En raison du COVID-19 et l'interruption du service postal international, nous avonssuspendutemporairementnotre "service gratuit de livres imprimés".
Au vu de cette situation, nous ne sommes pas en mesure de vous envoyer les livres actuellement.
Priez que cette pandémie cesse rapidement et que le service postal reprenne.
3-13. নিজেদের সাক্ষ্য সম্পূর্ণ করার পর দুজন সাক্ষী পুনরুত্থিত ও স্বর্গে নীত হবেন৷ খ্রীষ্টের দ্বিতীয় আগমনের সময় সাধুগণের রূপান্তরের সাথে এর পার্থক্য কি?
২ নং প্রশ্নের উত্তরে আমি যেমন বর্ণনা দিয়েছি যে, এই ২ বিশেষ সাক্ষী হলেন ইস্রায়েলীয়দের উদ্ধার করার উদ্দেশ্যে ইস্রায়েলীয়দের ভেতর থেকে আগত ঈশ্বরের দুই বিশেষ দাস৷ পৃথিবীকে ধ্বংস করার পূর্বে ঈশ্বর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করবেন, - এবং সেটি হল ইস্রায়েল জাতিকে তাদের পাপ থেকে উদ্ধার করবেন এবং তাদেরকে প্রথম পুনরুত্থান ও রূপান্তরের ভাগী করবেন৷ প্রেরিত পৌল রোমীয় ৩:২৯-৩০ পদে বলেছেন: “ঈশ্বর কি কেবল যিহুদীদের ঈশ্বর, পরজাতীয়দেরও কি নহেন? হ্যাঁ, পরজাতীয়দেরও ঈশ্বর, কেননা বাস্তবিক ঈশ্বর এক, আর তিনি ছিন্নত্বক লোকদিগকে বিশ্বাস হেতু এবং অছিন্নত্বক লোকদিগকে বিশ্বাস দ্বারা ধার্মিক গণনা করিবেন৷” ঈশ্বরের সাক্ষাতে পাপ থেকে মুক্ত হওয়ার পথ যিহুদী ও পরজাতী উভয়ের জন্য একই রকম, জল ও আত্মার সুসমাচারে বিশ্বাসের ভিত্তিতেই উভয়েরই বিচার করা হবে এবং সমস্ত পাপ থেকে উদ্ধার পেতে হলে যিহুদীদেরকে অবশ্যই যীশু খ্রীষ্টকে ত্রাণকর্তারূপে গ্রহণ ও বিশ্বাস করতে হবে এবং পরজাতীয়দের বেলাতেও তাই করতে হবে৷ কারণ যীশু তাঁর বাপ্তিস্মের মাধ্যমে নিজের উপরে সমস্ত পাপ তুলে নিয়েছিলেন এবং সেই পাপের কারণে দোষী সব্যস্ত হয়ে ক্রুশে বিচারিত হয়েছেন৷ ঈশ্বরের দৃষ্টিতে যিহুদী এবং পরজাতী উভয়ে সমান এবং উভয়ের জন্যই একই বিশ্বাসের পরিত্রাণ অনুমোদিত৷ এই জন্য ঈশ্বর মহাক্লেশের প্রথম সাড়ে তিন বছরের সময়ে এই ২ জন সাক্ষীকে যিহুদীদের জন্য অনুমোদন করেছিলেন এবং এই ২ জনকে তাদের কাছে জল ও আত্মার সুসমাচার প্রচার করার জন্য অনুমোদিত করেছিলেন৷ এই ২ জন সাক্ষীর সাথে সম্পর্ক রেখে এই প্রকাশিত বাক্যের ১১ অধ্যায়ে ২ টি জিতবৃক্ষ ও ২ টি দীপ বৃক্ষের উল্লেখ করা হয়েছে৷ এই ২ জিত বৃক্ষকে ঈশ্বরের ২ জন বিশেষ দাসের সাথে তুলনা করা হচ্ছে, যাদেরকে ঈশ্বর ইস্রায়েলীয়দের পরিত্রাণের জন্য পাঠাবেন, এবং এই ২ দীপ বৃক্ষ ২ মন্ডলীর প্রতীক,- যিহুদী এবং পরজাতী৷ অন্যভাবে বলতে গেলে, ঈশ্বর পাশাপাশি এই ২ টি মন্ডলীকে ইস্রায়েলীয় ও পরজাতীয়দের মধ্যে জল ও আত্মার সুসমাচার প্রচার করার অনুমোদন দেবেন এবং সেটা হবে মহাক্লেশের প্রথম সাড়ে তিন বছর সময়ের মধ্যে৷ বর্তমানে ইস্রায়েলীয়দের মধ্যে ঈশ্বরের কোনো মন্ডলী নেই৷ কিন্তু প্রভু যখন হৃদয় সকলের অনুসন্ধান করবেন, যখন উপযুক্ত সময় আসবে, তিনি তাঁর বাক্য গ্রহণের জন্য তাদের হৃদয় গঠন করবেন, সেই ২ জন দাসকে উঠাবেন এবং যীশু খ্রীষ্টকে তাদের ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করাবেন৷ সে জন্য ঈশ্বর মহাক্লেশের সময়ে ইস্রায়েল ও পরজাতী উভয়কেই রক্ষা করবেন৷ ইস্রায়েলীয় ও পরজাতীয়দের মধ্যে নুতন জন্মপ্রাপ্ত সাধুগণের প্রতি অত্যাচার এবং সাক্ষ্যমরের মৃত্যু তিনি অনুমোদন করবেন৷ বাস্তবতা হল,- তাদের সাক্ষ্য শেষ হওয়ার পরে এই ২ জন সাক্ষী সাক্ষ্যমর হবেন এবং সাড়ে তিন বছরের সময়ের মধ্যে পুনরুত্থিত হয়ে স্বর্গে নীত হবেন; এর দ্বারা এই বাস্তবতা বোঝা যায় যে, এই ২ সাক্ষীর মত ঈশ্বরের দাসগণ এবং পরজাতীয়দের মধ্যে ঈশ্বরের সন্তানেরা খ্রীষ্টারীর বিরুদ্ধে যুদ্ধ করবে এবং সাক্ষ্যমর হবে এবং পুনরুত্থান ও রূপান্তরের ভাগী হবে৷