যোহনের সুসমাচারের উপর ধর্ম্মোপদেশ (VI) - হারানো মেষের জন্য ( I )
Rev. Paul C. Jong
সূচীপত্র
ভূমিকা 1. আমাদের কি অবশ্যই শীলোহ সরোবরে যেতে ও ধুয়ে ফেলতে হবে? (যোহন ৯:১-১২) 2. যারা প্রকৃতভাবে যীশু খ্রীষ্টের সাথে সাক্ষাত করেছে (যোহন ৯:১-১২) 3. যে অন্ধ লোকটির চোখ সুস্থ হয়েছিল তার পেছনের রহস্য (যোহন ৯:৮-৪১) 4. যীশুর ঈশ্বরত্বে বিশ্বাসীরা সুসমাচারে বিশ্বাস করবার দ্বারা পরিত্রাণ গ্রহণ করে (যোহন ৯:৮-৪১) 5. যাদের অভিশপ্ত হওয়ার কথা ছিল প্রভু সেই আমাদেরকে পরিত্রাণ করেছেন (যোহন ৯:১-৭) 6. যীশু খ্রীষ্টকে আপন ত্রাণকর্তারূপে বিশ্বাস করবার বিশ্বাসে দৃঢ়তা সহকারে দাঁড়িয়ে থাকুন (যোহন ১০:১-৬) 7. যীশুই পরিত্রাণের দ্বার (যোহন ১০:১-১৯) 8. আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে প্রভু আমাদের উত্তম মেষপালক (যোহন ১০:১-১৮) 9. প্রভুই উত্তম মেষপালক (যোহন ১০:৭-১৬) 10. প্রভু আমাদেরও উত্তম মেষপালক (যোহন ১০:১১-১৮) 11. প্রভু আমার উত্তম মেষপালক (যোহন ১০:১-১০) 12. পালকের রব শ্রবণ করুন (যোহন ১০:১-১৮) 13. আসুন আমরা বাক্যে আমাদের বিশ্বাস সহকারে এগিয়ে যাই (যোহন ১০:১-১৮) 14. যীশুই যে খ্রীষ্ট সেটি পরিষ্কারভাবে জেনে রাখুন ও দৃঢ়ভাবে তা বিশ্বাস করুন (যোহন ১০:১৭-২৭) 15. প্রভু লাসারকে পুনরুত্থিত করেছিলেন (যোহন ১১:১-৪৪) 16. আসুন আমরা প্রভু কর্তৃক প্রদত্ত অনন্তজীবন ও পুনরুত্থানের প্রত্যাশা সহকারে জীবিত থাকি (যোহন ১১:১৫-৪৬) 17. যীশু খ্রীষ্ট যিনি মৃত্যুর সমস্যার সমাধান করেছেন (যোহন ১২:২০-৩৩)
যীশু খ্রীষ্টের মাধ্যমে প্রকাশিত ঈশ্বরের প্রেম।
লেখা আছে, “ঈশ্বরকে কেহ কখনও দেখে নাই; একজাত পুত্র, যিনি পিতার ক্রোড়ে থাকেন, তিনিই [তাঁহাকে] প্রকাশ করিয়াছেন” (যোহন ১:১৮)। যীশু আমাদের কাছে ঈশ্বরের প্রেম কত নিখুঁতভাবে প্রকাশ করেছেন! যীশু আমাদেরকে কত নিখুঁতভাবে পরিত্রাণ করেছেন! জল ও আত্মার সুসমাচার পরিত্রাণের কেমন নিখুঁত সত্য! আমরা যীশুতে বিশ্বাস দ্বারাই পরিত্রাণ লাভ করেছি, যিনি জল ও রক্ত দ্বারা এসেছিলেন (১ যোহন ৫:৬)। আমি আশা করি যে, আপনারা সবাই যীশু খ্রীষ্টেতে বিশ্বাস করেন, যিনি ঈশ্বরের প্রেম প্রকাশ করেছেন; আপনারা আপনাদের অন্তঃকরণে তাঁর প্রেমে বিশ্বাস রাখুন এবং তাঁর প্রেম ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিদিন বাঁচুন। আমি আশা করি আপনারা জল ও আত্মার সুসমাচারের মাধ্যমে ঈশ্বরের সাক্ষাৎ লাভ করে পাপ ক্ষমা লাভের আশীর্ব্বাদ অর্জন করবেন।
למרות שמגיפת קוביד-19 הסתיימה, עדיין קיימים קשיים בשליחת או קבלת הספרים המודפסים שלנו בדואר עקב מצבים בינלאומיים קשים שונים. כשהמצב הבינלאומי ישתפר והדיוור יתנרמל, נמשיך לשלוח ספרים מודפסים.