Search

Kazania

বিষয় ৯: রোমীয় পুস্তক (রোমীয় পুস্তকের ভাষ্য)

[8-8] পবিত্র আত্মা ধার্মিকদের সাহায্য করেন (রোমীয় ৮:২৬-২৮)

< রোমীয় ৮:২৬-২৮ >
 “আর সেইরূপে আত্মাও আমাদের দুর্ব্বলতায় সাহায্য করেন; কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয়, তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আর্ত্তস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন, তিনি জানেন, আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেনআর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাঁহার সঙ্কল্প অনুসারে আহূত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য্য করিতেছে।”
 
 
 যারা ঈশ্বরের ধার্মিকতায় বিশ্বাস করে, পবিত্র আত্মা তাদের অন্তরে বাস করেন। পবিত্র আত্মা তাদের প্রার্থনায় উদ্ভুদ্ধ করেন এবং তাদের প্রার্থনায় সাহায্য করেন। তিনি অবক্তব্য আর্ত্তস্বর দ্বারা তাদের জন্য মধ্যস্থতা করেন। অর্থাৎ পবিত্র আত্মা ঈশ্বরের ইচ্ছানুযায়ী প্রার্থনা করতে তাদের সাহায্য করেন। এই জন্য যারা ঈশ্বরের ধার্মিকতায় বিশ্বাস করে, তাদেরকে ঈশ্বরের সন্তান বলা হয়। প্রভু প্রতিজ্ঞা করেছেন যে, যুগান্ত পর্যন্ত তিনি তাদের সাথে সাথে থাকবেন। 
 ধার্মিকদের অন্তরে পবিত্র আত্মা বাস করেন, ঈশ্বরের ইচ্ছানুযায়ী তিনি তাদের পক্ষে অনুরোধ করেন। আপনার কি ধারনা, কি ভাবে আপনি পবিত্র আত্মা পেতে পারেন? প্রার্থনার মাধ্যমে? আপনি কি মনে করেন সমস্ত পাপ নিয়েই আপনি পবিত্র আত্মা লাভ করবেন? যারা ঈশ্বরের ধার্মিকতায় বিশ্বাস করে, কেবল মাত্র তাদের অন্তরেই পবিত্র আত্মা বাস করেন। 
যে সব খ্রীষ্টিয়ানেরা ঈশ্বরের ইচ্ছানুযায়ী প্রার্থনা করতে চায়, তারা পবিত্র আত্মার সাহায্য পায়। কিভাবে প্রার্থনা করতে হয়, কি উদ্দেশে প্রার্থনা করতে হয়, তা তারা শিখতে ও বুঝতে পারে। ঈশ্বরের ধার্মিকতায় বিশ্বাস করে আপনি যদি পবিত্র আত্মা লাভ করে থাকেন, তবে পবিত্র আত্মাই আপনাকে চালনা দেবে এবং আপনার পক্ষে অনুরোধ করবেন।
 
 

সবকিছু মঙ্গলের জন্য একসঙ্গে কাজ করছে

 
 “আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, এবং যাহারা তাঁহার সঙ্কল্প অনুসারে আহূত, তাহাদের পক্ষে মঙ্গলার্থে একসঙ্গে কাৰ্য্য করিতেছে” (রোমীয় ৮:২৮)। 
 ঈশ্বর বিশ্বাসীদের পক্ষে থেকে, যারা ঈশ্বরকে ভালবাসে, সবকিছু তাদের মঙ্গলার্থে ঘটতে দেন। নূতন জন্ম প্রাপ্ত বিশ্বাসীদের ঈশ্বর ভালবাসেন। আমাদের নিজেদের কারণেই কখনো কখনো তিনি আমাদের বিপক্ষকে আমাদের বিরুদ্ধে কাজ করতে দেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে, তাদের পাপের জন্য তারা শাস্তি পাচ্ছে। এইভাবে একে একে সব শক্রই চিরকালের জন্য শাস্তি পাবে, কারণ বিশ্বাসীদের মঙ্গলের জন্য ঈশ্বর সবকিছু ঘটতে দেন।
The New Life Mission

Weź udział w naszej ankiecie

Skąd się o nas dowiedziałeś?