Search

关于基督教信仰的常见问题解答

话题4:读者的经常提问及解答

4-12. আজকের খ্রীষ্টীয় অলৌকিক কার্যাবলীর বিষয়ে আপনার কি মত? সেগুলি কি পবিত্র আত্মার কার্য নয়? আমার তো মনে হয় আজও পবিত্র আত্মা ঈশ্বরের মন্ডলীতে কার্য করেন৷

আজকের খ্রীষ্টীয় অলৌকিক কার্যাবলীর বিষয়ে আপনার প্রশ্নের বিষয়ে বলতে চাই যে, আপনি আংশিকভাবে ঠিক কথাই বলছেন৷
কিন্তু আপনাকে স্মরণ করতে হবে যে সকল দৈব অলৌকিক ক্রিয়া মানুষকে যীশুর প্রতি বিশ্বাস প্রদানের উদ্দেশ্যে ঘটে (যোহন ২:১১)৷ অন্য কথায়, প্রভু মানুষকে যীশু খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করাবার জন্য অলৌকিক কার্য হতে দেন৷ 
আমরা বিশেষত প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকে প্রেরিত ও যীশুর শিষ্যদের বহু অলৌকিক কার্য করতে দেখি৷ অলৌকিক কার্যগুলির মাধ্যমে, তারা এই সত্যে তাদের বিশ্বাসের সাক্ষ্য দিতে পেরেছিল যে যীশু ঈশ্বর, তিনি তাঁর বাপ্তিস্মের মাধ্যমে আমাদের সকল পাপ গ্রহণ করেছিলেন, এবং তিনি ক্রুশে তাঁর রক্ত সেচনের মাধ্যমে আমাদের সকল পাপের মূল্য পরিশোধ করবার উদ্দেশ্যে মরেছিলেন৷
কিন্তু, ঈশ্বরের লিখিত বাক্য সমাপ্ত করবার পর, পিতা ঈশ্বর চান আমরা যেন অলৌকিক দৃষ্টান্তের সন্ধান করবার পরিবর্তে তাঁর বাক্য পালন করি৷ এই কারণেই বাইবেল বলে, “`প্রেম কখনও শেষ হয় না। কিন্তু যদি ভাববাণী থাকে, তাহার লোপ হইবে; যদি বিশেষ বিশেষ ভাষা থাকে, সে সকল শেষ হইবে; যদি জ্ঞান থাকে, তাহার লোপ হইবে। কেননা আমরা কতক অংশে জানি, এবং কতক অংশে ভাববাণী বলি; কিন্তু যাহা পূর্ণ তাহা আসিলে, যাহা অংশমাত্র তাহার লোপ হইবে।” (১ করিন্থীয় ১৩:৮-১০) 
যীশু তাঁর শিষ্যদের একজনকে বলেছিলেন, “তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ? ধন্য তাহারা, যাহারা না দেখিয়া বিশ্বাস করিল” (যোহন ২০:২৯)৷
আপনি যে অলৌকিক কার্যগুলি দেখেছেন সত্য বিশ্বাস সেগুলির উপর নয়, বরং আপনি প্রভুর নিকট থেকে ইতিমধ্যেই যে ঈশ্বরের বাক্য গ্রহণ করেছেন তার উপর ভিত্তি করে গড়ে ওঠে৷