Search

免费印刷书籍、
电子书和有声读物

水与灵的福音

আপনি কি সত্যই জল ও পবিত্র আত্মা হতে নতুন জন্ম নিয়েছেন? [নতুন সংশোধিত সংস্করণ]
  • ISBN9788928261796
  • 页码350

孟加拉语 1

আপনি কি সত্যই জল ও পবিত্র আত্মা হতে নতুন জন্ম নিয়েছেন? [নতুন সংশোধিত সংস্করণ]

Rev. Paul C. Jong

সূচীপত্র
 
প্রথম খণ্ড—ধর্মোপদেশসমূহ
1. আমাদের পাপ সম্তকে প্রথমে জানতে হবে উদ্ধার পেতে (মার্ক ৭:৮-৯, ২০-২৩) — 19
2. ইনসান পাপী হিসাবে জন্মগ্রহণ করে (মার্ক ৭: ২০-২৩) — 37
3. সদাপ্রভুর(God) আইন মানা কি আমাদের রক্ষা করতে পারে? (লুক ১০:২৫-৩০) — 49
4. অনন্ত পরিত্রাণ (যোহন ৮:১-১২) — 71
5. যীশুর বাপ্তিস্ম এবং পাপের প্রায়শ্চিত্ত (মথি ৩: ১৩-১৭) — 101
6. যীশু খ্রীষ্ট জল, রক্ত ও পবিত্র আত্মার মাধ্যমে এসেছিলেন (১ যোহন ৫:১-১২) — 149
7. যীশুর বাপ্তিস্ম পাপীদের জন্য উদ্ধারের প্রতিরূপ (১ পিতর ৩: ২০-২২) — 185
8. প্রচুর প্রায়শ্চিত্তের সুসমাচার (যোহন ১৩:১-১৭) — 203
 
দ্বিতীয় খণ্ড—পরিশিষ্ট
1. পরিত্রাণের সাক্ষ্য — 267
2. পরিপূরক ব্যাখ্যা — 287
3. প্রশ্ন ও উত্তর — 319
 
 
এই শিরোনামের মূল বিষয় হল "জল ও পবিত্র আত্মায় নতুন জন্ম লাভ করা।" এই বইটি এই বিষয়ে মৌলিকতা আছে। অর্থাৎ, এই বই আমাদের স্পষ্টভাবে বলে দেয় নতুন জন্ম লাভ কী এবং বাইবেল অনুযায়ী কীভাবে জল ও পবিত্র আত্মায় নতুন জন্ম লাভ করতে হয়। জল প্রতীক হিসেবে যর্দনে যীশুর বাপ্তিস্মকে নির্দেশ করে এবং বাইবেল বলে যে যখন যোহন বাপ্তিস্মদাতা যীশুকে বাপ্তিস্ম দিলেন তখন আমাদের সমস্ত পাপ যীশুর উপর স্থানান্তরিত হয়েছিল। যোহন ছিলেন সমস্ত মানবজাতির প্রতিনিধি এবং মহাযাজক হারোণের বংশধর। প্রায়শ্চিত্তের দিনে হারোণ পাপবাহক ছাগলের মাথায় হাত রেখে ইস্রায়েলীয়দের সারা বছরের পাপ তার উপর স্থানান্তরিত করেছিলেন। এটি ভবিষ্যতে আসন্ন `ভাল কাজের` ছায়া। যীশুর বাপ্তিস্ম হল হাত রাখার প্রতীক। যীশু যর্দান নদীতে হস্তার্পণের আকারে বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন। তাই তিনি তাঁর বাপ্তিস্মের মাধ্যমে জগতের সমস্ত পাপ দূর করে নিয়েছিলেন এবং সেই পাপের মূল্য দেওয়ার জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন। কিন্তু বেশিরভাগ খ্রিস্টানরা জানেন না কেন যীশু যর্দন নদীতে যোহন বাপ্তিস্মদাতার কাছ থেকে বাপ্তিস্ম নিয়েছিলেন। যীশুর বাপ্তিস্ম হল এই বইয়ের মূল শব্দ এবং জল ও পবিত্র আত্মার সুসমাচারের অপরিহার্য অংশ। আমরা কেবল যীশুর বাপ্তিস্ম ও তাঁর ক্রুশে বিশ্বাস করে নতুন জন্ম লাভ করতে পারি।
电子书下载
PDF EPUB
有声读物
有声读物

读者的书评

  • আপনি কি সত্যই জল ও আত্মা হতে নূতন জন্ম প্রাপ্ত?
    Rahul Mondal, India

    এই বইটির মূল বিষয় হল “জল ও আত্মা হতে নূতন জন্ম প্রাপ্ত হওয়া”৷ এই বইটিতে এই বিষয়ের উপর মৌলিক আলোচনা রয়েছে৷ অন্য কথায়, এই বইটি বাইবেলের সাথে কঠোরভাবে সঙ্গতি রেখে আমাদের স্পষ্টরূপে বলে যে নূতন জন্ম আসলে কি এবং কিভাবে জল ও আত্মা হতে নূতন জন্ম লাভ করা যায়৷ জল হলো, যর্দ্দন নদীতে যীশুর বাপ্তিস্মের প্রতীক এবং বাইবেল বলে যে যীশু যখন যোহন বাপ্তাইজক কর্তৃক বাপ্তাইজিত হয়েছিলেন, তখন আমাদের সকল পাপ তাঁর প্রতি অর্পিত হয়েছিল৷ যোহন সকল মানবজাতির পাপ মুক্তির প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তিনি মহাযাজক হারোণের বংশধর ছিলেন৷ ঠিক যেমন প্রায়শ্চিত্তের দিনে হারোণ বলিদানের ছাগ বা মেষের মস্তকে হস্তার্পণ করতেন ও ইস্রায়েলীয়দের বাৎসরিক সকল পাপ সেই ছাগ বা মেষের উপরে অর্পন করতেন৷ আর সেটিই ছিল আগামীতে আগত উত্তম বিষয়ের প্রতিচ্ছায়া৷ যীশুর বাপ্তিস্ম হস্তার্পনের প্রতিরূপ এই যে, তিনি সমগ্ৰ মানবজাতির পাপের জন্য উত্তম ছাগ বা মেষ রূপে বলিদানের জন্য প্রস্তুত হলেন। কেবলমাত্র বাৎসরিক পাপ বলিদানের সীমিত সময়ের জন্য নয় বা কোনো বিশেষ জাতী ও সম্প্রদায়ের জন্য নয় কিন্তু যীশু খ্রীষ্ট যোহন কতৃক বাপ্তিস্ম হস্তার্পনের দ্বারা চিরতরে সকল মানবজাতির পাপভার নিজ স্কন্ধে তুলে নিলেন ও ক্রুশে বলিকৃত হলেন। যেনো আমরা আর পাপের শৃঙ্খলে আবদ্ধ না থাকি। তিনি তাঁর বলির মাধ্যমে প্রত্যেক মানুষকে পাপের পক্ষে স্বাধীন করলেন। এই স্বাধীনতা আমরা কোনো সংগ্ৰাম, যোগ্যতা বা ধার্ম্মিক গুনে প্রাপ্ত হয়নি কিন্তু এটা ছিল মানবজাতির জন্য যীশু খ্রীষ্টের অসীম প্রেম, দয়া ও অনুগ্রহ। আমরা কেবলমাত্র এই বাস্তব ঘটনা বিশ্বাসের মাধ্যমে যীশুর প্রেম, দয়া ও অনুগ্রহ লাভ করতে পারি। যর্দ্দন নদীতে যীশু হস্তার্পনের রূপে বাপ্তাইজিত হয়েছিলেন৷ সুতরাং তিনি তাঁর বাপ্তিস্মের মাধ্যমে জগতের সকল পাপ লাঘব করেছিলেন এবং সেই সকল পাপের নিমিত্ত মূল্য দেওয়ার জন্য ক্রুশারোপিত হয়েছিলেন৷ কিন্তু অধিকাংশ খ্রীষ্টবিশ্বাসীরা জানে না যে যীশু কেন যর্দ্দন নদীতে যোহন বাপ্তাইজক কর্তৃক বাপ্তাইজিত হয়েছিলেন৷ এই বইয়ের মূল কথা এবং জল ও আত্মার সুসমাচারের অপরিহার্য অংশ হল যীশুর বাপ্তিস্ম৷ আমরা কেবলমাত্র যীশুর বাপ্তিস্ম ও তাঁর ক্রুশে আত্মবলিদান এবং পুনরুত্থানের বিশ্বাস দ্বারা নূতন জন্ম লাভ করতে পারি৷

    更多
  • আপনি কি সত্যই জল ও আত্মা হতে নূতন জন্ম প্রাপ্ত?
    Santanu Bhattacharyya, India

    কিভাবে আমরা পরিত্রাণ লাভ করি? কেবলমাত্র ক্রুশীয় রক্তে বিশ্বাস করেই কি আমরা পরিত্রাণ পাই? যীশুকে কেন বাপ্তিস্ম গ্রহণ করতে হয়েছিল? আমাদের পরিত্রাণের সাথে তাঁর বাপ্তিস্মের কোনো সম্পর্ক রয়েছে কি? অধিকাংশ খ্রীষ্টবিশ্বাসী যা বিশ্বাস করে থাকে, তাদের বিশ্বাস অনুযায়ী যীশু কি তাঁর নম্রতা প্রদর্শন করবার জন্যই বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন?
    মাঝে মাঝে এই প্রশ্নগুলি আমাদের মাথায় ভিড় করে| এর উত্তর জানবার ও রহস্য উদঘাটন করবার জন্য আমাদের সত্য জানতেই হবে| “আপনি কি সত্যই জল ও আত্মা হতে নুতন জন্ম লাভ করেছেন?” এই বইটি উপরে উল্লিখিত প্রশ্নগুলির ব্যাপারে আপনাকে প্রকৃত অন্তর্দৃষ্টি প্রদান করবে|
    আপনি যদি যোহন সুসমাচার ৩ অধ্যায় পাঠ করেন, তাহলে সেখানে যীশুর সাথে নিকদীম-এর কথোপকথন দেখতে পাবেন| যীশু তাকে বলেছিলেন, “সত্য সত্য, আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল ও আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না”| “জল” এই শব্দটির তাত্পর্য কী? যীশুর বাপ্তিস্ম| অতএব, আমরা দেখতে পাই যে যীশুর বাপ্তিস্ম ব্যতীত আমাদের পরিত্রাণ অসম্পূর্ণ|
    ভুলে যাবেন না, ঈশ্বর আদম ও হবাকে পাপহীনরূপে সৃষ্টি করেছিলেন৷ পরবর্তীতে তারা দিয়াবলের চাতুরীর দ্বারা ভ্রষ্ট্র হয়েছিল| এইভাবে সমগ্র মানবকুল পাপপূর্ণ হয়ে গিয়েছিল| কিন্তু পাপীরা স্বর্গে প্রবেশ করতে পারে না| তাহলে কিভাবে আমরা পুনরায় পাপহীন হতে পারি? এই বইটি সেই রহস্যের উন্মোচন করবে| আমার পরামর্শ হলো এই বইটি পাঠ করা ও নতুন বিশ্বাসকে আবিস্কার করা|

    更多
  • কিন্তু আমি এখন একজন নতুন জন্ম প্রাপ্ত খ্রীষ্টীয় সন্তান।
    Patrick Dias, Bangladesh

    আমি সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই যে, তিনি আমাকে প্রভু যীশু খ্রীষ্টের সত্য ও প্রেমের সাক্ষ্য দেওয়ার সুযোগ দিচ্ছেন।
    আরো কৃতজ্ঞ যে, আমাদের অঞ্চল ও দেশের এক স্বনামধন্য খ্রীষ্টীয় পরিবারে তিনি আমাকে জন্ম গ্রহন করতে দিয়েছেন। কারন, আমার পিতা এবং পিতামহ দুজনেই তাঁদের সময়ের অভিষিক্ত পালক ছিলেন।
    সুতরাং বলা যায় যে আমি শুধু নামেই একজন খ্রীষ্টিয়ান ছিলাম।
    কিন্তু আমি এখন একজন নতুন জন্ম প্রাপ্ত খ্রীষ্টীয় সন্তান।
    প্রভু যীশু খ্রীষ্ট যখন হস্তার্পণের মাধ্যমে যোহন বাপ্তাইজক দ্বারা যর্দন নদীতে বাপ্তাইজ্ত হলেন, তখনই জগতের প্রতিটি মানুষের সমস্ত পাপভার তিনি কাঁধে তুলে নিলেন, এবং কাজের মাধ্যমে তিনি আমাকে, তথা প্রতিটি মানুষের পাপ তুলে নিলেন। সেই পাপের বোঝা কাঁধে নিয়ে ক্রুশে হত হলেন, মরলেন, কবরপ্রাপ্ত হলেন, তৃতীয় দিনে পুনরোত্থিত হলেন এবং স্বর্গারোহন করলেন।
    এইভাবে তিনি জল ও আত্মার সুসমাচার দ্বারা আমার ব্যক্তিগত প্রভু এবং ত্রানকর্তা হয়েছেন।
    হাল্লিলূয়া! আমেন

    更多
The New Life Mission

参加我们的调查

您是如何了解到我们的?