Search

VITABU VILIVYOCHAPISHWA BURE,
VITABU NA VITABU VYA AUDIO

আপনার অন্তরে যদি বিভ্রান্তি ও শূন্যতা থেকে থাকে, তাহলে সত্যের জ্যোতির অন্বেষণ করুন (II)
  • ISBN9788928261383
  • Kurasa453

Bengali 68

আপনার অন্তরে যদি বিভ্রান্তি ও শূন্যতা থেকে থাকে, তাহলে সত্যের জ্যোতির অন্বেষণ করুন (II)

Rev. Paul C. Jong

সূচীপত্র
 
ভুমিকা 
1. প্রভুর প্রার্থনা অনুসারে যেভাবে প্রার্থনা করতে হয় (মথি ৬:৫-১৫) 
2. এখন কোন প্রকারের বিশ্বাসের দ্বারা আমরা পাপের ক্ষমা গ্রহণ করতে পারব? (লেবীয়পুস্তক ১:১-৯) 
3. ঈশ্বরের পুত্র যীশু, কীভাবে আমাদেরকে এই জগতের পাপসমূহ হতে পরিত্রাণ করেছেন? (রোমীয় ৩:২৫-৩১) 
4. ঈশ্বরের ইচ্ছানুসারে পরিত্রাণ সাধিত হয় (মথি ১১:২৫-৩০) 
5. প্রভু কি সত্যই আমাদের পাপের মোচন ও পুনরুত্থান প্রদান করেছেন? (যোহন ১১:১-৪২) 
6. যিনি বাক্যরূপী ঈশ্বর, তাঁকে গ্রহণ করুন (যোহন ১:১-১৮) 
7. প্রভু চান আমরা অরিমাথিয়ার যোষেফর ন্যায় বিশ্বাসের মানুষ হয়ে উঠি (লুক ২৩:৫০-৫৬) 
8. প্রভু আমাদের অন্তর শুচি করেছেন (যোহন ২:১৩-২২) 
9. প্রভু যিনি প্রায়শ্চিত্তের পাপার্থক বলি হয়ে উঠেছিলেন (যিশাইয় ৫৩:৭-১২)
10. ঈশ্বরের জ্ঞান আমাদেরকে আমাদের পাপসমূহ হতে পরিত্রাণ করে (যিরমিয় ৩১:৩১-৩৪) 
11. আত্মিক পরিপক্কতায় পৌঁছানোর জন্য আমাদের কোন সুসমাচারে বিশ্বাস করা উচিত? (যাত্রাপুস্তক ৩২:২৫-২৯) 
 
 
প্রাচীনকালের নাইসিয়া নগরের ধর্ম সম্মেলনে তৈরী হওয়া নাইসিনের বিশ্বাসসূত্রটি আজকের দিনের খ্রীষ্টবিশ্বাসীদের উপরে কতটা বিরূপ প্রভাব ফেলেছে এই বইটিতে সেটিকে ব্যাখ্যা করা হয়েছে।
এই যুগে, নূতন জন্ম প্রাপ্ত করবার সত্যের নিকটবর্তী হওয়ার জন্য, আপনাকে আর একটু অধিক অধ্যয়ণ করতে হবে। এবং এখন পর্যন্ত আপনি যে বিশ্বাস সূত্রে বিশ্বাস করে এসেছেন সে সম্পর্কে আপনাকে আরো অধিক গভীরভাবে জানতে হবে।
এখন আপনি এই বইটির মধ্যে অবশ্যই নাইসিন বিশ্বাস সূত্র থেকে বাদ পড়ে যাওয়া যোহন বাপ্তাইজক কর্তৃক যীশুর বাপ্তিস্মের অর্থটি খুঁজে পাবেন। সুতরাং, এটি আপনার অন্তরে প্রকৃত পরিত্রাণ ও শান্তি প্রাপ্ত করবার একটি সুযোগ হওয়া উচিত৷
এখন আপনি যীশু যে বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন তার মধ্যে জল ও আত্মার সুসমাচারের প্রকৃত মূল্য আবিস্কার করবেন৷ আপনি আরো অধিক গভীর ও পরিষ্কারভাবে জানতে পারবেন যে যোহন বাপ্তাইজকের থেকে যীশু যে বাপ্তিস্মের বাক্য পেয়েছিলেন কিভাবে সেটি আপনার আত্মাকে প্রভাবিত করেছে এবং সেই কারণে আপনি বিশ্বাসে ঈশ্বরকে গৌরব দেবেন।
Kupakua kitabu mtandaoni
PDF EPUB

Vitabu vinavyohusiana na kichwa hiki

The New Life Mission

Shiriki katika utafiti wetu

Ulitujuaje?