Search

مفت ای بُکس اور مفت آڈیو بُکس

یوحنا دی انجیل

بنگالی 36

যোহনের সুসমাচারের উপর ধর্ম্মোপদেশ (Ⅳ) - আপনি কি জল ও আত্মার সুসমাচারের মাধ্যমে যীশুর দেখা পেয়েছেন?

Rev. Paul C. Jong | ISBN 9788928241439 | ورقے 344

ڈاؤن لوڈ کرو مفت ای-کتاباں تے آڈیو کتاباں

اپنی پسندیدہ فائل فارمیٹ چنو تے اپنے موبائل ڈیوائس، پی سی یا ٹیبلٹ تے محفوظ طریقے نال ڈاؤن لوڈ کرو تاں جو تسیں کدے وی، کتھے وی وعظاں دا مجموعہ پڑھ تے سن سکو۔ ساریاں ای-کتاباں تے آڈیو کتاباں بلکل مفت نیں۔

🔻تسیں تھلے دتے گئے پلیئر راہیں آڈیو کتاب سن سکدے او۔
پرنٹڈ کتاب دے مالک بنو
ایمیزون تے پرنٹڈ کتاب خریدو
সূচীপএ
 
মুখবন্ধ 
1. আপনার মাংসিক চিন্তাগুলো ছুড়ে ফেলে দিন (যোহন ২:১-১১) 
2. যীশু জগতের পাপভার তুলে নিয়েছেন (যোহন ১:২৯) 
3. উৎকৃষ্ট জীবন এবং উৎকৃষ্ট আনন্দ (যোহন ২:১-১১) 
4. ঈশ্বর কেন তাঁর পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন? (যোহন ৩:১৬-২১) 
5. যীশু, যিনি সেই জল দিয়েছিলেন, যা অনন্তকাল উথলে উঠে (যোহন ৪:১-২৬, ৩৯-৪২) 
6. আরও অনেক লোক যীশুর নিজের বাক্য প্রযুক্ত বিশ্বাস করল (যোহন ৪:২৭-৪২) 
7. পাপ থেকে আমাদের পরিত্রাণের প্রমাণ (যোহন ৫:৩০-৩৮) 
8. জীবন খাদ্য গ্রহণ করুন (যোহন ৬:১-১৩) 
9. সেই খাদ্যের জন্য শ্রম করুন, যা নষ্ট হয় না (যোহন ৬:২৬-৩৯) 
10. যীশু, যিনি স্বর্গ থেকে নেমে আশা খাদ্য, তাঁর মাংস ও রক্ত খাওয়াই হল প্রকৃত বিশ্বাস (যোহন ৬:৫২-৫৯) 
11. আপনি কি যীশুর মাংস ও রক্ত দ্বারা নিষ্পাপ হয়েছেন? (যোহন ৬:৬০-৬৯) 
12. অনন্ত জীবনের বাক্যঃ যীশুর মাংস ও রক্ত (যোহন ৬:৬০-৭১) 
13. যীশু, যিনি দৃঢ়প্রতিজ্ঞ হৃদয় নিয়ে কার্য্য করেছিলেন (যোহন ৭:১-৩৬) 
14. আমাদের অবশ্যই জানতে ও বিশ্বাস করতে হবে যে যীশু হলেন ঈশ্বরের পুত্র এবং স্বয়ং ঈশ্বর (যোহন ৭:২৮-৫৩) 
15. আমাদেরকে দত্ত প্রভুর শাশ্বত প্রায়শ্চিত্ত (যোহন ৮:১-১২) 
16. যীশু-কথিত সমস্ত বাক্যই সত্য (যোহন ৮:১৩-১৯) 
17. যে কেহ ঈশ্বরের, সে ঈশ্বরের কথা সকল শুনে (যোহন ৮:২৫-৪৭) 
 
যীশু খ্রীষ্টের মাধ্যমে প্রকাশিত ঈশ্বরের প্রেম।

লেখা আছে, “ঈশ্বরকে কেহ কখনও দেখে নাই; একজাত পুত্র, যিনি পিতার ক্রোড়ে থাকেন, তিনিই [তাঁহাকে] প্রকাশ করিয়াছেন” (যোহন ১:১৮)।
যীশু আমাদের কাছে ঈশ্বরের প্রেম কত নিখুঁতভাবে প্রকাশ করেছেন! যীশু আমাদেরকে কত নিখুঁতভাবে পরিত্রাণ করেছেন! জল ও আত্মার সুসমাচার পরিত্রাণের কেমন নিখুঁত সত্য! আমরা যীশুতে বিশ্বাস দ্বারাই পরিত্রাণ লাভ করেছি, যিনি জল ও রক্ত দ্বারা এসেছিলেন (১ যোহন ৫:৬)।
আমি আশা করি যে, আপনারা সবাই যীশু খ্রীষ্টেতে বিশ্বাস করেন, যিনি ঈশ্বরের প্রেম প্রকাশ করেছেন; আপনারা আপনাদের অন্তঃকরণে তাঁর প্রেমে বিশ্বাস রাখুন এবং তাঁর প্রেম ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিদিন বাঁচুন। আমি আশা করি আপনারা জল ও আত্মার সুসমাচারের মাধ্যমে ঈশ্বরের সাক্ষাৎ লাভ করে পাপ ক্ষমা লাভের আশীর্ব্বাদ অর্জন করবেন।
ھور
The New Life Mission

ساڈے سروے وچ حصہ پاؤ

تہانوں ساڈے بارے کنج پتہ چلیا؟