Search

Проповеди

বিষয় ১২: প্রেরিতের বিশ্বাসসূত্রের বিশ্বাস

[11-27] অনুগ্রহের সিংহাসন (যাত্রাপুস্তক ২৫:১০-২২)

অনুগ্রহের সিংহাসন
(যাত্রাপুস্তক ২৫:১০-২২)
“তাহারা শিটীম কাষ্ঠের এক সিন্দুক নির্মাণ করিবে; তাহা আড়াই হস্ত দীর্ঘ, দেড় হস্ত প্রস্থ ও দেড় হস্ত উচ্চ হইবে। পরে তুমি নির্মল সুবর্ণ দ্বারা মুড়িবে, তাহার ভিতর ও বাহির মুড়িবে, এবং তাহার উপরে চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয়া দিবে। আর তাহার জন্য সুবর্ণের চারি কড়া ছাঁচে ঢালিয়া তাহার চারি পায়াতে দিবে; তাহার এক পার্শ্বে দুই কড়া, ও অন্য পার্শ্বে দুই কড়া থাকিবে। আর তুমি শিটীম কাষ্ঠের দুইটি বহন-দন্ড করিয়া স্বর্ণে মুড়িবে। আর সিন্দুক বহনার্থে ঐ বহন-দন্ড সিন্দুকের দুই পার্শ্বস্থ কড়াতে দিবে। সেই বহন-দন্ড সিন্দুকের কড়াতে থাকিবে, তাহা হইতে বাহির করা যাইবে না। আর আমি তোমাকে যে সাক্ষ্যপত্র দিব, তাহা ঐ সিন্দুকে রাখিবে। পরে তুমি নির্মল স্বর্ণে আড়াই হস্ত দীর্ঘ ও দেড় হস্ত প্রস্থ পাপাবরণ প্রস্তুত করিবে। আর তুমি স্বর্ণের দুই করূব নির্মাণ করিবে; পাপাবরণের দুই মুড়াতে পিটান কার্য দ্বারা তাহাদিগকে নির্মাণ করিবে। এক মুড়াতে এক করূব ও অন্য মুড়াতে অন্য করূব, পাপাবরণের দুই মুড়াতে তৎসহিত অখন্ড দুই করূব করিবে। আর সেই দুই করূব উর্ধ্বে পক্ষ বিস্তার করিয়া ঐ পক্ষ দ্বারা পাপাবরণকে আচ্ছাদন করিবে, এবং তাহাদের মুখ পরস্পরের দিকে থাকিবে, করূবদের দৃষ্টি পাপাবরণের দিকে থাকিবে। তুমি ঐ পাপাবরণ সেই সিন্দুকের উপরে রাখিবে, এবং আমি তোমাকে যে সাক্ষ্যপত্র দিব, তাহা ঐ সিন্দুকের মধ্যে রাখিবে। আর আমি সেই স্থানে তোমার সহিত সাক্ষাৎ করিব, এবং পাপাবরণের উপরিভাগ হইতে, সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ দুই করূবের মধ্য হইতে তোমার সঙ্গে আলাপ করিয়া ইস্রায়েল-সন্তানদের প্রতি আমার সমস্ত আজ্ঞা তোমাকে জ্ঞাত করিব।”
 
 
ঈশ্বরীয় তাম্বুর ভিতরে দুই ভাগে বিভক্ত ছিল। একটি হল পবিত্র স্থান এবং অন্যটি মহাপবিত্র স্থান। এই দুই স্থানের মাঝখানে একটি পর্দা ঝুলানো থাকত এবং সবচেয়ে পবিত্র যে স্থান, সেখানে পর্দার পিছনে একটি সাক্ষ্য সিন্দুক থাকত। আর এই আবৃত সিন্দুকই পাপাবরণ নামেও পরিচিত। 
 
 
অনুগ্রহের সিংহাসন ২.৫ হাত লম্বা ছিল
 
বাইবেলে, এক হাত মানে হাতের এক প্রান্ত থেকে কনুই পর্যন্ত। তাই, বাইবেলের পুরাতন নিয়মে এক হাত পরিমাপকে আজকের যুগে ৫০০ মি.মি হিসেবে ধরা হয়। তারপর, ২.৫ হাত লম্বা সিন্দুককে আজকের যুগে ১.০ মিটার হিসেবে ধরা হয়। এবং এর দেড় হাত প্রস্থতা এবং উচ্চতা প্রায় ৭৫০ মি.মি. এর সমান। এই অনুগ্রহের সিংহাসনের নিচে সাক্ষ্য সিন্দুক ছিল, যা শিটীম কাঠ দিয়ে তৈরি এবং নির্মল সোনা দিয়ে মোড়ানো। অনুগ্রহের সিংহাসনের দুই প্রান্তে, দুই দূত ডানা বিস্তার করে অনুগ্রহের সিংহাসনটি ঢাকবে। তাদের মুখ পরস্পরের দিকে এবং অনুগ্রহের সিংহাসনের দিকে থাকবে। এই সেই পাপাবরণ নামক স্থানে ঈশ্বর তাঁর অনুগ্রহ দান করে থাকেন। 
ঈশ্বর আমাদের বলেছেন যে, তিনি অনুগ্রহের সিংহাসনের কাছে আমাদের সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষ্য সিন্দুকের ভিতরে হারোণের ব্যবহৃত লাঠি, সোনার পাত্রে মান্না রাখা আছে এবং দশ আজ্ঞা লিখিত দুটি প্রস্তরের ফলক আছে। অনুগ্রহের সিংহাসনের চারিদিকে চারটি বহনদন্ড আছে, যার দ্বারা সাক্ষ্য-সিন্দুক বহন করা যাবে। আর শিটীম কাঠ দ্বারা তৈরি দুটি বহনদন্ড স্বর্ণ দ্বারা মোড়ানো হয়েছে এবং সাক্ষ্য সিন্দুক বহন করণার্থে এই দুটি বহন দন্ড ব্যবহার করা হবে। 
কোন এক বছরে, প্রধান যাজক পবিত্র স্থানে পশুর রক্ত উৎসর্গের জন্য নিয়ে এসেছিলেন এবং সেই রক্ত অনুগ্রহের সিংহাসনের চারিদিকে ছিটিয়ে দিলেন। যাজক এটি করলেন যেন সমস্ত ইস্রায়েলীয়দের পাপ তাঁর হস্ত দ্বারা সেই পশুর উপর অর্পণ করা হয়। আর সেই জন্য প্রভু বলেন, “আর আমি সেই স্থানে তোমার সহিত সাক্ষাৎ করিব, এবং পাপাবরণের উপরিভাগ হইতে, সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ দুই করূবের মধ্য হইতে তোমার সঙ্গে আলাপ করিয়া ইস্রায়েল-সন্তানদের প্রতি আমার সমস্ত আজ্ঞা তোমাকে জ্ঞাত করিব।” (যাত্রাপুস্তক ২৫:২২)। আর এটাই ঈশ্বরের প্রতিজ্ঞা যে, তিনি এর মাধ্যমে সমস্ত মানুষের পাপ ক্ষমা করবেন। তাই, যখন আমরা জল ও আত্মার সুসমাচার বিশ্বাস করতে যাই, তখন এই বিষয়টা আরো ভালো করে জানা দরকার যে, পুরাতন নিয়মে কীভাবে বলি উৎসর্গ করে। 
যখন ঈশ্বর যাজকদের সাক্ষ্য-সিন্দুক বহন করার জন্য আদেশ দিবেন তখন দুপাশে অবস্থিত দুটি কড়া ধরে উপরে তুলবে। এটা কি রকম অর্থ প্রকাশ করে? এটা এই অর্থ প্রকাশ করে, যেন আমরা প্রত্যেকে আমাদের শরীর ও অন্তর দিয়ে তাঁর বাক্য পালন করি এবং প্রচার করি। আর ব্যক্তিগত বা দলগতভাবে প্রভুর বাক্য প্রচার করা যেতে পারে। ঈশ্বর শুধুমাত্র অনুগ্রহের সিংহাসনটি বহন করতে বলেন নি, সাথে সিন্দুকের বহন-দন্ড দ্বারা মেজ এবং বেদির ধুপও একসাথে বহন করবে। এর অর্থ হল আমরা যেন প্রত্যেকে ঈশ্বরের সুসমাচার ছড়ানোর মাধ্যমে আমাদের সমস্ত শরীর ও অন্তর ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ করে দিই। অন্যভাবে বলা যায় যে, জল ও আত্মার সুসমাচার দিয়ে প্রভু আমাদের সমস্ত পাপ দূর করে আমাদেরকে ধার্মিক করেছেন, আর এই প্রকৃত পরিত্রাণের কথা প্রত্যেকের কাছে প্রচার করে আমাদের সমস্ত শরীর ও অন্তরকে তাঁর উদ্দেশে উৎসর্গ করে দিই, ঈশ্বর এটাই আমাদের কাছ থেকে চান। আর সেজন্য ঈশ্বর ইস্রায়েলকে আদেশ দিয়েছিলেন যেন তারা বহন দন্ড দ্বারা সাক্ষ্য সিন্দুক বহন করে। 
আমরা জল ও আত্মার সুসমাচার হৃদয়ে বিশ্বাস পূর্বক পাপের ক্ষমা পেয়েছি। যাহোক, সাক্ষ্য সিন্দুকের ভিতরে যে স্বর্ণের পাত্র ছিল, সেই পাত্র ভর্তি মান্না ছিল। সত্যি কথা বলছি যে, এই মান্নাই হচ্ছে ঈশ্বরের বাক্য। সেই সিন্দুকে হারোণের প্রথম যষ্ঠি রাখা ছিল, যা যীশুর পুনরুত্থানকে নির্দেশ করে অর্থাৎ প্রভুর জীবন। শেষে যেটা ছিল, সেটা হল দুটি প্রস্তর ফলকে লেখা ঈশ্বরের দশ আজ্ঞা। আর আমাদের দেখায় যে, আমরা যাতে তাঁর বাক্য হৃদয়ে বিশ্বাস করি। 
 
 

প্রভু বলেছেন যে, তিনি আমাদের সাথে অনুগ্রহের সিংহাসনের সামনে দেখা করবেন

 
আত্মিকভাবে বলছি, এই অনুগ্রহের সিংহাসন হচ্ছে জল ও আত্মার সুসমাচারের প্রতীক। যার মাধ্যমে প্রভু আমাদের সাথে দেখা করেন। অনুগ্রহের সিংহাসনের উপর আমাদের এবং দূতদের সাথে দেখা করা মানে প্রভু আমাদেরকে জল ও আত্মার সুসমাচার সম্বন্ধে বলছেন। আর এই অনুগ্রহের সিংহাসন আমাদেরকে পাপের ক্ষমা সম্পর্কে বলে যে, প্রভু যোহন বাপ্তাইজক দ্বারা বাপ্তিস্ম গ্রহণের মাধ্যমে আমাদের সমস্ত পাপ বহন করে রক্ত সেচনের দ্বারা আমাদের রক্ষা করেছেন। এইজন্য আমরা অনুগ্রহের সিংহাসনকে বলতে পারি যে, এমন একটি স্থান যেখানে আমাদের ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ দান করেছেন। আবার, অনুগ্রহের সিংহাসনকে বলা যাবে আমাদের পাপ প্রায়শ্চিত্তের স্থান, যেখানে ঈশ্বরের জল ও আত্মার সুসমাচার দ্বারা আমাদের সমস্ত পাপ দূর করেছেন। 
তাহলে, ইস্রায়েল জাতির কি অবস্থা? প্রভু কিভাবে তাদের পাপ দূর করেছেন? ইস্রায়েল জাতির সারা বছরের পাপ একটি বলিদানে উদ্দেশে আনিত পশুর উপর অর্পণ পূর্বক, সেই পশুর রক্ত অনুগ্রহের সিংহাসনের উপর ছিটিয়ে তাদের পাপ দূর করেছিলেন। পাপ প্রায়শ্চিত্তের দিনে, প্রধান যাজক ইস্রায়েল জাতির সমস্ত পাপ নিয়ে একটি বলিদানের পশুর উপর হস্তার্পণ পূর্বক পাপ অর্পণ করতেন, তারপর সেই পশুর রক্তের জন্য গলা কাটা হত। এবং সেই রক্ত নিয়ে অনুগ্রহের সিংহাসনের উপর ছিটিয়ে দিতেন, আর এভাবে সমস্ত ইস্রায়েল জাতির পাপ মোচন করা হত। পুরাতন নিয়মে যে এই রকম পদ্ধতি অবলম্বন করা হত, ঠিক ঈশ্বর তাই নতুন নিয়মে জল ও আত্মার সুসমাচারে করেছেন। কারণ স্বর্গীয় প্রধান যাজকের মত যীশু খ্রীষ্ট নিজের দেহ দান করে সমস্ত মানবজাতিকে পাপ থেকে রক্ষা করেছেন। 
সমাগম-তাম্বুর দরজায় যে পর্দা ছিল, সেটি লাল, নীল এবং বেগুনি বর্ণের সূতা দ্বারা তৈরি ছিল। এবং এই পর্দাটি সমাগম-তাম্বুর দরজায় গেটরূপ ছিল। নীল সূতা এই অর্থ প্রকাশ করে যে, যীশু বাপ্তিস্মের দ্বারা আমার ও আপনাদের সমস্ত পাপ তুলে নিয়েছেন। বিস্তারিতভাবে, যীশু যোহন বাপ্তাইজক দ্বারা বাপ্তিস্মের মাধ্যমে আমাদের সমস্ত পাপ বহনপূর্বক নিজেকে দোষী করে আমাদের পাপের জন্য ক্রুশে হত হলেন। আর এই সত্যময় রহস্য সমাগম তাম্বুর দরজায় লুকানো আছে যে, তিনি আমাদের সমস্ত পাপ বহন পূর্বক ক্রুশে হত হলেন। আর এখন, ঈশ্বর চান যেন আমরা বিশ্বাস করি যে, তিনি আমাদের সমস্ত পাপ যোহন বাপ্তাইজক দ্বারা তুলে নিয়েছেন এবং আমাদের পাপমুক্ত করেছেন। ঈশ্বর চান সেই বিশ্বাসীগণ, যারা তাঁর লোক হতে পেরেছে, তারা যেন এই সত্য জল ও আত্মার সুসমাচার প্রচার করে। আমাদের সবাইকে ঈশ্বরের ইচ্ছা বুঝে সেভাবে চলা উচিত। এখন আমরা সকলে ধার্মিক বলে গণ্য হয়েছি এবং আমাদের বুঝতে হবে যে, ঈশ্বর এই ধরণের কাজ আমাদের কাছ থেকে চান।
 
 

সমাগম-তাম্বুর দরজায় যে বেগুনি বর্ণের সূতা ব্যবহার করা হয়েছে, তার অর্থ হচ্ছে রাজাদের রাজা

 
যীশু নিজেই ঈশ্বর এবং অনন্ত জীবন (১যোহন ৫:২০)। কেননা, ঈশ্বর নিজে মানুষের রূপ ধারণ করলেন এবং জগতের সমস্ত পাপ থেকে আমাদেরকে রক্ষা করলেন। আর ঈশ্বর আমাদের জন্য যিশাইয় ভাববাদীর কাছে প্রতিজ্ঞা করেছিলেন, “‘দেখ, সেই কন্যা গর্ভবতী হইবে, এবং পুত্র প্রসব করিবে, আর তাঁহার নাম রাখা যাইবে ইম্মানূয়েল,’অনুবাদ করিলে ইহার অর্থ, ‘আমাদের সহিত ঈশ্বর’” (মথি ১:২৩, যিশাইয় ৭:১৪)। ঈশ্বর ৭০০ বছর আছে যিশাইয় ভাববাদীর কাছে প্রতিজ্ঞা করেছিলেন বলে, যীশু খ্রীষ্ট নিজ সিংহাসন ত্যাগ করে আমাদেরকে রক্ষা করতে মানুষের রূপ ধারণ করে কুমারী মরিয়মের গর্ভে জন্ম নিলেন। আর ঈশ্বর নিজে মানুষের রূপ ধারণ করে বাপ্তাইজিত হওয়া দ্বারা প্রত্যেকটা মানুষের পাপ বহন করলেন। সেখানে তিনি তাঁর বিশ্বস্ততা দেখালেন, আমরা যারা তাঁকে বিশ্বাস করি, তা আমরা সকলেই বুঝতে পারি। 
 
 

সমাগম-তাম্বুর দরজায় যে লাল বর্ণের সূতা ব্যবহার করা হয়েছে, তার অর্থ হল, নতুন জীবন, যে জীবন যীশু আমাদের জন্য ত্যাগ করেছিলেন

 
যীশু খ্রীষ্ট আমাদের জন্য যোহন বাপ্তাইজক দ্বারা বাপ্তিস্মের দ্বারা সমস্ত মানবজাতির পাপ বহনপূর্বক ক্রুশের উপর হত হলেন। আপনার ও আমার মত পাপীদের জন্য যীশুকে দু’হাতে ও পায়ে পেরেক মারা হয়েছিল এবং প্রভুকে কষ্ট সহ্য করতে হয়েছিল। অন্যভাবে বলা যায় যে, প্রভু আমাদের পরিবর্তে তিনি নিজে এই শাস্তি ভোগ করলেন এবং আমাদেরকে পাপ থেকে মুক্ত করলেন। তিন ধরণের কার্য তিন বর্ণের অর্থাৎ সমাগম তাম্বুর দরজায় লাল, নীল ও বেগুনি বর্ণের সূতাকে নির্দেশ করে। যেটা আমরা প্রত্যেকেই পরিত্রাণের সত্য কাজ সম্পর্কে ভালভাবে বুঝতে পারি। আমরা পরিষ্কারভাবে দেখতে পাই, তাঁর পরিত্রাণ সম্বন্ধীয় কাজে যীশু সকল মানুষের পাপের ভার নিজে বহন করলেন এবং পাপ বহনপূর্বক তিনি দোষী বলে গণিত হলেন। আর এজন্যই প্রভু আমাদের আদেশ দিয়েছেন যেন আমরা জল ও আত্মার সুসমাচার পৃথিবীর সবার কাছে প্রচার করি। তিনি চান যেন আমরা তাঁর বাক্য সেবা করি। 
সমাগম তাম্বুর মধ্যে অবস্থিত সাক্ষ্য সিন্দুকটি অনুগ্রহের সিংহাসন দ্বারা আবৃত ছিল। তাহলে প্রভু কার সাথে অনুগ্রহের সিংহাসনের উপর দেখা করবেন, যা দিয়ে সাক্ষ্য সিন্দুক আবৃত আছে? তারাই ঈশ্বরের সাথে দেখা করবে, যারা যীশুকে বিশ্বাস করবে যে, তিনি তাদের সমস্ত পাপ বহনপূর্বক তাদের পাপের জন্য নিজেকে দোষী বলে গণ্য করলেন। আত্মিকভাবে বলতে গেলে, যারা জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করে, ঈশ্বর তাদের সাথে দেখা করবেন। যখন ইস্রায়েল জাতির পাপ প্রায়শ্চিত্তের দিন আসত, তখন যাজক ইস্রায়েল জাতির সারা বছরের সমস্ত পাপ নিয়ে ঈশ্বরের উদ্দেশে রাখা দুটি ছাগলের মধ্যে একটির উপর হস্তার্পণ দ্বারা পাপ সমস্ত ছাগলটির উপর অর্পণ করা হত। ইস্রায়েল জাতির কৃত সমস্ত পাপের জন্য যখন যাজক এই পদ্ধতি অবলম্বন করত, তখন যাজক ছাগলের রক্ত নিয়ে সবচেয়ে পবিত্র স্থানে রাখত এবং ঈশ্বরের সাক্ষ্য সিন্দুকের উপর সাতবার রক্ত ছিটিয়ে দিত। 
আর এভাবে ঈশ্বর পুরাতন নিয়মে ইস্রায়েল জাতির লোকদের সাথে দেখা করতেন। আজ ঈশ্বর সেই লোকদের সাথে দেখা করছেন, যারা জল ও আত্মার সুসমাচারে বিশ্বাসী। শাস্ত্র বলে যে, যীশু খ্রীষ্ট জলে বাপ্তাইজিত হওয়ার দ্বারা আমাদের পাপ দূর করেছেন। অতএব, পবিত্র জল ও আত্মার সুসমাচারে প্রভু বলেছেন, “তোমার কোন পাপ নেই। আমিই তোমার সমস্ত পাপ দূর করেছি। এবং আমিই তোমাদের প্রত্যেককে পাপ থেকে রক্ষা করেছি।” একটু অন্যভাবে বলি, যারা ঈশ্বরের বিশ্বস্ততা বিশ্বাস করে, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেন। আর আশীর্বাদের অর্থ হচ্ছে, তাঁর দেওয়া উপহার। আবার, উপহার দেওয়া বলতে তিনি তাঁর পুত্রকে বুঝিয়েছেন, কারণ তিনি তাঁর উপর জগতের সমস্ত পাপ অর্জন করা হয়েছিল। তাঁর পুত্র মানে যীশু খ্রীষ্ট, যিনি আমাদের পাপের জন্য আমাদের পরিবর্তে জীবন দিলেন। এভাবে ঈশ্বর তাঁর গভীর প্রেম অনুগ্রহের সিংহাসনের মাধ্যমে প্রকাশ করলেন। 
আমাদের প্রভু, ঈশ্বরের পুত্র, তিনি মানুষের রূপ ধারণ করে এই জগতে এসেছিলেন, বাপ্তিস্মের দ্বারা জগতের সমস্ত পাপ নিজ কাঁধে তুলে নিলেন; আর সেই পাপ কাঁধে নিয়ে ক্রুশের উপর হত হলেন এবং তিনি তিন দিন পর মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হলেন। এবং পিতা ঈশ্বরের সিংহাসনের ডান পাশে বসতে স্বর্গে আরোহন করলেন। ঈশ্বর বিশ্বস্ত বলে তিনি আমাদেরকে পাপ থেকে রক্ষা করলেন এবং যারা তাঁর বিশ্বস্ততা বিশ্বাস করে, তারা অবশ্যই ঈশ্বরের দয়া পেয়েছে। এবং আমরা যারা তাঁর বিশ্বস্ততা বিশ্বাস করি, তাদের উদ্দেশে ঈশ্বর বলেন, “তোমরা আমার লোক। তোমরা আর পাপী থাকবে না। কারণ আমি তোমাদের সবাইকে পাপ থেকে রক্ষা করেছি। আমি তোমাদেরকে এমন করি যে, আমি নিঃশর্তভাবে তোমাদেরকে রক্ষা করেছি। আমি শুধু তোমাদেরকে প্রেম করি, কিন্তু তোমাদের সমস্ত পাপ বহন করে তোমাদের জন্য আমার প্রাণ বিলিয়ে দিয়ে আমার প্রেম দেখিয়েছি। আর এটাই তোমাদের প্রতি আমার প্রকৃত প্রেম যে, তোমাদের সকলকে আমি দেখিয়েছি।” 
 
 
তাঁর বাক্য দিয়ে ঈশ্বর আমাদের কি দেখিয়েছেন?
 
যখন আমরা বাক্যের দিকে তাকাই, তখন দেখতে পাওয়া যায় যে, ঈশ্বর পুরো বাইবেলে আমাদের পাপের সম্বন্ধে বলেছেন। জল ও আত্মার সুসমাচারেও তিনি আমাদেরকে কিভাবে পাপ থেকে রক্ষা করেছেন, সে সম্বন্ধে তিনি বলেছেন। তিনি পরিত্রাণ সম্পর্কে প্রতিজ্ঞা করেছেন, ঈশ্বর আমাদের সমস্ত পাপ একাবরে দূর করলেন এবং তিনি প্রতিজ্ঞা করলেন আর জল ও আত্মার সুসমাচার পূর্ণ হল। বাইবেলে যে আমাদের পরিত্রাণে সম্বন্ধে বলা হয়েছে, সেটি এই জল ও আত্মার সুসমাচার প্রমাণ দেয়। এখন ঈশ্বরের বাক্যে লিখিত জল ও আত্মার সুসমাচার বিশ্বাস করলে আমরা পাপ থেকে রক্ষা পেতে পারি। আমরা যখন পবিত্র ঈশ্বরের সান্নিধ্যে আসতে চাই, তখন আমরা জল ও আত্মার সুসমাচারের মাধ্যমে বিশ্বাসে তাঁর সঙ্গে যোগাযোগ স্থাপন যা সমাগম তাম্বুর দরজায় লাল, নীল ও বেগুনি বর্ণের সূতা নির্দেশ করে। 
এই জল ও আত্মার সুসমাচারই হচ্ছে আমাদের জন্য প্রভুর একমাত্র সেরা উপহার, যাতে করে আমরা এই সুসমাচার বিশ্বাস করি এবং এর মাধ্যমে প্রভুর সঙ্গে যোগাযোগ করি। অর্থাৎ, এর অর্থ হল, তিনি জগতে নেমে এলেন, যোহন বাপ্তাইজকের দ্বারা বাপ্তাইজিত হলেন এবং আমাদের সমস্ত পাপ বহনপূর্বক ক্রুশে হত হলেন এবং তিন দিন পর তিনি পুনরুত্থিত হলেন, ফলে আমরা পাপের ক্ষমা পেয়েছি এবং অনন্ত জীবনের অধিকারী হয়েছি। এটা আমরা যারা বিশ্বাস করি, প্রভু তাদের সঙ্গে যোগাযোগ করেন। যারা তাঁর বিশ্বস্ততা বিশ্বাস করে, তিনি তাদের অনুগ্রহ দান করেন। তাই প্রভু আমাদের বলছেন, “এমনকি তোমরা শুধুমাত্র সৃষ্টি ছিলে, এখন তোমরা সবাই আমার সন্তান হয়েছ। তোমরা শুধু আমারই সন্তান। তোমরা এখন আর শয়তানের সন্তান নও, আর অন্য কারোরই নও। তোমরা আমার খুব কাছের লোক। কারণ, আমি যীশু খ্রীষ্ট, তোমাদের সমস্ত পাপ দূর করেছি। তোমরা আমাকে বিশ্বাস কর বলে আমি তোমাদেরকে আমার পরিবারের সদস্য করেছি, তাই তোমরা প্রত্যেকে সন্তান।” ঈশ্বর এভাবে আমাদেরকে পরিত্রাণের অনুগ্রহ দান করেছে। 
 
 
সেই বহন দন্ড সিন্দুকের কড়াতে থাকিবে, তাহা হইতে বাহির করা যাইবে না
 
এই বিষয়টা মনে রাখা আমাদের জন্য একান্ত প্রয়োজন যে, অনুগ্রহের সিংহাসনটি বহন করার দু’পাশে দুটি করে কড়া বসানো হয়েছে এবং সবসময় সিন্দুক হতে বাহির করা যাবে না। এটা এরকম অর্থ প্রকাশ করে যে, প্রত্যেক বিশ্বাসীকে জল ও আত্মার সুসমাচার বিশ্বাস সহকারে তাদের সমস্ত শরীর ও অন্তঃকরণের মাধ্যমে তা সেবা করতে হবে। যাহোক, সমস্যা এখানে যে, অনেক খ্রীষ্ট ভক্তগণ আছেন, যারা শরীর ও অন্তঃকরণ দিয়ে জল ও আত্মার সুসমাচার সেবা করে না, এমন কি এই সত্য সুসমাচারও বিশ্বাস করে না। এমনকি অগণিত খ্রীষ্ট ভক্তগণ আছে, যারা যীশুকে বিশ্বাস করে এবং নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, তারা নিজেদেরকে দাবি করে যে, তারা ঠিক আছে এবং যার জন্য তারা জল ও আত্মার সুসমাচার বিশ্বাস করতে চায় না। তাই, ঈশ্বর এই ভ্রান্ত-বিশ্বাসদের সতর্ক করে দিচ্ছেন, যেন তারা জল ও আত্মার সুসমাচার প্রকৃতভাবে বিশ্বাস করে। 
যাত্রাপুস্তক ২৫:১৫ পদে বলা হয়েছে, “সেই বহন-দন্ড সিন্দুকের কড়াতে থাকিবে, তাহা হইতে বাহির করা যাইবে না।” এ পদটি আমাদের এই শিক্ষা দেয় যে, আমরা যেন এই রকমভাবে জল ও আত্মার সুসমাচার প্রচার করি। আমাদের প্রত্যেকের উচিত এই সমাগম তাম্বুর দরজায় লাল, নীল, বেগুনি বর্ণের সূতার কথা সবার কাছে প্রচার করা; যা জল ও আত্মার সুসমাচারকে নির্দেশ করে, কারণ এর দ্বারা জগতের সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়েছি। ঈশ্বর মোশিকে যেভাবে আদেশ করেছিলেন, তিনি ঠিক সেইভাবে সমাগম তাম্বু তৈরি করে ঈশ্বরকে দেখালেন। এটা এই অর্থ প্রকাশ করে, যেন আমরা সেইভাবে (মোশির মত) ঈশ্বরের বাক্য বিশ্বাস করে পালন করি। এসত্ত্বেও, অনেক খ্রীষ্টিয়ান লোকেরা যীশুর বাপ্তিস্ম বিশ্বাস না করে তারা নিজের মত করে যীশুকে বিশ্বাস করে। 
লাল, নীল এব বেগুনি বর্ণের সূতা দ্বারা সমাগম তাম্বুর দরজা এই অর্থ প্রকাশ করে, সেটা হল, এই পরিত্রাণের দরজা দিয়ে প্রভুর কাছে যেতে হবে; আমাদের প্রত্যেককেই সুসমাচার বিশ্বাস করতে হলে অবশ্যই আমাদেরকে এই দরজা দিয়ে যেতে হবে। এইগুলো হচ্ছে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য তাঁর চলি­শ জন দাসদের কাছে বলা হয়েছিল। ঈশ্বর ১৫০০ বছর ধরে তাঁর দাসদের যে ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই সমস্ত তিনি অক্ষরে অক্ষরে পূর্ণ করেছেন। আর তাই, প্রভু জল ও আত্মার সুসমাচার দ্বারা আমাদের প্রত্যেককে একবারে পরিত্রাণ দিয়ে পূর্ণ করেছেন। 
যাহোক, দুঃখজনক হলেও সত্যি যে, পৃথিবীতে অগণিত খ্রীষ্টিয়ান লোক আছে, যারা ঈশ্বরের বাক্য বিশ্বাস করে এবং ঠিকভাবে সেই বাক্যও প্রচার করে না। তাহলে, আপনিও কি তাদের মধ্যে একজন? আপনি সত্যিই কি জল ও আত্মার বিশ্বাস করে পাপের ক্ষমা পেয়েছেন? যদি পেয়ে থাকেন, তাহলে আজই বেরিয়ে পড়ুন এবং সেইভাবে জল ও আত্মার সুসমাচার প্রচার করুন, যেভাবে ঈশ্বর বলেছেন। 
 
 

ঈশ্বর-প্রদত্ত পরিত্রাণের আশীর্বাদ আজ্ঞা লঙ্গনের চেয়েও মহৎ

 
বাইবেল বলে যে, এক জনের পাপের জন্য সকলেই পাপী বলে গণিত হয়েছে, আর আরেক জনের ধার্মিকতায় অনেকেই ধার্মিক হয় তিনি হলেন আমাদের প্রভু যীশু খ্রীষ্ট। যার পাপের জন্য আপনারা সকলেই পাপী হয়েছেন তিনি হলেন আদম। অন্যভাবে বলা যায় যে, আপনি আদমের বংশে জন্ম গ্রহণ করেছেন বলেই আপনি পাপী বলে গণিত হয়েছেন। কারণ, আদম ও হবা ঈশ্বরের কাছে পাপ করেছিলেন, যার জন্য আমরা প্রকৃতিগতভাবে পাপী। 
যাহোক, আমাদের প্রতি ঈশ্বরের প্রদত্ত যে অনুগ্রহ দান এবং আমাদের কৃত সমস্ত পাপ- এই দুটি বিষয় এক করলে দেখা যাবে দুটির মধ্যে বিরাট ব্যবধান রয়েছে। যদিও আমরা অসংখ্য পাপ করেছি এবং মৃত্যুর আগ পর্যন্ত এই রকমভাবে চলতে থাকবো, কিন্তু আমাদের প্রভু নিজ ধার্মিকতায় সমস্ত পাপ থেকে আমাদের রক্ষা করলেন। যা ঈশ্বর তাঁর পুত্র যীশু খ্রীষ্টের দ্বারা কাজ করলেন। আর তিনি স্বর্গে নিজের সিংহাসন ছেড়ে আমাদের জন্য মানুষের রূপ ধারণ করে জগতে নেমে এলেন। যীশু যোহন বাপ্তাইজকের দ্বারা বাপ্তিস্মের মাধ্যমে আমাদের সমস্ত পাপ বহন করলেন এবং আমাদের পরিবর্তে তিনি ক্রুশে হত হলেন এবং আমাদের জন্য পরিত্রাণের পথ খুলে দিলেন, যে পাপগুলো আমরা প্রতিনিয়ত করে আসছি এবং সেই পাপগুলো করতেই থাকবো। তিনি প্রত্যেকটি পাপের সমাপ্তি টেনেছেন, এমনকি এখনো যারা পৃথিবীতে জন্ম গ্রহণ করে, তাদের পাপ এবং সেই পাপগুলো এখনো হয় নি। তিনি পৃথিবীতে এসে, তার পরিত্রাণ দ্বারা আমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে আমাদেরকে ঠিক করেছেন, অর্থাৎ তাঁর পরিত্রাণ সমাগম তাম্বুর দরজার লাল, নীল, বেগুনি বর্ণের সূতা নির্দেশ করে। তাহলে, বোঝা যাচ্ছে যে, জগতে প্রভু আমাদের সমস্ত পাপ দূর করে যে, পরিত্রাণ দিয়েছেন এবং পাপী হয়ে আমরা প্রতিনিয়ত যে পাপগুলো করেছি এবং ভবিষ্যতে করব এর মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। আর এখন আমরা সকলে জল ও আত্মার সুসমাচার বিশ্বাস করে সম্পূর্ণভাবে পাপমুক্ত হয়েছি। এবং ধার্মিক বলে গণ্য হয়েছি। 
 
 

ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে, তিনি অনুগ্রহ সিংহাসনে আমাদের সাথে দেখা করবেন

 
সবচেয়ে পবিত্র স্থানে যে সাক্ষ্য সিন্দুক বসানো হয়েছিল সেখানে দুটি দূত সিংহাসনের দিকে মুখ করে ডানা বিস্তার করে আছে। আমরা সেখানে কি দেখতে পাই? আমরা সেখানে রক্ত দেখতে পাই। কিন্তু কিসের রক্ত? পুরাতন নিয়মে বলা হয়েছে, এটা হল সেই পশুর রক্ত, যেটা বলিদান উৎসর্গের জন্য রাখা হয়েছিল। আর নতুন নিয়মে বলা হয়েছে, এটা হল যীশু খ্রীষ্টের রক্ত। অন্য কথায়, আমরা অনুগ্রহের সিংহাসনের উপর যে রক্ত দেখতে পাই, সেটা হল ঈশ্বরের পুত্র যীশুরই রক্ত। আর এই রক্তই সেই রক্ত, যে রক্ত যীশু বাপ্তিস্মের দ্বারা বহনপূর্বক ক্রুশের উপর ঝরিয়েছিলেন। বলিদানের এটাই উদ্দেশ্য, যে কেহ ঈশ্বরের পুত্রের বাপ্তিস্ম ও রক্ত বিশ্বাস করে, সেই ব্যক্তি পাপের ক্ষমা পেয়েছে। যেন ঈশ্বর নিজেই ঘোষণা করতে পারেন যে, যে কেহ এই জল ও আত্মার সুসমাচার বুঝতে পারে এবং বিশ্বাস করে; তার কোন পাপ নাই। আবার তাদেরকে নিজের সন্তান করে নিতে পারেন। আর এই সত্য সেই অনুগ্রহের সিংহাসনে প্রকাশ করে। 
যখন আমরা জল ও আত্মার সুসমাচার প্রচার করি, তখন আমরা সেটা নির্ভুলভাবে প্রচার করার চেষ্টা করি, ঠিক যেভাবে বাইবেলে লেখা আছে। আর এটাও ঠিক যে, আমাদের কারো উচিত নয়, জল ও আত্মার সুসমাচার ওল্টা-পাল্টাভাবে প্রচার করা বা ব্যাখ্যা করা। কারণ, যে কেহ আমাদের জল ও আত্মার সুসমাচারের প্রচার শুনে পাপের ক্ষমা পেতে পারে, যদি তারা সেইভাবে শুনে এবং হৃদয়ে সম্পূর্ণভাবে বিশ্বাস করে থাকে। আর এসত্ত্বেও, কিছু খ্রীষ্টিয়ান লোকেরা আমাদের বিদ্রুপ করে বলে, লোকদের বিশ্বাস বিচার-বিবেচনা না করে কিভাবে একজন যীশুতে বিশ্বাস করেই কিভাবে পাপমুক্ত হয়। সুতরাং, তারা সেটা দাবি করে যে, তাহলে জল ও আত্মার সুসমাচার বিশ্বাস করার প্রয়োজন নেই। 
কিন্তু এমন কেহ আছে, যে শুধুমাত্র যীশুর নামে বিশ্বাস দ্বারা পাপমুক্ত হয়েছে? তাহলে কি আপনি মনে করেন যে, যীশু আপনার জন্য ক্রুশের উপর হত হয়েছেন বলে আপনি সম্পূর্ণভাবে পাপমুক্ত হয়েছেন? না, কখনোই না। যদিও এটা শুনতে ভাল লাগে যে, এখন অনেক খ্রীষ্টিয়ান আছে, যারা অন্ধের মত যীশুকে বিশ্বাস করে সম্পূর্ণরূপে পাপ মুক্ত হতে পেরেছে; আসলে এই কথা সত্য নয়। যাহোক, যদি আপনি মনে করেন যে, আপনি কারাগারে আছেন আর সরকার আপনাকে ক্ষমা করল, তাহলে আপনি নিশ্চয়ই খুশি হবেন; আর এটাই বোঝার যোগ্য যে, অনেক খ্রীষ্টিয়ান আছে, যারা মিথ্যার আশ্রয় নেয়। সমস্যা এখানেই যে, কারগার থেকে মুক্ত পাওয়াটাই প্রকৃত ক্ষমা নয়। 
বাইবেলে পরিষ্কারভাবে বলা হয়েছে, “আর সেই সত্য জানিবে, সেই সত্যই তোমাদিগকে স্বাধীন করিবে” (যোহন ৮:৩২)। তাহলে মানুষের পাপ প্রায়শ্চিত্ত করার আর কোন রাস্তা আছে? তারা কিভাবে অনন্ত জীবন পাবে? সমাগম তাম্বুর দরজার লাল, নীল ও বেগুনি সূতা বিশ্বাস করার মাধ্যমে আপনি পাপের ক্ষমা পেতে পারেন এবং অনন্ত জীবন পেতে পারেন, যা জল ও আত্মার সুসমাচারে লিপিবদ্ধ আছে। আর যারা এই সুসমাচার বিশ্বাস করে, তারাই ঈশ্বরের সন্তান বলে গণ্য হয়। 
এই জল ও আত্মার সুসমাচার ঈশ্বরের বাক্য এবং আমাদের দায়িত্ব হচ্ছে বিশ্বাস করে সেই সত্য সুসমাচার প্রচার করা। আমরাই সেই আত্মিক ইস্রায়েল, কারণ আমরা জল ও আত্মার সুসমাচার বিশ্বাস করেছি। আর এই জল ও আত্মার সুসমাচার কমপক্ষে দুই বা ততোধিক ব্যক্তির মাঝে প্রচারিত হচ্ছে। আমরা যখন ঈশ্বরের বাক্য প্রচার করি, তখন সমাগম তাম্বুর লাল, নীল ও বেগুনি সূতা সম্পর্কে তুলে ধরা উচিত। কারণ, আমাদের ঈশ্বর যে বিষয় আমাদের জন্য প্রতিজ্ঞা করেছেন, তিনি সেটি সম্পন্ন করেছেন। তিনি যে বিশ্বস্ত, সেটা প্রমাণ করেছেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন বলে, যীশু জগতে নেমে এলেন, যোহন বাপ্তাইজকের দ্বারা বাপ্তিস্ম নিলেন এবং পাপ থেকে রক্ষা করার জন্য আমাদের পাপ নিজ কাঁধে বহনপূর্বক ক্রুশে হত হলেন এবং আবার স্বর্গে নীত হলেন। যে কেউ একথা হৃদয়ে বিশ্বাস করে সেই ব্যক্তি পরিত্রাণ পেয়েছে। আমি জোর দিয়ে বলতে পারি না যে, আমাদের প্রত্যেকের জন্য এটি কতটা গুরুত্বপর্ণ বিষয়। কারণ, আমরা যখন ঈশ্বরের বাক্য শুনি তখন আমাদের শ্রোতাদের মাঝে পবিত্র আত্মা কাজ করেন। 
জল ও আত্মার সুসমাচারই হচ্ছে আমাদের পরিত্রাণ। আর এটাই আমাদের পাপের প্রায়শ্চিত্তের একমাত্র রাস্তা। এই সুসমাচারের দ্বারাই আমরা পাপের ক্ষমা পেয়েছি। প্রত্যেক জনের প্রত্যেকটি পাপ যীশুকে অর্পণ করা হয়েছিল, যেটি যীশু যোহনের কাছ থেকে গ্রহণ করেছিলেন আর সেটিই ছিল আমাদের পাপের প্রায়শ্চিত্তের একমাত্র পথ। শুধুমাত্র তিনি আমাদের পাপ বহন করেন নি, তিনি আমাদের পাপের জন্য ক্রুশে হত হলেন, রক্ত সেচন করলেন; যে কাজটা আমাদের বহন করা এবং রক্ত সেচন করতে হতো। আর তিনি এইভাবে আমাদেরকে পাপ ও অভিশাপ থেকে মুক্ত করলেন এবং ঈশ্বর আমাদের মাঝে পরিত্রাণ আনলেন। আর এটাই ছিল তাঁর প্রকৃত প্রেম। ঠিক, সেইভাবে আপনাকে বিশ্বাসপূর্বক সুসমাচার প্রচার করা উচিত। 
আমরা যারা প্রভুকে ত্রাণকর্তা হিসেবে জানি, তিনি সর্বদা বিশ্বস্ত। এটা আমাদেরকে জল ও আত্মার সুসমাচার বিশ্বাসপূর্বক ঈশ্বরের কাছে উপস্থিত হতে হয়। যখন আমরা অনুগ্রহের সিংহাসনের সামনে প্রভুর উদ্দেশে রক্ত বলিদান করতে উপস্থিত হই, তখন বিশ্বাসে তাঁর সঙ্গে গমনাগমন করি এবং তাঁকে বলি, “ঈশ্বর, তোমার পুত্র যীশু খ্রীষ্টের রক্ত দ্বারা আমার সমস্ত পাপ ধৌত করছি।” তারপর ঈশ্বর বলেন, “হ্যাঁ, আমি তোমাকে পাপ হতে ধৌত করলাম। কারণ, আমি তোমাকে খুব ভালবাসি বিধায় আমি নিজেকে দ্বারা তোমাকে মুক্ত করলাম।” প্রভুই আমাদের ত্রাণকর্তা। কারণ আমরা যারা বিশ্বাসে তাঁর সঙ্গে গমনাগমন করি, তিনি আমাদের দর্শন দেন। এবং যারা হৃদয়ে সত্যিকারার্থে জল ও আত্মার সুসমাচার ধারণ করি, তিনি তাদের তাঁর সন্তান হওয়ার ক্ষমতা দিয়েছেন। তিনিই আমাদের সমস্ত অপরাধ, অভিশাপ এবং ধ্বংসের স্থান থেকে মুক্ত করেছেন। আমরা যারা তাঁর পরিপূর্ণভাবে বিশ্বাসী, তিনি তাদের একেবারেই পাপমুক্ত করেছেন। তিনি আমাদের অনন্ত জীবন দিয়েছেন এবং সামনে যাওয়ার অধিকার আমাদেরকে দান করেছে। আর এটাই প্রভুর মহা দয়া। 
আর এই অনুগ্রহের সিংহাসনের দ্বারা প্রভু আমাদের পরিত্রাণের অনুগ্রহ দান করেছেন। আমাদের প্রত্যেককে প্রভুর সিংহাসনের সামনে উপস্থিত হতে হবে। আর আপনি যতই পাপ করেন এবং অপকর্ম করেন না কেন, আপনি এখনো পাপের ক্ষমা পেতে পারেন, শুধুমাত্র তাঁকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে যে, তিনি বিশ্বস্ত। যীশুর বাপ্তিস্ম গ্রহণ, তাঁর রক্ত এবং যীশুর পুনরুত্থান এই অর্থ প্রকাশ করে, সেটা হল সমাগম তাম্বুর দরজায় নীল, লাল এবং বেগুনি সূতা। জল ও আত্মার সুসমাচারে ঈশ্বর যেভাবে বলেছেন, ঠিক সেইভাবে আপনাকে বিশ্বাস করে তাঁর সামনে উপস্থিত হতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে, তিনি বিশ্বস্ত প্রভু। আর এটাও আপনাকে বিশ্বাস করতে হবে যে, তিনি স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এলেন, যোহন বাপ্তাইজকের কাছে বাপ্তিস্ম গ্রহণ করলেন এবং জগতের সব মানবজাতির পাপ বহনপূর্বক আপনার পরিবর্তে ক্রুশে হত হলেন। এখন আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে, আপনার সমস্ত পাপ তিনি একবারে তুলে নিলেন, যেটি তিনি যোহন বাপ্তাইজকের কাছে তুলে নিয়েছিলেন এবং প্রভুর কাছে বলতে হবে, “প্রভু, আপনি আমার পাপমুক্তির জন্য যে সমস্ত কাজ করেছেন, তা সকলই আমি বিশ্বাস করি!” যখন আপনি এই বিশ্বাসে ঈশ্বরের কাছে আসবেন, তখনই আপনি পরিত্রাণ পাবেন। 
এরপর আপনাকে সমাগম তাম্বুর দরজায় লাল, নীল এবং বেগুনি বর্ণের সূতাও বিশ্বাস করতে হবে, যেগুলো মধ্যে প্রকৃত পরিত্রাণ অন্তর্নিহিত; যদিও আপনি তাঁর বিশ্বস্ততা বিশ্বাস করে পাপের ক্ষমা পেয়েছেন। কারণ, যদি আপনি প্রকৃতভাবে জল ও আত্মার সুসমাচার বিশ্বাস করেন, তাহলে আপনি পাপের ক্ষমা পেয়েছেন। যদি আপনি তাঁর দর্শন পেতে চান এবং তাঁর আশীর্বাদ গ্রহণ করতে চান; যদি আপনি প্রকৃতভাবে সুখী হতে চান; যদি আপনি প্রকৃতভাবে প্রভুর কাছে ফিরতে চান, এবং তাঁর কাছে থাকতে চান, যেভাবে তিনি তাঁর সৃষ্টিকে প্রেম করেছেন, তাহলে অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে যে, বাপ্তিস্মের দ্বারা যীশু জগতের প্রত্যেকের সমস্ত পাপ নিজ কাঁধে তুলে নিয়েছেন এবং পাপ বহনপূর্বক ক্রুশে হত হলেন, যার ফলে আমি ও আপনি, প্রত্যেকেই পাপমুক্ত হয়েছি। অতএব, আপনি যদি প্রকৃতভাবে এই পরিত্রাণ বিশ্বাস করেন, তাহলে আপনি সত্যিই পরিত্রাণপ্রাপ্ত হয়েছেন। এবং আপনি যখন জল ও আত্মার সুসমাচার প্রচার করছেন, সেই সময়ে এই বিষয়টি একান্তভাবে মাথায় রাখা উচিত। 
ঈশ্বর বলেন যে, বাইবেলে এই জল ও আত্মার সুসমাচার লেখা আছে। সমাগম-তাম্বুর ভিতর অবস্থিত মেজের সম্পর্কে দেখে নিই। আসলে এই মেজকে ঈশ্বরের বাক্যের সাথে তুলনা করা যেতে পারে। ঠিক যখনি আপনি ঈশ্বরের বাক্যে লিখিত জল ও আত্মার সুসমাচার সম্পূর্ণভাবে হৃদয়ে ধারণ করবেন, ঠিক তখনই আপনি পাপমুক্ত হবেন। 
তথাপি আজকে তথা-কথিত ‘নাম করা প্রচারকগণ’ পরিত্রাণ সম্বন্ধে কিভাবে শিক্ষা দেন? তারা প্রচার করেন যে, যে কেহ কোন রকমে যদি যীশুকে বিশ্বাস করে, তাহলে সে পাপের ক্ষমা পেয়েছে। এবং তারা সবাই বলেন যে, যীশুর ক্রুশীয় রক্ত বিশ্বাস করে পাপের ক্ষমা পেয়েছেন। যাহোক, যদি আপনি এরূপ অন্ধের মত যীশুকে বিশ্বাস করেন, তাহলে কোনদিনই পাপের ক্ষমা প্রাপ্ত হবেন না। যার জন্য, আজকে বিপুল সংখ্যক খ্রীষ্টিয়ানদের হৃদয়ে পাপগুলো অক্ষুন্ন অবস্থায় রয়েছে। যীশুর বাপ্তিস্মকে বিশ্বাস না করে শুধুমাত্র যীশুকে বিশ্বাস করে, তারা ভুল করছে আর এইজন্য তাদের অন্তঃকরণ পরিপূর্ণভাবে পাপমুক্ত হতে পারে না। কারণ, তারা নিজেদের পাপ যীশুতে অর্পণ করে নি। তারা যতই যীশুকে বিশ্বাস করুক না কেন তারা তাদের অন্তরের পাপ দূর করতে পারছে না। এমনকি, তারা যীশুর ক্রুশীয় রক্তে বিশ্বাস করে, কিন্তু তাদের আত্মিক অবস্থা ঠিক আগের মতই থাকে। কারণ, তারা জানে না যে, সমাগম তাম্বুর দরজার লাল, নীল ও বেগুনি সূতা প্রকৃত পরিত্রাণ নির্দেশ করে। এই খ্রীষ্ট ভক্তরা যীশুর বাপ্তিস্ম সম্পর্কে ভুল শিক্ষা পেয়েছে, যার জন্য এখনো তাদের অন্তরে পাপ রয়ে গেছে এবং পাপ নিয়ে জীবন যাপন করছে। 
ঈশ্বর জল, রক্ত এবং আত্মা দ্বারা আমাদের সমস্ত পাপ মোচন করেছেন (১যোহন ৫:৬-৮)। ঈশ্বরের সত্য বাক্য পূর্ণ করতে যীশু অভ্রান্তিরূপে এবং বিনা তর্কে সমস্ত পাপ থেকে আমাদের রক্ষা করেছেন। অন্যভাবে বলা যায়, যীশু একবারে আমাদের সমস্ত পাপ থেকে তাঁর জল, তাঁর রক্ত এবং আত্মা দ্বারা আমাদেরকে মুক্ত করেছেন, যা সমাগম তাম্বুর দরজার লাল, নীল এবং বেগুনি সূতাকে নির্দেশ করে। সেই পবিত্র আত্মাই আমাদের ঈশ্বর। আর সেই পবিত্র আত্মা যীশুর বিষয়ে সাক্ষ্য দিয়েছেন যে, ঈশ্বর মানুষের রূপ ধারণ করলেন, যোহন বাপ্তাইজকের দ্বারা বাপ্তাইজিত হওয়ার মাধ্যমে আমাদের সমস্ত পাপ বহনপূর্বক আমাদের পরিবর্তে ক্রুশে হত হলেন। আর এইভাবে তিনি আমাদেরকে সমস্ত পাপ থেকে রক্ষা করলেন। জল ও আত্মার সুসমাচারের দ্বারা যীশু আমাদের পাপ থেকে রক্ষা করেছেন এবং তারা যীশুকে তাদের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করা সত্ত্বেও, অগণিত খ্রীষ্ট ভক্তরা এখনো পাপে জর্জরিত অবস্থায় রয়েছে। কারণ, তারা শুধু যীশুকে অন্ধের মত বিশ্বাস করেছে, কিন্তু যোহন বাপ্তাইজক কর্তৃক যীশুর বাপ্তিস্মকে বিশ্বাস করে না বা ভুল শিক্ষা পেয়েছে। 
অতএব, এটা আমাদের প্রত্যেকের জন্য একান্ত অপরিহার্য বিষয় যে, শুধুমাত্র খ্রীষ্ট যীশুকে বিশ্বাস না করা কিন্তু জল ও আত্মার সুসমাচার সম্পর্কে প্রচার করা বা সাক্ষ্য দেওয়া; যে কাজটা প্রেরিত পৌল করেছিলেন। প্রেরিত পৌল ১করিন্থীয় ১৫:৩-৪ পদে বলেছেন, “ফলতঃ প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি, এবং ইহা আপনিও পাইয়াছি যে, শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন।” প্রেরিত পৌল যখন এই কথা উল্লেখ করেছেন, “শাস্ত্রানুসারে খ্রীষ্ট আমাদের জন্য মরলেন,” এই “শাস্ত্রানুসারে” শব্দ বলতে বাইবেলের পুরাতন নিয়মকে বুঝানো হয়েছে। কারণ, সেই সময়ে বাইবেলের নতুন নিয়ম লেখা হয় নি। তারপর, প্রেরিত পৌল বললেন যে, আমাদের সমস্ত পাপের প্রতিকারস্বরূপ যীশু খ্রীষ্ট নিজে পুরাতন নিয়ম শাস্ত্রানুসারে হত হলেন। কারণ, ক্রুশের উপর হত হওয়ার আগে যোহন বাপ্তাইজকের দ্বারা যীশুতে পাপ অর্পণ করা হয়েছিল। 
যীশু খ্রীষ্ট বাপ্তিস্মের দ্বারা আমাদের সমস্ত পাপ বহনপূর্বক ক্রুশে হত হলেন। আর যীশু এইরূপে জগতে এসে আমাদের ত্রাণকর্তা হলেন। আর যারা প্রকৃতভাবে এই জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করে, তারা অবশ্যই ঈশ্বরের কাছ থেকে পাপের ক্ষমা পেয়েছে এবং অনন্ত জীবন প্রাপ্ত হয়েছে। 
হাল্লেলুয়া!