Search

FAQ sur la Foi Chrétienne

Sujet 1: Renaître d'eau et d'Esprit

1-23. যোহনের দ্বারা অনুষ্ঠিত অনুতাপের বাপ্তিস্ম কী?

যোহন বাপ্তিস্মদাতা ছিলেন সদাপ্রভুর(God) দাস, যিনি যীশুর ৬ মাস আগে জন্মগ্রহণ করেছিলেন, এবং মালাখি গ্রন্থে ভবিষ্যদ্বাণী অনুযায়ী তিনি ছিলেন পুরাতন ধর্মগ্রন্থের শেষ ভাববাদী।
“আমার দাস মোশির ব্যবস্থা স্মরণ কর, যা আমি হোরেবে সমস্ত ইস্রায়েলের জন্য তাকে আদেশ করেছিলাম, বিধি ও শাসনসমূহ সহ। দেখ, সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ঙ্কর দিন আসিবার পূর্ব্বে আমি তোমাদের নিকটে এলিয় ভাববাদীকে প্রেরণ করিব। এবং তিনি পিতাদের হৃদয়কে সন্তানদের কাছে ফিরিয়ে আনবেন, এবং সন্তানদের হৃদয়কে তাদের পিতাদের কাছে ফিরিয়ে আনবেন, যাতে আমি এসে পৃথিবীকে অভিশাপ সহ সজোরে আঘাত না করি” (মালাখি ভাববাদীর পুস্তক ৪:৪-৬)। 
যীশুর জন্মের সময়েও, ইস্রায়েলের লোকেরা সদাপ্রভুর(God) নিয়মের বাক্য ত্যাগ করে বিদেশী দেবতাদের পূজা করত। তারা বলিদান হিসেবে অন্ধ ও খুঁতযুক্ত পশু উৎসর্গ করত, এবং সদাপ্রভুর(God) মন্দিরকে ব্যবসার স্থানে পরিণত করেছিল। যীশু খ্রীষ্টের বিষয়েও মোশির ব্যবস্থা এবং ভাববাদীদের ব্যবস্থায় ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। মোশির ব্যবস্থা মানুষকে পাপের জ্ঞান দিয়ে তাদের কতটা পাপী তা দেখিয়ে দেয় (রোমীয় ৩:২০)। মোশির ব্যবস্থার গ্রন্থে লিখিত একটি আদেশও পালন না করা পাপ।
পুরাতন নিয়মের যুগে, মোশির ব্যবস্থার যেকোনো বিধি লঙ্ঘনকারী পাপী পাপার্থক বলি সমাগম তাঁবুর সামনে নিয়ে আসত। সে পাপার্থক বলির মাথায় হাত রেখে তার পাপ সেই বলির উপর স্থানান্তর করত, এবং পাপার্থক বলিকে বধ করার মাধ্যমে, সে নিষ্পাপ ব্যক্তি হিসেবে আবার সদাপ্রভুর(God) সাথে মিলিত হত।
তারপর, যাজক সেই রক্তের কিছুটা নিয়ে হোমবেদির শিংগুলিতে লাগাতেন এবং বাকি সমস্ত রক্ত বেদির পাদদেশে ঢেলে দিতেন।
কিন্তু ইস্রায়েলের লোকেরা প্রতিদিন অসংখ্য বলিদান উৎসর্গ করা সত্ত্বেও সকল পাপ থেকে মুক্তি লাভ করতে পারেনি। তাই, সদাপ্রভু(God) তাদের জন্য একটি স্থায়ী বিধি স্থাপন করলেন, প্রায়শ্চিত্তের দিন। সেই সময় সদাপ্রভু(God) সপ্তম মাসের দশম দিনে তাদের এক বছরের সমস্ত পাপ সম্পূর্ণরূপে মুছে ফেললেন। সেই দিনে মহাযাজক হারুন দুটি ছাগল ধরে লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করেছিলেন। একটির ভাগ্য নির্ধারিত হয়েছিল সদাপ্রভুর (যিহোবার) জন্য, এবং অপরটি নির্ধারিত হয়েছিল পাপমোচনের বলির জন্য। এরপর তিনি সদাপ্রভুর(God) জন্য নির্ধারিত ছাগলের মাথায় হাত রেখে ইস্রায়েল জাতির সমস্ত এক বছরের পাপ তার উপর স্থানান্তর করলেন। হারোন সেই ছাগলটিকে বধ করে তার রক্ত নিয়ে পাপাবরণের সামনে সাতবার ছিটিয়ে দিলেন। 
যখন তিনি পবিত্র স্থানের জন্য প্রায়শ্চিত্ত শেষ করলেন, তিনি অন্য পশুটি উৎসর্গ করলেন। তিনি জীবন্ত ছাগলটির মাথায় হাত রেখে ইস্রায়েলীয়দের সমস্ত বাৎসরিক পাপের স্বীকারোক্তি করলেন। এই পদ্ধতিতে, তাদের সমস্ত বাৎসরিক পাপ ছাগলটির উপর স্থানান্তরিত হল, এবং একজন উপযুক্ত লোকের হাত দিয়ে তাকে মরুভূমিতে পাঠিয়ে দেওয়া হল। এইভাবে ইস্রায়েলীয়রা তাদের বার্ষিক পাপ থেকে পরিত্রাণ লাভ করত।
কিন্তু পুরাতন নিয়মের ব্যবস্থা অনুযায়ী উৎসর্গীকৃত বলিদান প্রতি বছর ক্রমাগত বলিদান উৎসর্গকারীদের পরিপূর্ণ করতে পারেনি। এটি ছিল আসন্ন ভালো কাজের (মেসিয়ার ধার্মিক কাজের) একটি ছায়ামাত্র (ইব্রীয় ১০:১)। ইস্রায়েলের লোকেরা ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের জন্য অপেক্ষা করেনি। বরং তারা পাপপূর্ণ জগতের অন্য জাতির দেবতাদের উপাসনা করেছে এবং পুরাতন নিয়মের ভাববাদীদের বাক্য ত্যাগ করেছে।
অতএব সদাপ্রভু(God) ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তিনি যোহন বাপ্তিস্মদাতাকে পাঠাবেন যাতে ইস্রায়েলের লোকদের হৃদয় পুনরুদ্ধার করে তাদেরকে তাঁর কাছে ফিরিয়ে আনতে পারেন এবং যীশু খ্রিস্টকে গ্রহণ করার জন্য তাদের হৃদয় প্রস্তুত করতে পারেন। যোহন বাপ্তিস্মদাতা যীশুকে বাপ্তিস্ম দেওয়ার আগে, তিনি যিহূদার মরুভূমিতে ইস্রায়েলীয়দের অনুতাপের বাপ্তিস্ম দিয়েছিলেন।
তিনি জলে বাপ্তিস্ম দিয়েছিলেন যাতে তারা যীশুর জন্য অপেক্ষা করে এবং তাঁকে বিশ্বাস করতে পারে। তিনি শিখিয়েছিলেন যে ত্রাণকর্তা জগতের সমস্ত পাপ দূর করার জন্য হস্তার্পণের পদ্ধতিতে তাঁর কাছ থেকে বাপ্তিস্ম গ্রহণ করবেন, এবং তারপর তাদেরকে সমস্ত পাপ থেকে উদ্ধার করার জন্য ক্রুশবিদ্ধ হবেন। তিনি বলেছিলেন যে যীশু এসে অতীতের অসম্পূর্ণ বলিদানগুলি দূর করে নিজের দেহের মাধ্যমে চিরন্তন বলিদান উৎসর্গ করবেন। যেমন ইস্রায়েলের লোকেরা নিখুঁত পাপার্থক বলি এনে তার উপর হাত রেখে পুরাতন নিয়মের বলিদান ব্যবস্থা অনুযায়ী বধ করে মুক্তি পেত, তেমনি তিনি বাপ্তিস্মের মাধ্যমে আমাদের সমস্ত পাপ গ্রহণ করবেন।
অনেক ইস্রায়েলী তাদের পাপ স্বীকার করে, অনুতপ্ত হয়ে, তাঁর কাছে বাপ্তিস্ম নিয়েছিল। “অনুতাপ” এর অর্থ হল “মনকে প্রভুর দিকে ফেরানো”। ওল্ড টেস্টামেন্টের আইন মনে রেখে, তারা জনের কাছে এসেছিল এবং স্বীকার করেছিল যে তারা আশাহীন পাপী যাদের মৃত্যু পর্যন্ত পাপ করা ছাড়া আর কোন উপায় ছিল না। তারা এও স্বীকার করল যে মোশির ব্যবস্থা অনুযায়ী সৎকর্মের মাধ্যমে স্বর্গরাজ্যে প্রবেশ করা সম্ভব নয়, এবং তাদের হৃদয় ফিরিয়ে দিল যীশু খ্রীষ্টের দিকে, যিনি একবারেই চিরতরে সমস্ত পাপ মুছে দিয়ে স্বর্গরাজ্যের দ্বার খুলে দেবেন।
যোহন বাপ্তিস্মদাতা ইস্রায়েলের লোকদের যে বাপ্তিস্ম দিয়েছিলেন তা হল: তিনি তাদের জীবনে কত পাপ করেছে তা স্বীকার করতে দিলেন, অনুতপ্ত হতে দিলেন, এবং যীশু খ্রীষ্টের দিকে তাকাতে দিলেন, যিনি তাদের সমস্ত পাপ থেকে পরিত্রাণ দিয়েছেন। এটিই বাইবেল সম্মত প্রকৃত অনুতাপ।
তাই যোহন লোকদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, “আমি সত্যিই তোমাদের অনুতাপের জন্য জলে বাপ্তিস্ম দিই, কিন্তু যিনি আমার পরে আসছেন তিনি আমার থেকে শক্তিশালী, যাঁর পাদুকা বহন করারও যোগ্য আমি নই। তিনি তোমাদের পবিত্র আত্মা ও আগুনে বাপ্তিস্ম দেবেন” (মথি ৩:১১)। 
যোহন বাপ্তিস্মদাতা লোকদের মন যীশুর দিকে ফিরিয়ে দিলেন, তাদের কাছে সাক্ষ্য দিলেন যে যীশু জগতের সমস্ত পাপ দূর করবেন (যোহন ১:২৯) এবং তাদের পরিবর্তে মৃত্যুবরণ করবেন। এইভাবে, যীশু নিজেই সাক্ষ্য দিলেন যে যোহন আমাদের ধার্মিকতার পথ দেখাতে এসেছিলেন (মথি ২১:৩২)।