Из-за COVID-19 и перебоев в работе международной почтовой службы мы временно приостановили нашу услугу «Бесплатные печатные книги».
В сложившейся ситуации мы сейчас не можем отправлять вам книги по почте. Молитесь, чтобы эта пандемия скоро закончилась и работа почтовой службы возобновилась.
ঈশ্বর পরিকল্পনাকারী। তিনি সত্যময়, তিনি সার্বভৌম। সেজন্য তিনি পৃথিবীতে তাঁর নিয়ম স্থাপন করেছেন। (১) পাপী মানুষকে পাপ থেকে উদ্ধারের জন্য তিনি নিয়ম ও আজ্ঞা দিয়েছেন। (২) দ্বিতীয় যে নিয়ম তিনি আমাদের দিয়েছেন তা বিশ্বাসের নিয়ম – যা পাপীকে উদ্ধার করে। এই নিয়ম দ্বারা যীশু খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে পাপী পরিত্রাণ লাভ করে (রোমীয় ৫:১, ২ পদ)। ঈশ্বর নিরূপিত বিধি পালনের উদ্দেশ্যেই প্রভু যীশু এই জগতে এসেছিলেন, বাপ্তিস্ম গ্রহন করেছিলেন, ক্রুশে রক্ত দিয়েছিলেন এবং পুনরুত্থিত হয়েছেন। জগতের সমস্ত পাপী মানুষকে পরিত্রাণ করার জন্য যীশু নিয়ম স্থাপন করলেন। যারা জল ও আত্মার পরিত্রাণে বিশ্বাস করে তাদের জন্য ঈশ্বর বিশ্বাসের নিয়ম স্থাপন করলেন। যে মানুষ পরিত্রাণ পেতে চায়, ঈশ্বরের সন্তান হতে চায় তাদের জন্য ঈশ্বর বিশ্বাসের নিয়ম স্থাপন করলেন। পরিত্রাণের এটাই একমাত্র পথ। যারা আত্মিক পরিত্রাণের সত্যে বিশ্বাস করে তাদের জন্য স্বর্গে যাবার অনুমতি প্রদান করেছেন।