Search

ספרים אלקטרוניים וספרי אודיו חינמיים

הבשורה על פי מרקוס

בנגלית 41

মার্কের সুসমাচারের উপর ধর্ম্মোপদেশ (I) - কোন বিষয়টিকে বিশ্বাস ও প্রচার করবার জন্য আমাদের চেষ্টা করা উচিত?

Rev. Paul C. Jong | ISBN 9788928261062 | עמודים 353

חינם הורד ספרים אלקטרוניים וספרי שמע

בחר את תבנית הקובץ המועדפת עליך והורד בבטחה למכשיר הנייד, המחשב או הטאבלט שלך כדי לקרוא ולהאזין לאוספי הדרשות בכל זמן ומקום. כל הספרים האלקטרוניים וספרי השמע ניתנים לחלוטין בחינם.

🔻ניתן להאזין לספר השמע באמצעות הנגן שלמטה.
היה בעלים של ספר בכריכה רכה
קנה ספר בכריכה רכה באמזון
সূচিপত্র
 
ভূমিকা 
1. আপনারা কি যোহন বাপ্তাইজকের পরিচর্যা জানেন? (মার্ক ১:১-১১) 
2. যারা সাধারণ মানুষদের তুলনায় ভিন্ন একটি জীবনযাপন করে (মার্ক ১:১-১১) 
3. আসুন আমরা মাংসিক ভাবনা ফেলে দিই এবং ঈশ্বরের বাক্য যেভাবে আমাদের চালনা দেয় সেইরূপ বিশ্বাস করি (মার্ক ২:২৩-৩:৬) 
4. যীশু যিনি জগতের সকল পাপ মুছে দিতে পারেন (মার্ক ২:১-১২) 
5. জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করবার দ্বারা আপনার অন্তরের পাপের সমাধান করুন (মার্ক ২:১-১২) 
6. ঈশ্বরে নির্ভর করবার দ্বারা আপনাদের বিশ্বাস যাপন করুন (মার্ক ২:১৩-২২) 
7. প্রকৃত সুসমাচারে বিশ্বাস করতে অস্বীকৃত হওয়ার দ্বারা পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা করবেন না (মার্ক ৩:৭-৩০) 
8. কোন্ ধরনের অন্তর উত্তম ভূমি? (মার্ক ৪:১০-২০) 
9. আপনার অন্তরটি কি পথের পার্শ্বের ভূমির ন্যায়? (মার্ক ৪:১-৯) 
10. জল ও আত্মার সুসমাচারের দ্বারা ঈশ্বরের রাজ্য পরিপূর্ণ হয়েছে (মার্ক ৪:২১-৩২) 
11. আসুন আমরা অন্তিম দিন পর্যন্ত আমাদের বিশ্বাস যাপন করি (মার্ক ৪:৩৫-৪১) 
12. আপন কামনার কারণে বিনষ্ট হওয়ার অভিশাপে অভিশপ্ত একজন হতভাগ্য মানুষ পরিত্রাণ পায় (মার্ক ৫:১-২০) 
13. যারা কেবলমাত্র প্রভুতে বিশ্বাস করে (মার্ক ৫:২৫-৪৩) 
14. কুমারী মরিয়মের পূজা করবেন না (মার্ক ৬:১-৬) 
15. ঈশ্বর আমাদের পর্যাপ্তভাবে পরিত্রাণ করেছেন (মার্ক ৬:৩৪-৪৪) 
 
মার্কের সুসমাচার সাক্ষ্য দেয় যে যীশু খ্রীষ্ট ঈশ্বরের পুত্র ও স্বয়ং ঈশ্বর৷ এবং এই সুসমাচার এই সাক্ষ্যও দেয় যে তিনি আমাদের ত্রাণকর্তা৷ কাজেই আমরা দেখতে পাই যে মার্কের সুসমাচারের লেখক জোরের সাথে যীশুর সাক্ষ্য বহন করে, নিশ্চিত করছেন যে তিনিই ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা৷ সেই কারণেই আমি মার্কের সুসমাচারে যে যীশু খ্রীষ্ট প্রকাশিত হয়েছিলেন, জল ও আত্মার সুসমাচারের উপর ভিত্তি করে আমি যত অধিক সম্ভব তাঁর সাক্ষ্য বহন করতে চাই৷ যেটি সুস্পষ্ট সেটি হলো খ্রীষ্টীয় বিশ্বাসের মূল কথাটি জল ও আত্মার সুসমাচারে পাওয়া যায়৷ যীশু নীকদীমকে বলেছিলেন, “সত্য, সত্য, আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না” (যোহন ৩:৫)৷ 
তাহলে জল ও আত্মার সুসমাচারের সত্য কোথায় প্রকাশিত হয়েছে? যীশুর ও যোহন বাপ্তাইজকের পরিচর্যা কার্যের মধ্যে সবিস্তারে পরিত্রাণের এই সত্যের প্রকাশ ঘটেছে, যা হলো জল ও আত্মার সুসমাচারের সারবস্তু৷
জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস অন্য মানুষের আত্মায় খুব শক্তিশালী একটি প্রভাব বিস্তার করে৷ এই সুসমাচারে বিশ্বাস প্রতিটি বিশ্বাসীকে পবিত্র ঈশ্বরের সাক্ষাতে, পবিত্র আত্মার পরিচালনার অধীনে আসতে এবং যীশু খ্রীষ্টের সাথে একটি ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে সমর্থ করে৷ এই ধরনের বিশ্বাস আমাদেরকে “আত্মিক যাজকত্ব” প্রাপ্ত করবার সুযোগ দেয়৷ আমাদের অবশ্যই জল ও আত্মার সুসমাচারের প্রত্যাদেশ ও আমাদের বিশ্বাস অনুসারে প্রচার করতে হবে যে যীশু খ্রীষ্ট আমাদের ত্রাণকর্তা৷ কাজেই আমরা চাই না যে জল ও আত্মার সুসমাচার কেবলমাত্র আমাদের সম্পত্তি হয়ে রয়ে যাক৷ জল ও আত্মার এই সুসমাচার হলো সেই সুসমাচার যা জগতের সর্বস্থানের প্রত্যেকটি মানুষকে বলা উচিত৷ 
עוד
ספר מודפס בחינם
הוסף ספרים לעגלה.
The New Life Mission

השתתף בסקר שלנו

איך שמעת עלינו?