Search

বিনামূল্যে মুদ্রিত বই এবং
ই-বুক ও অডিও বুক

আমরা প্রত্যেকজন ভিসিটরের জন্য একেবারে বিনামূল্যে পল সি.

জং-এর খ্রীষ্টীয় বইয়ের সিরিজ প্রকাশ করছি৷ এখনই নির্দ্বিধায় বিনামূল্যে বইয়ের সিরিজ ব্রাউস করুন ও একটি খন্ড বা কপির অনুরোধ জানান! আপনি একবারে প্রতিটি শিরোনামের বইয়ের কেবলমাত্র একটি কপির এবং সর্বাধিক ২ টি ভিন্ন শিরোনামের কপির জন্য অনুরোধ করতে পারেন৷ আপনি যদি একনাগারে আমাদের মুদ্রিত কাগজের বই বা পেপার বুক পেতে চান, অথবা আপনি যদি আপনার আশেপাশের মানুষের সাথে ভাগ করে নেওয়ার জন্য অতিরিক্ত বই পেতে চান, সেক্ষেত্রে আপনাকে আমাদের অনুমোদন সহকারে The New Life Mission-এর একজন সহকর্মী হয়ে ওঠবার জন্য সাইন আপ করতে হবে৷ আমরা এই বিনামূল্যের খ্রীষ্টীয় বইগুলি ই-পাব ও পিডিএফ-এ দিয়ে থাকি৷ আপনি এই বইগুলি বিনামূল্যে আপনার কম্পিউটার বা ডিভাইসে ডাউনলোড করতে পারেন৷
ভাষা

সর্বাধিক সুপারিশকৃত বইগুলি

আপনি কি সত্যই জল ও পবিত্র আত্মা হতে নতুন জন্ম নিয়েছেন? [নতুন সংশোধিত সংস্করণ]

বাংলা 1

আপনি কি সত্যই জল ও পবিত্র আত্মা হতে নতুন জন্ম নিয়েছেন? [নতুন সংশোধিত সংস্করণ] Rev. Paul C. Jong

এই শিরোনামের মূল বিষয় হল "জল ও পবিত্র আত্মায় নতুন জন্ম লাভ করা।" এই বইটি এই বিষয়ে মৌলিকতা আছে। অর্থাৎ, এই বই আমাদের স্পষ্টভাবে বলে দেয় নতুন জন্ম লাভ কী এবং বাইবেল অনুযায়ী কীভাবে জল ও পবিত্র আত্মায় নতুন জন্ম লাভ করতে হয়। জল প্রতীক হিসেবে যর্দনে যীশুর বাপ্তিস্মকে নির্দেশ করে এবং বাইবেল বলে যে যখন যোহন বাপ্তিস্মদাতা যীশুকে বাপ্তিস্ম দিলেন তখন আমাদের সমস্ত পাপ যীশুর উপর স্থানান্তরিত হয়েছিল। যোহন ছিলেন সমস্ত মানবজাতির প্রতিনিধি এবং মহাযাজক হারোণের বংশধর। প্রায়শ্চিত্তের দিনে হারোণ পাপবাহক ছাগলের মাথায় হাত রেখে ইস্রায়েলীয়দের সারা বছরের পাপ তার উপর স্থানান্তরিত করেছিলেন। এটি ভবিষ্যতে আসন্ন `ভাল কাজের` ছায়া। যীশুর বাপ্তিস্ম হল হাত রাখার প্রতীক। যীশু যর্দান নদীতে হস্তার্পণের আকারে বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন। তাই তিনি তাঁর বাপ্তিস্মের মাধ্যমে জগতের সমস্ত পাপ দূর করে নিয়েছিলেন এবং সেই পাপের মূল্য দেওয়ার জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন। কিন্তু বেশিরভাগ খ্রিস্টানরা জানেন না কেন যীশু যর্দন নদীতে যোহন বাপ্তিস্মদাতার কাছ থেকে বাপ্তিস্ম নিয়েছিলেন। যীশুর বাপ্তিস্ম হল এই বইয়ের মূল শব্দ এবং জল ও পবিত্র আত্মার সুসমাচারের অপরিহার্য অংশ। আমরা কেবল যীশুর বাপ্তিস্ম ও তাঁর ক্রুশে বিশ্বাস করে নতুন জন্ম লাভ করতে পারি।

পবিত্র আত্মা আমার অন্তরে বাস করেন - আপনার জন্য পবিএ আত্মায় পূর্ণ হওয়ার অব্যর্থ উপায়

বাংলা 3

পবিত্র আত্মা আমার অন্তরে বাস করেন - আপনার জন্য পবিএ আত্মায় পূর্ণ হওয়ার অব্যর্থ উপায় Rev. Paul C. Jong

পাপ থেকে পরিত্রান এবং পবিত্র আত্মাতে জীবন যাপন বিষয় দুটি হচ্ছে খ্রীষ্টধর্মে সর্বাপেক্ষা আলোচিত বিষয়। কিন্তু খুব কম লোকেরই এই দুটি বিষয় সম্বন্ধে প্রকৃত জ্ঞান রয়েছে , অথচ বিষয় দুটি খীষ্টধর্মের সবচেয়ে গুরুতপূর্ণ দুটি দিক। যাহোক, বাস্তবে লোকে বলে । তার যীশু খ্রীষ্টকে বিশ্বাস করে , কিন্তু আসলে পাপের প্রায়শ্চিও এবং পবিত্র আত্মা সম্বন্ধে তারা অজ্ঞা। যে সুসমাচারের মাধ্যমে পবিত্র আত্মা লাভ করা যায়, আপনি কি সেই সুসমাচার জানেন ? ঈশ্বরের কাছ থেকে পবিত্র আত্মা অবতরনের জন্য এবং পবিত্র আত্মায় জীবন যাপন করার জন্য প্রার্থনা করতে চাইলে আপনাকে প্রথমে অবশ্যই জল ও । আত্মর সুসমাচার সম্পর্কে জানতে হবে এবং তাতে বিশ্বাস করতে হবে। নিশ্চিতভাবে এই বইটি সারা পৃথিবীর সমস্ত খ্রীষ্টিয়ানদেরকে পাপের ক্ষমা এবং পবিত্র আত্মা লাভের জন্য সহায়তা করবে।

সমাগম তাম্বু: যীশু খ্রীষ্টের পূর্ণ প্রতিকৃতি (I)

বাংলা 9

সমাগম তাম্বু: যীশু খ্রীষ্টের পূর্ণ প্রতিকৃতি (I) Rev. Paul C. Jong

সমাগম তাম্বুর নিগূঢ় সত্য আমরা কিভাবে খুঁজে বের করতে পারি? শুধুমাত্র জল ও আত্মার সুসমাচার জেনে সমাগম তাম্বুর প্রকৃত সার –এর মহ্যমেই আমরা এই প্রশ্নটির সঠিক উত্তর বুঝতে ও জানতে পারি| বস্তুতঃ সমাগম তাম্বুর ফটক দ্বারে প্রতীয়মান নীল, বেগুনী ও লাল এবং সাদা মিহি মসীনা বস্ত্র আমাদের কাছে নতুন নিয়মের যীশু খ্রীষ্টের কার্যকাল প্রকাশ করে যা মানবজাতিকে পাপ মুক্ত করেছে| এইভাবে পুরাতন নিয়মে সমাগম তাম্বুর বাক্য এবং নতুন নিয়মের বাক্য নির্দিষ্ট রূপে একে অপরের সাথে নিবিড় ভাবে সম্পর্কযুক্ত, সাদা মিহি মসীনা সুতার মত| কিন্তু দুর্ভাগ্যবশতঃ খ্রীষ্টধর্মের সত্য অনুসন্ধানকারীদের কাছে এই সত্যটি অনেকদিন যাবৎ লুকাইত ছিল|
যীশু খ্রীষ্ট এই জগতে এসে যোহনের দ্বারা বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন এবং ক্রুশে তাঁর রক্ত সেচন করেছিলেন৷ জল ও আত্মার সত্য সুসমাচার না বুঝলে এবং বিশ্বাস না করে আমাদের মধ্য কেউই সমাগম তাম্বুতে প্রকাশিত সত্য খুঁজে পাবে না| আমাদের সবাইকে সমাগম তাম্বুর ফটক দ্বারে প্রতীয়মান নিল, বেগুনী ও লাল এবং সাদা মিহি মসীনা বস্ত্রের সত্যতা বোঝা এবং জানা প্রয়োজন|

সমাগম তাম্বু: যীশু খ্রীষ্টের পূর্ণ প্রতিকৃতি (II)

বাংলা 10

সমাগম তাম্বু: যীশু খ্রীষ্টের পূর্ণ প্রতিকৃতি (II) Rev. Paul C. Jong

পুরাতন নিয়মে ঈশ্বর মোশিকে সমাগম তাম্বুর নির্মান করার জন্য আদেশ দিয়েছিলেন, তেমনি নতুন নিয়মে ঈশ্বর চেয়েছেন আমরাও যেন আমাদের প্রত্যেকের হৃদয়ে একটি পবিত্র মন্দির নির্মান করি যেখানে তিনি বাস করতে পারেন| জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস দ্বারা আমরা আমাদের হৃদয়ে পবিত্র মন্দির তৈরী করতে পারি| জল ও আত্মার সুসমাচার দ্বারা আমাদের সমস্ত পাপ ধৌত করতে এবং পরিস্কৃত হতে পারি| তার নিমিত্ত পবিত্র মন্দির নির্মান করা দ্বারা ঈশ্বরের আমাদের হৃদয় শূন্য করতে এবং জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করতে বলেছেন৷ আমাদের সবাইকে জল ও আত্মার সুসমাচার বিশ্বাস পূর্বক হৃদয় পরিস্কৃত করতে হবে| যখন আমরা জল ও আত্মার সুসমাচার বিশ্বাস করে হৃদয় পরিস্কৃত করব তখন তিনি সেখানে আসবেন এবং বাস করবেন৷ শুধুমাত্র জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করে আপনি আপনার হৃদয়ে পবিত্র মন্দির তৈরী করতে পারেন| সম্ভবতঃ এখনও পর্যন্ত আপনাদের কেউ কেউ অনুতাপের প্রার্থনা দ্বারা হৃদয় পরিস্কৃত করে নিজেরাই মন্দির নির্মানের চেষ্টা করছেন৷ কিন্তু এখনও সময় আছে এই ভ্রান্ত বিশ্বাস পরিত্যাগ করুন এবং জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করে আপনার হৃদয়কে নতুন করে রুপান্তরিত করুন|

নতুন বইগুলি

আপনার অন্তরে যদি বিভ্রান্তি ও শূন্যতা থেকে থাকে, তাহলে সত্যের জ্যোতির অন্বেষণ করুন (I)

Bengali 67

আপনার অন্তরে যদি বিভ্রান্তি ও শূন্যতা থেকে থাকে, তাহলে সত্যের জ্যোতির অন্বেষণ করুন (I) Rev. Paul C. Jong

প্রাচীনকালের নাইসিয়া নগরের ধর্ম সম্মেলনে তৈরী হওয়া নাইসিনের বিশ্বাসসূত্রটি আজকের দিনের খ্রীষ্টবিশ্বাসীদের উপরে কতটা বিরূপ প্রভাব ফেলেছে এই বইটিতে সেটিকে ব্যাখ্যা করা হয়েছে।
এই যুগে, নূতন জন্ম প্রাপ্ত করবার সত্যের নিকটবর্তী হওয়ার জন্য, আপনাকে আর একটু অধিক অধ্যয়ণ করতে হবে। এবং এখন পর্যন্ত আপনি যে বিশ্বাস সূত্রে বিশ্বাস করে এসেছেন সে সম্পর্কে আপনাকে আরো অধিক গভীরভাবে জানতে হবে।
এখন আপনি এই বইটির মধ্যে অবশ্যই নাইসিন বিশ্বাস সূত্র থেকে বাদ পড়ে যাওয়া যোহন বাপ্তাইজক কর্তৃক যীশুর বাপ্তিস্মের অর্থটি খুঁজে পাবেন। সুতরাং, এটি আপনার অন্তরে প্রকৃত পরিত্রাণ ও শান্তি প্রাপ্ত করবার একটি সুযোগ হওয়া উচিত৷
এখন আপনি যীশু যে বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন তার মধ্যে জল ও আত্মার সুসমাচারের প্রকৃত মূল্য আবিস্কার করবেন৷ আপনি আরো অধিক গভীর ও পরিষ্কারভাবে জানতে পারবেন যে যোহন বাপ্তাইজকের থেকে যীশু যে বাপ্তিস্মের বাক্য পেয়েছিলেন কিভাবে সেটি আপনার আত্মাকে প্রভাবিত করেছে এবং সেই কারণে আপনি বিশ্বাসে ঈশ্বরকে গৌরব দেবেন।

আপনার অন্তরে যদি বিভ্রান্তি ও শূন্যতা থেকে থাকে, তাহলে সত্যের জ্যোতির অন্বেষণ করুন (II)

Bengali 68

আপনার অন্তরে যদি বিভ্রান্তি ও শূন্যতা থেকে থাকে, তাহলে সত্যের জ্যোতির অন্বেষণ করুন (II) Rev. Paul C. Jong

প্রাচীনকালের নাইসিয়া নগরের ধর্ম সম্মেলনে তৈরী হওয়া নাইসিনের বিশ্বাসসূত্রটি আজকের দিনের খ্রীষ্টবিশ্বাসীদের উপরে কতটা বিরূপ প্রভাব ফেলেছে এই বইটিতে সেটিকে ব্যাখ্যা করা হয়েছে।
এই যুগে, নূতন জন্ম প্রাপ্ত করবার সত্যের নিকটবর্তী হওয়ার জন্য, আপনাকে আর একটু অধিক অধ্যয়ণ করতে হবে। এবং এখন পর্যন্ত আপনি যে বিশ্বাস সূত্রে বিশ্বাস করে এসেছেন সে সম্পর্কে আপনাকে আরো অধিক গভীরভাবে জানতে হবে।
এখন আপনি এই বইটির মধ্যে অবশ্যই নাইসিন বিশ্বাস সূত্র থেকে বাদ পড়ে যাওয়া যোহন বাপ্তাইজক কর্তৃক যীশুর বাপ্তিস্মের অর্থটি খুঁজে পাবেন। সুতরাং, এটি আপনার অন্তরে প্রকৃত পরিত্রাণ ও শান্তি প্রাপ্ত করবার একটি সুযোগ হওয়া উচিত৷
এখন আপনি যীশু যে বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন তার মধ্যে জল ও আত্মার সুসমাচারের প্রকৃত মূল্য আবিস্কার করবেন৷ আপনি আরো অধিক গভীর ও পরিষ্কারভাবে জানতে পারবেন যে যোহন বাপ্তাইজকের থেকে যীশু যে বাপ্তিস্মের বাক্য পেয়েছিলেন কিভাবে সেটি আপনার আত্মাকে প্রভাবিত করেছে এবং সেই কারণে আপনি বিশ্বাসে ঈশ্বরকে গৌরব দেবেন।

আপনি কি সত্যই জল ও পবিত্র আত্মা হতে নতুন জন্ম নিয়েছেন? [নতুন সংশোধিত সংস্করণ]

Bengali 1

আপনি কি সত্যই জল ও পবিত্র আত্মা হতে নতুন জন্ম নিয়েছেন? [নতুন সংশোধিত সংস্করণ] Rev. Paul C. Jong

এই শিরোনামের মূল বিষয় হল "জল ও পবিত্র আত্মায় নতুন জন্ম লাভ করা।" এই বইটি এই বিষয়ে মৌলিকতা আছে। অর্থাৎ, এই বই আমাদের স্পষ্টভাবে বলে দেয় নতুন জন্ম লাভ কী এবং বাইবেল অনুযায়ী কীভাবে জল ও পবিত্র আত্মায় নতুন জন্ম লাভ করতে হয়। জল প্রতীক হিসেবে যর্দনে যীশুর বাপ্তিস্মকে নির্দেশ করে এবং বাইবেল বলে যে যখন যোহন বাপ্তিস্মদাতা যীশুকে বাপ্তিস্ম দিলেন তখন আমাদের সমস্ত পাপ যীশুর উপর স্থানান্তরিত হয়েছিল। যোহন ছিলেন সমস্ত মানবজাতির প্রতিনিধি এবং মহাযাজক হারোণের বংশধর। প্রায়শ্চিত্তের দিনে হারোণ পাপবাহক ছাগলের মাথায় হাত রেখে ইস্রায়েলীয়দের সারা বছরের পাপ তার উপর স্থানান্তরিত করেছিলেন। এটি ভবিষ্যতে আসন্ন `ভাল কাজের` ছায়া। যীশুর বাপ্তিস্ম হল হাত রাখার প্রতীক। যীশু যর্দান নদীতে হস্তার্পণের আকারে বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন। তাই তিনি তাঁর বাপ্তিস্মের মাধ্যমে জগতের সমস্ত পাপ দূর করে নিয়েছিলেন এবং সেই পাপের মূল্য দেওয়ার জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন। কিন্তু বেশিরভাগ খ্রিস্টানরা জানেন না কেন যীশু যর্দন নদীতে যোহন বাপ্তিস্মদাতার কাছ থেকে বাপ্তিস্ম নিয়েছিলেন। যীশুর বাপ্তিস্ম হল এই বইয়ের মূল শব্দ এবং জল ও পবিত্র আত্মার সুসমাচারের অপরিহার্য অংশ। আমরা কেবল যীশুর বাপ্তিস্ম ও তাঁর ক্রুশে বিশ্বাস করে নতুন জন্ম লাভ করতে পারি।

Paul C.Jong- এর লেখা আরো ই- বুক ও অডিও বু

বাছুন
মোট 44