Search

Perguntas Frequentes sobre a Fé Cristã

Assunto 2: O Espírito Santo

2-5. এই সময় পবিত্র আত্মা কি করছেন?

এই সময় পরিস্কারভাবে পবিত্র আত্মা ভ্রান্তি থেকে ঈশ্বরের বাক্যের মাধ্যমে সত্য শিক্ষায় সুক্ষ্মদর্শী। তিনি জল ও আত্মার সুসমাচার প্রচার করেন, যা ঈশ্বর আমাদিগকে দিয়েছেন, আত্মাগণ যারা পাপে মন্দতায় বিশৃঙ্খল অবস্থার কারণে মৃত্যুকালে তাদেরকে রক্ষা করে।
আমাদের জ্ঞাত হওয়া উচিত যে, আজ সারা বিশ্বে খ্রীষ্টিয়ানদের মধ্যে অনেক ভাক্ত ভাববাদী কাজ করছে। যদিও তাদের অন্তরে পাপ আছে। তাদের মধ্যে এখনও ভ্রান্তি কাজ করছে ভ্রান্তি করছে, নানা ভাষা বলছে বিস্ময়কর ভ্রান্তি সম্পাদন করছে এবং দর্শন দেখেছে।এই যুগের বিশৃঙ্খল আত্মাগণের প্রতি, পবিত্র আত্মা “সহায়” পাপের সম্বন্ধে, ধার্মিকতাঁর সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে দোষী করেন (যোহন ১৬:৮)।
প্রথমেই সত্যের আত্মা পাপ সম্বন্ধে মানবজাতিকে দোষী করবেন। ঈশ্বরের দৃষ্টিতে পাপ জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করে না যা ঈশ্বর আমাদিকে দিয়েছেন। তিনি তাদেরকে দোষী করবেন যারা যোহন বাপ্তাইজকের দ্বারা যীশু অবগাহন এবং তাঁর ক্রুশীয় রক্তের সুন্দর সুসমাচার বিশ্বাস করে না, তাদেরকে সতর্ক করা যাচ্ছে যে তারা নরক যোগ্য পাপী।
তিনি ঈশ্বরের ধার্মিকতাঁর সাক্ষ্য বহন করছেন। এখানে ঈশ্বরের ধার্মিকতাঁর অর্থ এই যে, ঈশ্বর মানুষের আকৃতিতে যীশুকে এই জগতে পাঠালেন ও জগতের সমস্ত পাপ বহন করতে তাঁকে আদেশ করলেন। তিনি লোকদের সাহায্য করেন যারা জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস দ্বারা যীশুতে বিশ্বাস করে। পাপের ক্ষমা গ্রহণ করে। তিনি আরও সতর্ক করেন যে, ঈশ্বরের ইচ্ছা জানা সত্ত্বেও যারা সুসমাচারের সত্য মান্য করে না তাদের পাপের জন্য তারা বিচারিত হবে।
আদিতে যখন ঈশ্বর তাঁর বাক্যে জগত সৃষ্টি করলেন, পবিত্র আর তাঁর সঙ্গে কাজ করছিলেন এবং পরে মানুষের শূণ্য ও বিশৃঙ্খল অন্তরে সত্যের আলো প্রজ্জ্বলিত করে জল ও আত্মার সুসমাচার। আলোকিত করলেন (আদি ১:২-৩)। এইরূপে পবিত্র আত্মা এই যুগের বিশৃঙ্খল আত্মাগণকে ঈশ্বরের ধার্মিকতায় তাঁরদের পাপ থেকে উজ্জ্বল করেন, এবং তাদের পাপের জন্য দন্ড দেন।