Rev. Paul C. Jong
সূচীপত্র
মুখপত্র
1. ঈশ্বর আমাদের আকাশের জ্যোতির্গণের ন্যায় সৃষ্টি করেছেন (আদিপুস্তক ১:১৪-১৯)
2. বিশ্রাম-দিবস আশীর্ব্বাদের চিহ্ন দ্বারা জ্ঞাত করছে যে ঈশ্বর আমাদের সমস্ত পাপ মুছে দিয়েছেন (আদিপুস্তক ২:১-৩)
3. সপ্তম দিন, বিশ্বব্রহ্মাণ্ড ও এর মধ্যে সব কিছু সৃষ্টির পর যখন ঈশ্বর বিশ্রাম করলেন (আদিপুস্তক ২:১-৩)
4. ঈশ্বর বিশ্রাম দিবসকে আশীর্ব্বাদ করলেন ও পবিত্র করলেন (আদিপুস্তক ২:১-৩)
5. ঈশ্বর মানুষকে প্রকৃত বিশ্রাম দিয়েছেন (আদিপুস্তক ২:১-৩)
6. ঈশ্বর আমাদের কিভাবে সৃষ্টি করলেন? (আদিপুস্তক ২:১-৩)
7. আমরা কার দ্বারা প্রতারিত হই? (আদিপুস্তক ৩:১-৭)
8. আমরা কোন মানুষের তৈরী ধর্ম্ম বিশ্বাস দ্বারা পাপ থেকে কখনও রক্ষা পেতে পারি না (আদিপুস্তক ৪:১-৪)
9. প্রায়শ্চিত্তের বলির মধ্যে অনন্তকালীয় পরিত্রাণের ইঙ্গিত রয়েছে (আদিপুস্তক ৪:১-৪)
10. আধ্যাত্মিক উপহার বনাম মাংসিক উপহার (আদিপুস্তক ৪:১-৫)
11. আমরা অবশ্যই তাঁর বাক্যের উপর ভিত্তি করে ঈশ্বরে বিশ্বাস করব (আদিপুস্তক ৪:১-৫)
12. আসুন মেষপালকদের ন্যায় জীবন যাপন করি (আদিপুস্তক ৪:১-৫)
13. একমাত্র যীশু খ্রীষ্টই ছিলেন পবিত্র বলি যা জগতের পাপ মুছে দিতে পারে (আদিপুস্তক ৪:১-৭)
14. আমরা অবশ্যই ঈশ্বরের ধার্ম্মিকতার সঙ্গে আমাদের হৃদয়কে একীভূত করব (আদিপুস্তক ৪:১-৭)
15. ঈশ্বরের সাক্ষাতে কে হেবল ও কে কয়িন? (আদিপুস্তক ৪:১-২৪)
আদিপুস্তকের মাধ্যমে, ঈশ্বর প্রত্যাশা করেন আমাদের প্রতি তাঁর মধুর ভাব আমরা উপলব্ধি করি| আমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা কোথায় প্রকাশিত হয়েছে? এটা জল ও আত্মার সত্য সুসমাচারে প্রকাশিত হয়েছে যা ঈশ্বর যীশু খ্রীষ্টের মাধ্যমে সম্পাদন করেছেন| আমরা অবশ্যই বিশ্বাসের দ্বারা ঈশ্বরের এই মধুর ভাবের মধ্যে আসব যা জল ও আত্মার সুসমাচারে সুস্পষ্টভাবে প্রকাশিত| তদ্রুপ করবার দ্বারা, যখন আমরা ঈশ্বরের বাক্য ধ্যান করি তখন আমাদের মধ্যে থাকা মাংসিক বিষয়গুলি দুর করা প্রয়োজন, এবং যেভাবে আছে সে ভাবে ঈশ্বরের বাক্য বিশ্বাস করা আবশ্যক| এই মুহূর্ত পর্যন্ত আমাদের যত ভুল ধারণা আছে তা দূর করা উচিত, আর ঈশ্বরের ধার্মিকতায় আমাদের বিশ্বাস স্থাপন করে আধ্যাত্মিক চোখ খুলে রাখা আবশ্যক|