতি অনুসারে তথ্যাদির সংগ্রহ ও ব্যবহারের সাথে সহমত হন৷ এই গোপনীয়তা সংক্রান্ত নীতিতে ভিন্নভাবে বর্ণনা না করা হলে, এই গোপনীয়তা সংক্রান্ত নীতিতে ব্যবহৃত পরিভাষাগুলি https://www.bjnewlife.org/ থেকে প্রাপ্ত আমাদের শর্ত ও নিয়মাবলীর পরিভাষাগুলির অর্থের মতই অভিন্ন৷
সংজ্ঞাসমূহ
পরিষেবা
দ্য নিউ লাইফ মিশন কর্তৃক পরিচালিত https://www.bjnewlife.org/ হলো পরিষেবা
ব্যক্তিগত তথ্যাদি
ব্যক্তিগত তথ্যাদির অর্থ একজন জীবিত ব্যক্তির সম্পর্কে তথ্য, যে তথ্যাদি থেকে তাকে চিহ্নিত করা যেতে পারে (অথবা সেইসব এবং অন্যান্য যে তথ্যগুলি আমাদের হস্তগত আছে বা হস্তগত হতে চলেছে)৷
ব্যবহার্য তথ্য বা
ব্যবহার্য তথ্য হল সংগ্রহিত সেইসব হয় তথ্যসকল যা পরিষেবা ব্যবহারের ফলে সয়ংক্রিয় বা অটোমেটিকভাবে কিম্বা পরিষেবার পরিকাঠামো থেকেই (উদাহরণস্বরূপ, একটি পেজ ভিসিট করবার সময়কাল)সৃষ্ট হয়৷
কুকি
কুকি হল আপনার ডিভাইসে সংগ্রহিত ছোট ফাইলসমূহ (কম্পিউটার বা মোবাইল)৷
তথ্যাদি সংগ্রহ এবং ব্যবহার
আপনার কাছে আমাদের পরিষেবা প্রদান ও উন্নত করবার উদ্দেশ্যে আমরা ভিন্নধর্মী নানান তথ্য সংগ্রহ করি৷
সংগ্রহিত তথ্যাদির প্রকারভেদ
ব্যক্তিগত তথ্য
আমাদের পরিষেবা ব্যবহার কালে আমরা আপনাকে নির্দিষ্ট কিছু ব্যক্তিগত তথ্য প্রদান করতে বলতে পারি যেগুলি দ্বারা আপনাকে শনাক্ত করা সম্ভব, যেগুলি আপনার সাথে যোগাযোগ করতে বা আপনাকে শনাক্ত করতে ব্যবহৃত হতে পারে (“ব্যক্তিগত তথ্য”)৷ব্যক্তিগত শনাক্তকরণ তথ্যাদির মধ্যে নিম্নলিখিত তথ্যগুলি অন্তর্ভুক্ত থাকতে পারে, কিন্তু এইগুলোর মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে:
• ইমেইল আই ডি
• প্রথম ও শেষ নাম (পদবি)
• ফোন নম্বর
• ঠিকানা, রাজ্য, প্রদেশ,ZIP/পোস্টাল কোড, শহর
• কুকি এবং ব্যবহার্য তথ্য
আমরা আপনার ব্যক্তিগত তথ্যাদি আপনার সাথে যেগুলি আপনার আগ্রহের বিষয়বস্তু হতে পারে যেমন সংবাদপত্র বা নিউসলেটার, মার্কেটিং বা প্রমোশনাল সামগ্রী এবং অন্যান্য খবরাদি নিয়ে যোগাযোগ করবার জন্য ব্যবহার করতে পারি৷ আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের যে কোনো বা সকল প্রকার যোগাযোগ প্রাপ্তি বাতিল করতে পারেন৷
ব্যবহার্য তথ্যাদি
এছাড়াও আমরা পরিষেবা কিভাবে গৃহীত ও ব্যবহৃত হচ্ছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি (“ব্যবহার্য তথ্যাদি”)৷ এই ব্যবহার্য তথ্যাদির মধ্যে আপনার কম্পিউটারের ইন্টারনেট প্রটোকল এড্রেস (আই পি এড্রেস, ব্রাউসারের প্রকার, ব্রাউসারের ভার্সন বা সংস্করণ, আমাদের পরিষেবা বা সার্ভিসের যে পেজগুলিতে আপনি ভিসিট করেন, আপনার ভিসিটের সময় ও তারিখ, ওই পেজগুলিতে যে সময়টি আপনি ব্যয় করেছেন, ডিভাইসকে চিহ্নিতকরণ-এর অদ্বিতীয় পদ্ধতি এবং অন্যান্য নির্ণয়কারী ডেটা বা তথ্য৷
কুকির তথ্য ট্র্যাক বা সন্ধান করা
আমরা আমাদের পরিষেবা বা সার্ভিসে কার্যকলাপ ট্র্যাক করবার উদ্দেশ্যে কুকি ও ওই ধরনের সাদৃশ্যপূর্ণ ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার এবং নির্দিষ্ট কিছু তথ্য সংগ্রহ করি৷
কুকি হল অল্প পরিমান ডেটা বা তথ্যসমৃদ্ধ ফাইলসমূহ যার মধ্যে একটি বেনামী অদ্বিতীয় পরিচায়ক (an anonymous unique identifier) অন্তর্ভুক্ত থাকতে পারে৷ কুকি একটি ওয়েবসাইট থেকে আপনার ব্রাউসারে প্রেরিত এবং সঞ্চিত হয়৷ আমাদের পরিষেবা বা সার্ভিসকে উন্নত ও বিশ্লেষণ করবার উদ্দেশ্যে তথ্য সংগ্রহ ও ট্র্যাক করবার জন্য বিকনস, ট্যাগস ও স্ক্রিপ্টের মত ট্র্যাক করবার অন্যান্য প্রযুক্তিগুলিও ব্যবহৃত হয়
আপনি আপনার ব্রাউসারকে সকল কুকিকে অস্বীকার করবার অথবা যখন একটি কুকি প্রেরিত হয় তখন তা নির্দেশ করবার নির্দেশ দিতে পারেন৷ তবে, আপনি যদি কুকি গ্রহণ না করেন, তাহলে আপনি হয়ত আমাদের পরিষেবা বা সার্ভিসের কিছু অংশ ব্যবহার করতে সক্ষম নাও হতে পারেন৷
আমরা যে কুকি ব্যবহার করি তার কিছু উদাহরণ:
• সেশন কুকি: আমরা আমাদের পরিষেবা বা সার্ভিস পরিচালনা করবার জন্য সেশন কুকি ব্যবহার করি৷
• প্রেফারেন্স কুকি:আমরা আপনার পছন্দসমূহ ও নানা ধরনের সেটিংগুলি স্মরণ রাখবার জন্য প্রেফারেন্স কুকি ব্যবহার করি৷
• সিকিউরিটি কুকি:আমরা নিরাপত্তার উদ্দেশ্যে সিকিউরিটি কুকি ব্যবহার করি
ডেটা বা তথ্যের ব্যবহার
দ্য নিউ লাইফ মিশন বিভিন্ন উদ্দেশ্যে সংগ্রহিত ডেটা বা তথ্যাদি ব্যবহার করে:
• আমাদের পরিষেবা প্রদান ও রক্ষণাবেক্ষণ করবার জন্য
• আমাদের পরিষেবার পরিবর্তনগুলি আপনাকে জানানোর জন্য
• আপনাকে যখন আপনি চাইবেন তখন আমাদের পরিষেবার পরস্পররের উপর ক্রিয়াশীল বৈশিষ্ট্য বা ইন্টারেক্টিভ বৈশিষ্ট্য এ অংশগ্রহণ করবার অনুমতি প্রদানের জন্য
• গ্রাহক পরিষেবা প্রদান করবার জন্য
• আমরা যাতে আমাদের পরিষেবা উন্নত করতে পারি তাই বিশ্লেষণ বা মূল্যবান তথ্যাদি জমা করবার জন্য
• আমাদের পরিষেবার ব্যবহারের প্রতি নজর রাখবার জন্য
• প্রযুক্তিগত সমস্যাগুলি চিহ্নিত, প্রতিকার ও সমাধান করবার জন্য
• আপনি যে সকল সকল অন্যান্য সামগ্রী, পরিষেবা ও কার্যক্রম ইতিমধ্যে ক্রয় বা যেগুলির সম্পর্কে অনুসন্ধান করেছেন তাদের সাথে সাদৃশ্যপূর্ণ যা কিছু আমরা প্রদান করি সেগুলির সম্পর্কে আপনাকে খবরাখবর, বিশেষ অফার ও সাধারণ তথ্যাদি দেওয়ার জন্য (যদি না আপনি সেই সংক্রান্ত তথ্যাদি গ্রহণ না করবার সিদ্ধান্ত নিয়ে থাকেন)৷
তথ্যের স্থানান্তরণ বা ট্রান্সফার
আপনার ব্যক্তিগত তথ্য বা ডেটা সহ আপনার তথ্যাদি- এমন কোনো কম্পিউটারে- স্থানান্তরণ- এবং রক্ষনাবেক্ষণ করা হতে পারে যেগুলি আপনার রাজ্য, প্রদেশ দেশ অথবা অন্যন্য সরকারী এক্তিয়ার এলাকার বাইরে অবস্থিত হতে পারে, যেসব এলাকায় তথ্যাদির বা ডেটা সুরক্ষা সংক্রান্ত আইন আপনার আইনি এক্তিয়ার ভুক্ত এলাকার আইনের চাইতে ভিন্ন হতে পারে৷
আপনি যদি কোরিয়া, প্রজাতন্ত্রের বাইরে থাকেন এবং আমাদেরকে তথ্য দেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে দয়া করে জেনে রাখুন যে আমরা ব্যক্তিগত তথ্য সহ তথ্যাদি কোরিয়া, প্রজাতন্ত্রে স্থানান্তরণ বা ট্রান্সফার করি এবং সেখানে তথ্যের অগ্রগমন বা প্রসেস করি৷.
এই গোপনীয়তার নীতিতে আপনার সম্মতি এবং তার পরে আপনার দ্বারা সেই ধরনের তথ্যাদি পেশ এই স্থানান্তরণ বা ট্রান্সফারের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করে৷
আপনার তথ্য বা ডেটা যাতে সুরক্ষিতভাবে ও এই গোপনীয়তা নীতি অনুসারে গন্য হয় এবং আপনার তথ্য বা ডেটা ও অন্যান্য ব্যক্তিগত তথ্যের সুরক্ষা সহ উপযুক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যতিরেকে যাতে কোনো একটি সংস্থা বা দেশের কাছে স্থানান্তরিত না হতে পারে তা নিশ্চিত করণার্থে দ্য নিউ লাইফ মিশন যৌক্তিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে৷
তথ্য বা ডেটার প্রকাশ
আইনি প্রয়োজনসমূহ
দ্য নিউ লাইফ মিশন সততা সহকারে এই বিশ্বাসে আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে পারে যে সেই তথ্যগুলি নিম্নলিখিত ক্ষেত্রে প্রয়োজন হতে পারে:
• আইনগত বাধ্যবাধকতা মেনে নেওয়ার জন্য
• দ্য নিউ লাইফ মিশন-এর অধিকার ও সম্পত্তি সুরক্ষা ও প্রতিরক্ষা করতে
• পরিষেবার সাথে সংযুক্ত সম্ভাব্য অপরাধের প্রতিকার ও তদন্তের জন্য
• পরিষেবা ব্যবহারকারীদের বা জনগনের ব্যক্তিগত সুরক্ষার রক্ষা করবার জন্য
• আইনত বাধ্যবাধকতা থেকে সুরক্ষা দেওয়ার জন্য
তথ্য বা ডেটার সুরক্ষা
আমাদের কাছে আপনার তথ্যের সুরক্ষা গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখবেন ইন্টারনেটে প্রসারণ বা ট্রান্সমিশন অথবা বৈদ্যুতিন সঞ্চয়ের কোনো পদ্ধতিই ১০০% সুরক্ষিত নয়৷ আমরা আপনার ব্যক্তিগত তথ্য বা ডেটা সুরক্ষা করবার বাণিজ্যিকভাবে স্বীকৃত উপায় ব্যবহার করবার ক্ষেত্রে কঠোর প্রচেষ্টা করি কিন্তু এই তথ্যের সম্পূর্ণ সরক্ষার নিশ্চয়তা বা গ্যারান্টি প্রদান করতে পারি না৷
পরিষেবা প্রদানকারীগণ
আমরা আমাদের পরিষেবাকে সহজতর করবার উদ্দেশ্যে আমাদের হয়ে পরিষেবা প্রদান, পরিষেবা সংক্রান্ত সেবা সম্পাদন করবার অথবা আমাদের পরিষেবা কিভাবে ব্যবহৃত হচ্ছে সেই ব্যাপারে বিশ্লেষণ করবার জন্য আমাদের সাহায্য করবার উদ্দেশ্যে তৃতীয় পক্ষ কোম্পানী ও ব্যক্তিবিশেষদের নিযুক্ত করতে পারি (“পরিষেবা প্রদানকারীগণ”)৷
এই তৃতীয় পক্ষদের কাছে কেবলমাত্র আমাদের হয়ে এই কাজগুলি সম্পাদন করবার উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত তথ্য বা ডেটা আহরণ করবার সুযোগ রয়েছে এবং তারা আপনার তথ্যকে অন্য কোনো উদ্দেশ্যে প্রকাশ বা ব্যবহার না করবার ক্ষেত্রে বাধ্য৷
অন্যন্য ওয়েবসাইট-এর লিংকসমূহ
আমাদের পরিষেবার মধ্যে অন্যান্য এমন কিছু ওয়েবসাইটের লিংক অন্তর্ভুক্ত থাকতে পারে যেগুলি আমাদের দ্বারা পরিচালিত নয়৷ আপনি যদি সেই তৃতীয় পক্ষের বা থার্ড পার্টি লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনি সেই তৃতীয় পক্ষের ওয়েবসাইট অভিমুখী হবেন৷ আপনি যে সকল ওয়েবসাইট ভিসিট করেন তাদের গোপনীয়তা নীতির পর্যালোচনা করতে আমরা আপনাকে জোরালোভাবে পরামর্শ দিই৷
কোনো তৃতীয় পক্ষ ওয়েবসাইট বা পরিষেবার বিষয়বস্তু, গোপনীয়তা নীতি অথবা রীতিনীতির উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং আমরা সে সম্পর্কে কোনো দায়িত্ব নিই না৷
শিশুদের গোপনীয়তা
আমাদের পরিষেবা ১৮ বছরের কম বয়সী (“শিশু”)কারো উদ্দেশ্যে নয়৷
আমরা জ্ঞাতানুসারে ১৮ বছরের কম বয়সী কারো নিকট ব্যক্তিগত শনাক্তকরণ তথ্যাদি বা ডেটা সংগ্রহ করি না৷ আপনি যদি পিতা/মাতা বা অভিভাবক হন ও এই বিষয়ে ওয়াকিবহাল হয়ে থাকেন যে আপনার শিশুটি আমাদেরকে ব্যক্তিগত তথ্য বা ডেটা প্রদান করেছে, তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন৷ আমরা যদি ওয়াকিবহাল হই যে পিতা-মাতার সম্মতি যাচাই না করেই কোনো শিশুর ব্যক্তিগত তথ্যাদি সংগ্রহ করেছি, তাহলে আমরা আমাদের সার্ভার থেকে সেই তথ্য অপসারণ করবার পদক্ষেপ গ্রহণ করি৷
এই গোপনীয়তা নীতির পরিবর্তনসমূহ
আমরা সময়বিশেষে আমাদের গোপনীয়তা নীতির পরিবর্তন সাধন বা আপডেট করতে পারি৷ আমরা এই পেজটিতে নতুন গোপনীয়তা নীতি প্রকাশ বা পোষ্ট করবার দ্বারা আপনাকে যেকোনো প্রকারের পরিবর্তনের বিষয়ে বিদিত করব৷
আমরা আমাদের পরিষেবার ব্যাপারে সেই পরিবর্তন কার্যকারী হওয়ার তারিখের পূর্বেই আপনাকে ইমেইল এবং/অথবা লক্ষণীয় নোটিস জারি করবার দ্বারা আপনাকে অবগত করবো, এবং এই গোপনীয়তা নীতির উপরের দিকে “কার্যকরণের তারিখ” আপডেট করব৷
আপনাকে সময় সময়ে এই গোপনীয়তা নীতিটির পুনর্পঠন করবার পরামর্শ দেওয়া হচ্ছে৷ এই গোপনীয়তা নীতির পরিবর্তনসমূহ তখন কার্যকারী হয় যখন এই সেগুলি এই পেজে পোষ্ট করা হয়৷
আমাদের সাথে যোগাযোগ
আপনার যদি এই গোপনীয়তা নীতিটির সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন:
• ইমেইলের দ্বারা: newlife@bjnewlife.org