Search

আমাদের সুসমাচারের গানগুলি

"তোমরা সদাপ্রভুর উদ্দেশে নূতন গীত গাও, কেননা তিনি আশ্চর্য্য আশ্চর্য্য কর্ম্ম করিয়াছেন; তাঁহার দক্ষিণ হস্ত ও তাঁহার পবিত্র বাহু তাঁহার পক্ষে পরিত্রাণ সাধন করিয়াছে” (গীতসংহিতা ৯৮:১)৷

কেবলমাত্র নুতন-জন্ম প্রাপ্ত খ্রীষ্টবিশ্বাসীরা জানে যে সদাপ্রভু আশ্চর্য্য কার্য করেছেন৷ প্রভু আমাদেরকে তাঁর বাপ্তিস্ম ও ক্রুশের উপর রক্তসেচনের দ্বারা সম্পূর্ণরূপে পরিত্রাণ দিয়েছেন৷ এবং কেউই সেগুলি ছাড়া এমন কোনো নতুন গান লিখতে বা রচনা করতে পারে না, যা তিনি গ্রহণ করবেন৷ এবং যারা জগতের পাপ থেকে মুক্তি পেয়েছে তারা ব্যতীত আর কেউই নতুন গীত শিখতে পারে না (প্রকাশিত বাক্য ১৪:৩)৷

এখানে আমরা জগতের সকল নুতন-জন্ম প্রাপ্ত খ্রীষ্টবিশ্বাসীদের জন্য নতুন সুসমাচার গীতি পেশ করছি৷ এই আত্মায়-পূর্ণ গীতগুলি সম্পূর্ণ আসল৷

আমরা যত শীঘ্র সম্ভব নতুন গীত যুক্ত করব৷

মোট 0
  • কোনো তথ্য পাওয়া যায় নি|
The New Life Mission

আমাদের জরিপে অংশ নিন

আপনি আমাদের সম্পর্কে কীভাবে জানলেন?