Search

关于基督教信仰的常见问题解答

话题4:读者的经常提问及解答

4-2. আপনি লিখেছেন, “আমরা যখন আপনাদের অন্তরে জল ও আত্মার সুসমাচার বিশ্বাস করি, তখন আমরা সম্পূর্ণরূপে পাপশূন্য হই”৷ কিন্তু বাইবেল বলে, “আমরা যদি বলি যে, আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদিগকে ভুলাই, এবং সত্য আমাদের অন্তরে নাই। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্ম্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন, এবং আমাদিগকে সমস্ত অধার্ম্মিকতা হইতে শুচি করিবেন। যদি আমরা বলি যে, পাপ করি নাই, তবে তাঁহাকে মিথ্যাবাদী করি, এবং তাঁহার বাক্য আমাদের অন্তরে নাই” (১ যোহন ১:৮-১০)৷ এই বাক্যকে কিভাবে আপনি ব্যাখ্যা করেন? এই পদটির অর্থ কি এটি নয় যে আমাদের মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা পাপী থাকি, এবং আমাদের ক্ষমা প্রাপ্ত করবার জন্য প্রতিদিন আমাদের অনুতাপের প্রার্থনা করা উচিত?

১ যোহন ১:৮-১০ বলে, , “আমরা যদি বলি যে, আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদিগকে ভুলাই, এবং সত্য আমাদের অন্তরে নাই। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্ম্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন, এবং আমাদিগকে সমস্ত অধার্ম্মিকতা হইতে শুচি করিবেন। যদি আমরা বলি যে, পাপ করি নাই, তবে তাঁহাকে মিথ্যাবাদী করি, এবং তাঁহার বাক্য আমাদের অন্তরে নাই”
“আমরা যদি বলি যে, আমাদের পাপ নাই”, এর অর্থ এই যে, “আমরা যদি স্বীকার না করি যে আমরা পাপী হয়েই জন্মগ্রহণ করেছি ও ব্যবস্থার সম্মুখে সারাজীবন পাপ না করে পারি না”৷ যেহেতু আমরা জানি যে প্রত্যেকের নিজ নিজ পাপ স্বীকার করা উচিত৷ তবে এর অর্থ এই নয় যে আমাদের প্রতিদিনের কৃত পাপের ক্ষমা প্রাপ্তির উদ্দেশ্যে প্রতিদিন আমাদের সেই সকল পাপ স্বীকার করতে হবে, কিন্তু এর অর্থ এই যে যীশুকে বিশ্বাস করা ব্যতিরেকে আমাদের নিজেদের চেষ্টায় পাপ করা এড়িয়ে চলবার ক্ষেত্রে আমরা যে অতি দুর্বল তা স্বীকার করে নেওয়া৷ সুতরাং, কেউ যদি বলে যে তার কোনো পাপ নেই অথচ তার নিজের হৃদয়ে পাপের কারণে সে অন্ধকারে থাকে, তাহলে তার মধ্যে সত্য নেই৷
“যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি” এর অর্থ, “আমরা যদি স্বীকার করি যে আমাদের জন্মলগ্ন থেকে মৃত্যুদিন পর্যন্ত সর্বদা পাপ করি, এবং আমরা যদি পাপ করা এড়িয়ে চলতেও চাই তা হলেও পাপ না করে আমরা বাঁচতে পারি না”৷ এর অর্থ এই নয় যে যতবার আমরা পাপ করি ততবারই আমাদের অনুতাপ করতে হবে এবং প্রভুর ক্ষমা যাচ্ঞা করতে হবে৷ প্রভু প্রায় ২,০০০ বছর আগে জগতের সকল পাপ তাঁর বাপ্তিস্ম ও ক্রুশের সাহায্যে মুছে দিয়েছেন৷ তাই এখন আমাদের শুধু এইটুকুই করতে হবে যে, আমাদের স্বীকার করতে হবে যে, প্রভুকে ছাড়া আমরা পাপী না হয়ে থাকতে পারি না, এবং সুসমাচার আমাদের সকল পাপ একেবারেই মুছে দিয়েছে৷
“যদি আমরা বলি যে, পাপ করি নাই, তবে তাঁহাকে মিথ্যাবাদী করি, এবং তাঁহার বাক্য আমাদের অন্তরে নাই” এর অর্থ এইরূপ৷ ব্যবস্থা আমাদেরকে পাপ সম্পর্কীয় জ্ঞান প্রদান এবং আমাদের হৃদয়ে যে পাপ লুক্কাইত রয়েছে, আমাদের সেই পাপ প্রকাশ করে৷ সুতরাং, ব্যবস্থার সামনে আমাদের স্বীকার করতে হবে যে আমরা পাপ করেছি৷ তবে, যারা ব্যবস্থা স্বীকার করে না তারা স্বীকার করবে না যে তারা পাপ করেছে৷ ব্যবস্থা আমাদেরকে দিয়ে আপন স্বীকার করায় এবং আমাদেরকে যীশু খ্রীষ্টের দিকে চালিত করে যিনি তাঁর বাপ্তিস্ম ও ক্রুশের মাধ্যমে জগতের সকল পাপ ধৌত করেছেন৷