Search

Często Zadawane Pytania na temat Wiary Chrześcijańskiej

Temat 1: Ponowne narodziny z wody i Ducha

1-25. আপনি কি আমাকে জল ও পবিত্র আত্মার সুসমাচার সম্পর্কে একটি ব্যাখ্যা দিতে পারবেন?

যদি আমরা বাইরে কোথাও একটি ছুঁচ হারিয়ে ফেলতাম, তাহলে সম্ভবত আমরা যেখানে হারিয়েছি সেই এলাকায় খুঁজতাম। কিন্তু এটিকে আপনার বাড়ির ভিতরে খুঁজে বের করার চেষ্টা করা শুধুমাত্র এই কারণে যে এটি উজ্জ্বল বলে সম্পূর্ণরূপে অযৌক্তিক মনে হয়। আজকের গির্জাগুলোতে আমি এমন কিছু অযৌক্তিক মানুষ দেখতে পাই। যখন তারা বিশ্বাসীদের জলে বাপ্তিস্ম নিয়ে অন্তহীন বাইবেলীয় বিতর্কে সহজেই জড়িয়ে পড়ে, তখন তারা নিজেদেরকে কখনোই এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি জিজ্ঞাসা করে না, “কেন যীশু যোহন বাপ্তিস্মদাতার কাছ থেকে বাপ্তিস্ম নিয়েছিলেন?” এই ধরনের প্রবণতার কারণে, আজকের খ্রিস্টান সম্প্রদায়ে অনেক সম্প্রদায় ও গোষ্ঠীর উদ্ভব হয়েছে।
এই অবিরাম বিতর্কগুলোর অবসান ঘটাতে, আমাদের এই বিশৃঙ্খল গ্রাম থেকে বেরিয়ে আসতে হবে এবং যেখানে আমাদের সূঁচ হারিয়েছি সেই জায়গায় ফিরে যেতে হবে। যদি আমরা সত্যিকারভাবে সত্য খুঁজতে চাই, তাহলে আমাদের গতানুগতিক ধারণা থেকে মুক্ত হতে হবে, কারণ ধর্মের গ্রামে আমরা এটি খুঁজে পাব না। প্রেরিতরা কেন যীশু খ্রীষ্টের বাপ্তিস্মের উপর এত জোর দিয়েছিলেন? 
যীশু বলেছিলেন, “আমি তোমাদের সত্যি বলছি, যদি কেউ জল ও আত্মা থেকে জন্ম না নেয়, তা হলে সে সদাপ্রভুর(God) রাজ্যে প্রবেশ করতে পারবে না” (যোহন ৩:৫)। বাইবেল আমাদের বলে যে যীশু আমাদের সমস্ত পাপ থেকে উদ্ধার করার জন্য জল ও রক্তের মাধ্যমে এসেছিলেন (১ যোহন ৫:৬)। রক্তের অর্থ হল তাঁর ক্রুশের মৃত্যু। তাহলে, ‘জল’ বলতে আপনি কী বোঝাতে চাইছেন? যোহন বাপ্তিস্মদাতা কেন যীশুকে বাপ্তিস্ম দিয়েছিলেন? যীশু কেন তাঁর বাপ্তিস্মের ঠিক আগে ঘোষণা করেছিলেন, “এখন এটাই হতে অনুমতি দাও, কারণ এভাবেই আমাদের সমস্ত ধার্মিকতা পূর্ণ করা যথাযথ” (মথি ৩:১৫)? 
আমি আন্তরিকভাবে আশা করি আপনি জল ও পবিত্র আত্মার সুসমাচার, বিশেষ করে যীশুর বাপ্তিস্ম বুঝতে ও বিশ্বাস করতে পারবেন। এখানে জল ও পবিত্র আত্মার সুসমাচার সম্পর্কে কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা রয়েছে যা তিনি তাঁর শিষ্যদের দিয়েছিলেন। প্রেরিতরা সুসমাচার প্রচার করার সময় যীশুর বাপ্তিস্মের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছিলেন। প্রেরিত পল বলেছিলেন, “কারণ আমি যা গ্রহণ করেছি তার মধ্যে প্রথম যে বিষয়টি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি তা হল: শাস্ত্র অনুযায়ী খ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন, এবং তাঁকে কবর দেওয়া হয়েছিল, আর শাস্ত্র অনুযায়ী তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছিলেন” (১ করিন্থীয় ১৫:৩-৪)।
“শাস্ত্র অনুযায়ী খ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন” এর অর্থ কী? এর অর্থ হল পুরাতন নিয়মে সদাপ্রভু প্রদত্ত পদ্ধতি অনুসারে তাঁর মৃত্যু আমাদের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করেছে। তিনি পুরাতন নিয়মের প্রকাশ ও চুক্তি অনুযায়ী আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন। ইব্রীয় ১০:১ বলে, “মোশির ব্যবস্থা আগামী মঙ্গলের ছায়ামাত্র।” আসুন আমরা লেবীয় পুন্তক ১:৩-৫ এ বর্ণিত প্রতীকী বলিদান দেখি। একজন পাপীকে তার পাপের প্রায়শ্চিত্তের জন্য হোমবলির তিনটি শর্ত পূরণ করতে হত।
১) তিনি নিখুঁত নৈবেদ্য নিয়ে আসেন (লেবীয় পুন্তক ১:৩)।
২) তাঁকে বলির মাথায় হাত রাখতে হয়েছিল (লেবীয় পুন্তক ১:৪)। এখানে, আমাদের সদাপ্রভু(God) বিধি স্পষ্ট করা উচিত: বলির মাথায় হাত রাখা ছিল তার পাপ বলির উপর স্থানান্তর করার জন্য সদাপ্রভু(God) বিধি।
৩) তাঁকে তার পাপের প্রায়শ্চিত্তের জন্য বলিকে বধ করতে হত (লেবীয় পুন্তক ১:৫)।
প্রায়শ্চিত্তের দিনে, হারুন একটি জীবন্ত ছাগলের মাথায় তার দুই হাত রেখে, ইস্রায়েলের সন্তানদের সমস্ত অপরাধ ও পাপাচার, তাদের সকল পাপ ও দোষ স্বীকার করে, সেগুলি ছাগলের মাথায় স্থানান্তর করেছিলেন (লেবীয় ১৬:২১)। সেই সময়ে, হারুন ছিলেন ইস্রায়েলের প্রতিনিধি। তিনি একাই ছাগলের মাথায় হাত রেখেছিলেন, কিন্তু ইস্রায়েলের লোকদের (প্রায় ২-৩ মিলিয়ন) সারা বছরের পাপ তার উপর স্থানান্তরিত হয়েছিল। পুরাতন নিয়মের বলিদান হল আগামী মঙ্গলের ছায়া। যীশু শাস্ত্র অনুযায়ী আমাদের পবিত্র করার জন্য সদাপ্রভু(God)র ইচ্ছায় নিজেকে উৎসর্গ করেছিলেন। 
প্রথমত, যীশু সদাপ্রভু(God)রর নিষ্কলঙ্ক মেষশাবক হওয়ার জন্য মানবদেহে এসেছিলেন। তিনি সদাপ্রভু(God)র একমাত্র জাত পুত্র এবং “তাঁর ব্যক্তিত্বের সম্পূর্ণ প্রতিরূপ” (ইব্রীয় ১:৩)। তাই, তিনি সমস্ত মানবজাতির পাপার্থক বলি হিসেবে উপযুক্ত।
দ্বিতীয়ত, যোহন বাপ্তিস্মদাতা যর্দন নদীতে যীশুকে বাপ্তিস্ম দিয়েছিলেন। বাপ্তিস্ম “হাত রাখার” রূপে দেওয়া হয়, এবং যোহন বাপ্তিস্মদাতা হারুনের বংশধর এবং সমস্ত মানবজাতির প্রতিনিধি। যখন যোহন যীশু খ্রীষ্টের মাথায় হাত রাখলেন, সদাপ্রভু(God) যে বিধি স্থাপন করেছিলেন সেই অনুযায়ী জগতের সমস্ত পাপ তাঁর উপর স্থানান্তরিত হয়েছিল। যীশু যোহনকে বললেন, “এখন এটাই হতে অনুমতি দাও, কারণ এভাবেই আমাদের সমস্ত ধার্মিকতা পূর্ণ করা যথাযথ,” এবং তারপর যোহন তাঁকে বাপ্তিস্ম দিলেন। আমাদের সমস্ত পাপ অবশেষে তাঁর উপর স্থানান্তরিত হয়েছিল। পরের দিনই যোহন ঘোষণা করলেন, “দেখো! সদাপ্রভুর(God) মেষশাবক যিনি জগতের পাপ বহন করে নিয়ে যান” (যোহন ১:২৯)।
তৃতীয়ত, যীশু আমাদের সমস্ত পাপ মুছে ফেলার জন্য ক্রুশে মৃত্যুবরণ করে বলেছিলেন, “সম্পন্ন হয়েছে!” (যোহন ১৯:৩০)। তিনি সদাপ্রভু(God)র সামনে আমাদের ধার্মিক করার জন্য মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন। মনে রাখবেন যে পাপ দূর করার জন্য প্রায়শ্চিত্তের বলি উৎসর্গ করা হয়েছিল। একজন পাপীকে বলিপশুকে বধ করার আগে তার মাথায় হাত রাখতে হত। যদি সে একটিও ভুলে যেত, অর্থাৎ বলির মাথায় হাত রাখা বাদ দিত, তাহলে সে বিধিহীন আচরণের কারণে পরিত্রাণ পেত না। যদি কোনো খ্রিস্টান তার বাপ্তিস্মের অর্থ সম্পর্কে একেবারেই না জানে, তাহলে সেই ব্যক্তির হৃদয়ে পাপ আছে, এবং কেবল তার নিজের বিশ্বাসের মাধ্যমে মুক্তি লাভ করতে পারবে না।
অধিকাংশ খ্রিস্টান তাঁর ধার্মিক কাজের কেবল অর্ধেক জানেন। প্রেরিত যোহন তাঁর প্রথম পত্রে সুসমাচারটি স্পষ্ট করেছেন: “এই সেই ব্যক্তি যিনি জল ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন - যীশু খ্রীষ্ট; শুধু জলের মধ্য দিয়ে নয়, কিন্তু জল ও রক্তের মধ্য দিয়ে। সাক্ষ্য দেন যিনি তিনি হলেন পবিত্র আত্মা, কারণ পবিত্র আত্মা সত্য” (১ যোহন ৫:৬)। বাইবেলে অনেক অংশ আছে যা আমাদের পরিত্রাণের জন্য তাঁর ধার্মিক কাজ সম্পূর্ণ করতে তাঁর বাপ্তিস্মের গুরুত্ব সমর্থন করে।

সমস্ত খ্রিস্টানকে জল ও পবিত্র আত্মার সুসমাচারে ফিরে আসতে হবে।