Rev. Paul C. Jong
সূচীপএ
মুখবন্ধ
1. আপনার মাংসিক চিন্তাগুলো ছুড়ে ফেলে দিন (যোহন ২:১-১১)
2. যীশু জগতের পাপভার তুলে নিয়েছেন (যোহন ১:২৯)
3. উৎকৃষ্ট জীবন এবং উৎকৃষ্ট আনন্দ (যোহন ২:১-১১)
4. ঈশ্বর কেন তাঁর পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন? (যোহন ৩:১৬-২১)
5. যীশু, যিনি সেই জল দিয়েছিলেন, যা অনন্তকাল উথলে উঠে (যোহন ৪:১-২৬, ৩৯-৪২)
6. আরও অনেক লোক যীশুর নিজের বাক্য প্রযুক্ত বিশ্বাস করল (যোহন ৪:২৭-৪২)
7. পাপ থেকে আমাদের পরিত্রাণের প্রমাণ (যোহন ৫:৩০-৩৮)
8. জীবন খাদ্য গ্রহণ করুন (যোহন ৬:১-১৩)
9. সেই খাদ্যের জন্য শ্রম করুন, যা নষ্ট হয় না (যোহন ৬:২৬-৩৯)
10. যীশু, যিনি স্বর্গ থেকে নেমে আশা খাদ্য, তাঁর মাংস ও রক্ত খাওয়াই হল প্রকৃত বিশ্বাস (যোহন ৬:৫২-৫৯)
11. আপনি কি যীশুর মাংস ও রক্ত দ্বারা নিষ্পাপ হয়েছেন? (যোহন ৬:৬০-৬৯)
12. অনন্ত জীবনের বাক্যঃ যীশুর মাংস ও রক্ত (যোহন ৬:৬০-৭১)
13. যীশু, যিনি দৃঢ়প্রতিজ্ঞ হৃদয় নিয়ে কার্য্য করেছিলেন (যোহন ৭:১-৩৬)
14. আমাদের অবশ্যই জানতে ও বিশ্বাস করতে হবে যে যীশু হলেন ঈশ্বরের পুত্র এবং স্বয়ং ঈশ্বর (যোহন ৭:২৮-৫৩)
15. আমাদেরকে দত্ত প্রভুর শাশ্বত প্রায়শ্চিত্ত (যোহন ৮:১-১২)
16. যীশু-কথিত সমস্ত বাক্যই সত্য (যোহন ৮:১৩-১৯)
17. যে কেহ ঈশ্বরের, সে ঈশ্বরের কথা সকল শুনে (যোহন ৮:২৫-৪৭)
যীশু খ্রীষ্টের মাধ্যমে প্রকাশিত ঈশ্বরের প্রেম।
লেখা আছে, “ঈশ্বরকে কেহ কখনও দেখে নাই; একজাত পুত্র, যিনি পিতার ক্রোড়ে থাকেন, তিনিই [তাঁহাকে] প্রকাশ করিয়াছেন” (যোহন ১:১৮)।
যীশু আমাদের কাছে ঈশ্বরের প্রেম কত নিখুঁতভাবে প্রকাশ করেছেন! যীশু আমাদেরকে কত নিখুঁতভাবে পরিত্রাণ করেছেন! জল ও আত্মার সুসমাচার পরিত্রাণের কেমন নিখুঁত সত্য! আমরা যীশুতে বিশ্বাস দ্বারাই পরিত্রাণ লাভ করেছি, যিনি জল ও রক্ত দ্বারা এসেছিলেন (১ যোহন ৫:৬)।
আমি আশা করি যে, আপনারা সবাই যীশু খ্রীষ্টেতে বিশ্বাস করেন, যিনি ঈশ্বরের প্রেম প্রকাশ করেছেন; আপনারা আপনাদের অন্তঃকরণে তাঁর প্রেমে বিশ্বাস রাখুন এবং তাঁর প্রেম ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিদিন বাঁচুন। আমি আশা করি আপনারা জল ও আত্মার সুসমাচারের মাধ্যমে ঈশ্বরের সাক্ষাৎ লাভ করে পাপ ক্ষমা লাভের আশীর্ব্বাদ অর্জন করবেন।