Search

Recenzje Książek

Osoby, które przeczytały nasze książki, przesłały następujące recenzje. Mamy nadzieję, że poprzez te recenzje, wszyscy podzielicie się między sobą łaską Bożą, która umożliwiła nam powtórne narodziny z wody i Ducha. Twój post będzie widoczny dopiero po jego zatwierdzeniu.

Opublikuj wiadomość
Suma 6
  • Nr 1

    আপনি কি সত্যই জল ও আত্মা হতে নূতন জন্ম প্রাপ্ত?

    The New Life Mission · Book Review On Bengali 1 By Santanu - India কিভাবে আমরা পরিত্রাণ লাভ করি? কেবলমাত্র ক্রুশীয় রক্তে বিশ্বাস করেই কি আমরা পরিত্রাণ পাই? যীশুকে কেন বাপ্তিস্ম গ্রহণ করতে হয়েছিল? আমাদের পরিত্রাণের সাথে তাঁর বাপ্তিস্মের কোনো সম্পর্ক রয়েছে কি? অধিকাংশ খ্রীষ্টবিশ্বাসী যা বিশ্বাস করে থাকে, তাদের বিশ্বাস অনুযায়ী যীশু কি তাঁর নম্রতা প্রদর্শন করবার জন্যই বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন?মাঝে মাঝে এই প্রশ্নগুলি আমাদের মাথায় ভিড় করে| এর উত্তর জানবার ও রহস্য উদঘাটন করবার জন্য আমাদের সত্য জানতেই হবে| “আপনি কি সত্যই জল ও আত্মা হতে নুতন জন্ম লাভ করেছেন?” এই বইটি উপরে উল্লিখিত প্রশ্নগুলির ব্যাপারে আপনাকে প্রকৃত অন্তর্দৃষ্টি প্রদান করবে|আপনি যদি যোহন সুসমাচার ৩ অধ্যায় পাঠ করেন, তাহলে সেখানে যীশুর সাথে নিকদীম-এর কথোপকথন দেখতে পাবেন| যীশু তাকে বলেছিলেন, “সত্য সত্য, আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল ও আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না”| “জল” এই শব্দটির তাত্পর্য কী? যীশুর বাপ্তিস্ম| অতএব, আমরা দেখতে পাই যে যীশুর বাপ্তিস্ম ব্যতীত আমাদের পরিত্রাণ অসম্পূর্ণ|ভুলে যাবেন না, ঈশ্বর আদম ও হবাকে পাপহীনরূপে সৃষ্টি করেছিলেন৷ পরবর্তীতে তারা দিয়াবলের চাতুরীর দ্বারা ভ্রষ্ট্র হয়েছিল| এইভাবে সমগ্র মানবকুল পাপপূর্ণ হয়ে গিয়েছিল| কিন্তু পাপীরা স্বর্গে প্রবেশ করতে পারে না| তাহলে কিভাবে আমরা পুনরায় পাপহীন হতে পারি? এই বইটি সেই রহস্যের উন্মোচন করবে| আমার পরামর্শ হলো এই বইটি পাঠ করা ও নতুন বিশ্বাসকে আবিস্কার করা|Santanu Bhattacharyya, India

    • Santanu Bhattacharyya
    • India
    • 06/08/202213