4-2. আপনি লিখেছেন, “আমরা যখন আপনাদের অন্তরে জল ও আত্মার সুসমাচার বিশ্বাস করি, তখন আমরা সম্পূর্ণরূপে পাপশূন্য হই”৷ কিন্তু বাইবেল বলে, “আমরা যদি বলি যে, আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদিগকে ভুলাই, এবং সত্য আমাদের অন্তরে নাই। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্ম্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন, এবং আমাদিগকে সমস্ত অধার্ম্মিকতা হইতে শুচি করিবেন। যদি আমরা বলি যে, পাপ করি নাই, তবে তাঁহাকে মিথ্যাবাদী করি, এবং তাঁহার বাক্য আমাদের অন্তরে নাই” (১ যোহন ১:৮-১০)৷ এই বাক্যকে কিভাবে আপনি ব্যাখ্যা করেন? এই পদটির অর্থ কি এটি নয় যে আমাদের মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা পাপী থাকি, এবং আমাদের ক্ষমা প্রাপ্ত করবার জন্য প্রতিদিন আমাদের অনুতাপের প্রার্থনা করা উচিত?