2-10. ডাক্তার আমার পাকস্থলীর ক্যান্সার সনাক্ত করার পর আমি অনেক দুঃখময় দিন অতিবাহিত করেছি। একদিন একজন খ্রীষ্টিয়ান বন্ধু দেখতে এলেন এবং যেকোন জায়গা থেকে সুস্থতার জন্য তাঁর মন্ডলীর উদ্দীপনা সভাতে যোগদানের জন্য আমাকে বললেন। ঐ সময় আমি একজন নাস্তিক, ঈশ্বরের শক্তিতে আরোগ্য সাধন আমার কাছে উত্তম সত্য বলে মনে হল। সভার শেষ দিনে, প্রত্যেকেই যাজকের কাছে তাঁর হস্তাপর্ণপ পাওয়ার জন্য আসলেন। যখন তিনি আমার উপরে হস্তার্পণ করলেন, তিনি আমাকে বোধগম্য এমন কিছু শব্দ বার বার বলতে বললেন এবং আমাকে বললেন যেন আমি যীশু খ্রীষ্টের আরোগ্য কারী শক্তিতে বিশ্বাস করি। যদিও আমি সত্যিই আমার অন্তরে বিশ্বাস করতাম না, আমি বিপর্যস্ত হলাম এবং উত্তর দিলাম হ্যাঁ, ঠিক ঐ মুহূর্তে আমি আমার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার মত গরম কিছু অনুভব করলাম। আমি আমার সমস্ত শরীরের মধ্যে কম্পন অনুভব করলাম এবং আমি অনুভব করলাম। আমাকে আমার ক্যান্সার সুস্থ হয়ে গেছে। আমি ওখানে বসেই বিশ্বাস করার সিদ্ধান্ত নিলাম এবং এর পরে আমার অন্তরে যা সুস্থ ও শান্তি নেমে আসল এবং আমি এক নূতন জীবন শুরু করলাম। আমি আমাকে সুসমাচার প্রচারের জন্য উৎসর্গ করলার। আমি চিন্তা কলি যে, এই সব কিছু পবিত্র আত্মার কারণেই হয়েছে এবং আমি বিশ্বাস করি যে, তিনি আমার মধ্যে বাস করেন। আপনি একই পাবে এমত চিন্তা করেন না?
বাস্তবিক আপনার এরূপ বিষ্ময়কর অভিজ্ঞতা ছিল। আমি লোকদের কাছে থেকে অনেক পাপ স্বীকার শুনেছি যারা ঈশ্বরের কাছ থেকে তাদের প্রার্থনার উত্তর পাওয়ার পর ঈশ্বরের কাছে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। যাহোক, আমি আপনাকে বলতে চই এই বিস্ময়কর অলৌকিক বিষয়ের অভিজ্ঞতা নিশ্চিত প্রমাণ দেয় যে, আপনি পবিত্র আত্মা গ্রহণ করেছেন। ঘটনা ক্রয়ে বর্তমান কালের খ্রীষ্টিয়ান উপরের প্রশ্নে উত্তর দিবে হ্যাঁ। যখন পশ্চিমা খ্রীষ্টিয়ান গণের অভ্যান্তরিন বস্তুগত বৃদ্ধি কমে যাচ্ছিল, তখন কথিত প্যান্টিকস্তাল ক্যারিসম্যাটিক আন্দোলন উত্থাপিত হয় এবং খ্রীষ্টিয়ান গণ বিশেষত উন্নত ও উন্নয়নশীল দেশে ব্যাপক ভাবে নূতন জীবন লাভ করতে থাকে। ফলে অনেক খ্রীষ্টিয়ান প্যান্টিকস্তাল ক্যারিসম্যাটিক আন্দোলনে অধীনে চালিত হতে থাকে, যার বাধ্যবাধকাত ও আলৌকিক অভিজ্ঞতার গুরুত্ব আছে। যারা এই উদ্দীপনার সভা পরিচালিত করেছিলেন মাঝে মাঝে সুসমাচার প্রচারক গণ বিশ্ব জোড়া সুনাম অর্জন করেন। তাছাড়া তাদের নিজেদের বিস্ময়কর সাক্ষ্য এবং তাদের নিজেদের বিশ্বাস তাদের অভিজ্ঞতার মাধ্যমে বিশেষভাবে ব্যক্ত করেন, তাদের অনুসারীগণ তাদের মত শূল অভিজ্ঞতার বিশ্বাস অনুসন্ধান করেন। যাহোক, উপরের প্রশ্নে বাইবেল বলে “না”। অবশ্য পবিত্র আত্মা আমাদিগকে অলৌকিক অভিজ্ঞতা প্রদানের সামর্থ আছে। যাহোক,যেহেতু তিনি সত্যের আত্মা (যোহন ১৫:২৬), আমরা কোন সত্যের বাক্যের মাধ্যমে পবিত্র আত্মা গ্রহণ করতে পারি। পিতর পঞ্চাশমত্তমীর দিনে পবিত্র আত্মা পেয়েছিলেন এবং দৃঢ় বিশ্বাসে প্রচার করে বলেন ঈশ্বর এই যীশুকে উঠিয়েছেন যাহাকে তোমরা ক্রুশে দিয়েছিলে, সেই যীশুকেই ঈশ্বর প্রভু ও উভয়ই করিয়াছে। তখন যিহুদীগণ যারা পিতর শিষ্য গণকে বললেন “ভ্রাতৃগণ আমরা কি করব?” (প্রেরিত ২:৩৬-৩৭)। তিনি তাহাদেরকে উত্তর করে বললেন “মন পরিবর্তন কর ও তোমরা প্রত্যেকে পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রীষ্টের নামে বাপ্তাইজিত হও তাহা হইলে তোমরা পবিত্র আত্মা রূপ দান প্রাপ্ত হইব। কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য এবং তোমাদের সন্তান গণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়া আনিলেন”(প্রেরিত ২:৩৮-৩৯)। অন্যদিকে ঈশ্বর পরিষ্কার ভাবে বলেছেন যে নিজ তিনি ধার্মিকগণকে পবিত্র আত্মা রূপ দান দিবেন যারা যীশু খ্রীষ্টে সুসমাচারে বিশ্বাস দ্বারা পাপের ক্ষমা পেয়েছেন। কারো অন্তরে সত্যের বাক্য হল অন্তরে বাসকারী পবিত্র আত্মার প্রমাণ। আপনি কি জল ও আত্মার সুসাচারের মাধ্যমে পাপের ক্ষমা পেয়েছেন? যদি সেই রূপ করে থাকেন আপনি নিশ্চিত হতে পারেন যে অন্তরে বাসকারী পবিত্র আত্মা আপনার মধ্যে ইতিমধ্যেই স্থান গ্রহণ করেছেন। যাহোক, কি বিষ্ময়কর অভিজ্ঞতা আপনার আছে সেটা কোন ব্যাপর নয়, অথবা আপনি কত বিষ্ময়করা কাৰ্য্য সম্পাদন করেছেন সেটাও কোন ব্যাপার নয়। আপনি প্রকৃতই যদি পবিত্র আত্মা গ্রহণ না করে থাকেন তাহলে আপনার অন্তরে পাপ আছে। কারণ এই যে আপনি সত্যের বাক্যের ভিত্তিতে পাপ ক্ষমার কোন সাক্ষ্য দেন নাই। ঠিক যেমন আলোর মধ্যে অন্ধকার দেখতে পাওয়া যায় না, এমনি পবিত্র আত্মা কোন পাপীর মধ্যে আসতে পারেন না, এমন কি পাপের সঙ্গে অন্তরে বাসও করতে পারেন না। সে কারণে, অন্তরে বাসকারী পবিত্র আত্মার সত্য কেবল সেই লোকদের মধ্যে ঘটে যাদের পাপ সকল জল ও আত্মার সুসমাচারের মাধ্যমে সম্পূর্ণ ভাবে ধৌত হয়েছে। ঈশ্বর চান সমস্ত লোক এই সত্য শ্রবণ করুক এবং অন্তরে বাসকারী পবিত্র আত্মা গ্রহণ করুক। এখন আপনি জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস দ্বারা অন্তরে বাসকারী পবিত্র আত্মা গ্রহণ করতে পারেন। আমি এর পাশাপাশি বিস্তর অন্য প্রশ্ন গ্রহণ করেছি এবং যোহনের দ্বারা যীশুর বাপ্তিস্ম ও তাঁর ক্রুশীয় রক্তের বিশ্বাসের দ্বারা আপনি তাদেরকে উত্তর দিতে পারেন এখন প্রত্যেকে যীশুতে বিশ্বাসে পবিত্র আত্মা গ্রহণ করতে পারেন যা ঈশ্বর শেষ দিনে তাঁর প্রতিজ্ঞাত আত্মার বর্ষন করেছেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই। হাল্লিলূয়া। এই বইয়ের পবিত্র আত্মার অনেক তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। এই বই আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে সাহায্য করতে যদি আপনি জল ও আত্মার সুসমাচার সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান, তাহলে দয়া করে প্রকাশকের কাছে তাঁর খ্রীষ্টিয়ান বুক সিরিজের প্রথম দুইটি বইয়ের উল্লেখ করুন। আপনি সত্যিই জল ও আত্মার নূতন জন্ম প্রাপ্ত হয়েছেন? সিউলঃ হিফসীবা, ১৯৯৯। জল ও আত্মার সুসমাচারের কাছে ফিরে আসুন। সিউলঃ হিফসীবা, ১৯৯৯। ঈশ্বর চান আপনি অন্তরে বাসকারী পবিত্র আত্মা গ্রহণ করুন এবং প্রভুর আগমনের অপেক্ষায় থাকুন। যদি আপনি প্রকাশকের সঙ্গ একত্রে ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেন, আপনি অন্তরে বাসকারী পবিত্র আত্মা গ্রহণ করবেন এবং ঈশ্বরকে গৌরব প্রদান করুন।