Search

Pertanyaan dan Jawaban atas Iman Kristen

Pokok 3 : Kitab Wahyu

3-12. “বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না; (প্রকাশিত বাক্য ৭:৯)” এই অসংখ্য লোক বলতে কি রূপান্তরিত সাধুগণকে বোঝানো হয়েছে?

হ্যাঁ, সেটাই ঠিক৷ প্রকাশিত বাক্য ৭:৯ পদে বলা হয়েছে, “ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখ, প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না; তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষশাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে; তাহারা শুক্লবস্ত্র পরিহিত, ও তাহাদের হস্তে খর্জ্জুর পত্র;” আমরা দেখতে পাচ্ছি যে, জল ও আত্মার সুসমাচারে বিশ্বাসের দ্বারা পরজাতীয়দের মধ্যে অনেক লোক খ্রীষ্টারীর সাথে যুদ্ধে জয়ী এবং সাক্ষ্যমর হবে এবং প্রথম পুনরুত্থান ও রূপান্তরের ভাগী হবে৷
যদিও এই শেষ সময়ে অদম্য গতিতে খ্রীষ্টারী ধাবিত হবে, তবুও আমরা দেখতে পাব যে, তখন আরো বেশী মানুষ পাওয়া যাবে যারা জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করে৷ তাই, পরজাতীয়দের মধ্যেও অনেক লোক উঠবে, এত লোক গণনা করা যাবে না, যারা জল ও আত্মার সুসমাচারে বিশ্বাসের মাধ্যমে সেই বিশ্বাসে সাক্ষ্যমরের মৃত্যুকেও আলিঙ্গন করবে৷
প্রকাশিত বাক্য ৭:১৪ পদ বলে, “ইহারা সেই লোক, যাহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে, এবং মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে, ও শুক্লবর্ণ করিয়াছে।” পৃথিবীতে যখন মহাক্লেশ উপস্থিত হয়েছিল এই লোকেরা তখন ঈশ্বরের মন্ডলীতে প্রচারিত জল ও আত্মার সুসমাচারে বিশ্বাসের মাধ্যমে পাপ থেকে পরিত্রাণ পেয়েছিল৷ এই জন্য তারা সাক্ষ্যমর হয়েছিল, কারণ তারা খ্রীষ্টারীর আরাধনা করে নি, বা পশুর ছাব ডান হাতে বা কপালে গ্রহণ করে নি, এই জন্য তারা সাধুগণের পুনরুত্থানে ও রূপান্তরে যোগ দিতে পেরেছিল৷ এই কারণে তারা সিংহাসনের এবং মেষশাবকের সম্মুখে দাঁড়িয়ে প্রশংসা করতে পারে, “পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন, এবং মেষশাবকের দান।“ 
সুতরাং ঈশ্বর কেবল যিহুদীদের ঈশ্বর নন, তিনি পরজাতীয়দেরও ঈশ্বর৷ তাই তিনি নিশ্চিত করবেন যা, শেষকালের মহাক্লেশের সময়ে পরজাতীয়গণের থেকে অসংখ্য মানুষ, উপজাতি এবং ভাষাভাষীকে গৌরব প্রদান করবেন, যারা জল ও আত্মার সুসমাচারে বিশ্বাসের মাধ্যমে পাপের ক্ষমা পেয়েছে এবং সাক্ষ্যমর হয়েছে৷