Search

LIVRES, eBOOK,
ET LIVRES AUDIO GRATUITS

L’Evangile selon Matthieu

মথির সুসমাচারের উপর শিক্ষা (I) - কখন একজন খ্রীষ্টবিশ্বাসী প্রভুর সাথে অন্তরঙ্গ কথোপকথন করতে পারে?
  • ISBN8983142839
  • Pages287

Bengali 12

মথির সুসমাচারের উপর শিক্ষা (I) - কখন একজন খ্রীষ্টবিশ্বাসী প্রভুর সাথে অন্তরঙ্গ কথোপকথন করতে পারে?

Rev. Paul C. Jong

সূচীপত্র

মুখপত্র 

প্রথম অধ্যায়
1. যীশু খ্রীষ্টের বংশাবলি (মথি ১:১-৬) 
2. আসুন প্রভু যীশু যিনি আমাদের পাপ মুক্ত করতে এসেছিলেন তাঁকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করি (মথি ১:১৮-২৫) 
3. যীশু যিনি পবিত্র আত্মার আবেশে গর্ভে এসেছিলেন (মথি ১:১৮-২৫) 

দ্বিতীয় অধ্যায়
1. আমরা কোথায় যথার্থরূপে প্রভুর সহিত মিলিত হতে পারি? (মথি ২:১-১২) 

তৃতীয় অধ্যায়
1. সত্য সুসমাচার ও যীশুর ধর্মময় কাজ প্রচার করুন (মথি ৩:১-১৭) 
2. যীশু আমাদের পাপ মুছে দিতে এসেছিলেন (মথি ৩:১৩-১৭) 

চতুর্থ অধ্যায়
1. ঈশ্বর ভয় এবং তাঁর পরিচর্যাতেই আশির্বাদ নিহিত (মথি ৪:১-১১) 

পঞ্চম অধ্যায়
1. পৰ্ব্বতে দত্ত উপদেশ (মথি ৫:১-১৬) 

ষষ্ঠ অধ্যায়
1. প্রার্থনার বিষয়ে প্রভুর শিক্ষা-১ (মথি ৬:১-১৫) 
2. প্রার্থনার বিষয়ে প্রভুর শিক্ষা-২ (মথি ৬:৫-১৫) 
3. হৃদয়ে প্রভুর সহিত বাস করুন (মথি ৬:২১-২৩) 
4. আপনার জীবন নিয়ে চিন্তিত হবেন না, কিন্তু শুধুমাত্র ঈশ্বরে বিশ্বাস করুন (মথি ৬:২৫-৩৪) 
5. দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট (মথি ৬:৩৪) 

সপ্তম অধ্যায় 
1. সুসমাচারের পরাক্রমে বিশ্বাস দ্বারা অবশ্যই আমাদের সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করতে হবে (মথি ৭:১৩-১৪) 
2. শেষ দিনে আমরা যদি প্রভুর দ্বারা পরিত্যাক্ত হই তাহলে আমরা কি করব? (মথি ৭:২১-২৩) 
3. যে বিশ্বাস পিতা ঈশ্বরের ইচ্ছা পালন করে (মথি ৭:২০-২৭) 
4. পিতার ইচ্ছা জানতে পারলে এবং তাতে বিশ্বাস করলেই কেবল আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারব (মথি ৭:২১-২৭) 
5. যারা কেবল আপনার অর্থের প্রত্যাশা করে সেই সব ভ্রান্ত ভাববাদি থেকে সাবধান (মথি ৭:১৩-২৭) 

অষ্টম অধ্যায়
1. আত্মিক কুষ্ঠীর সুস্থ হওয়া (মথি ৮:১-৪) 
2. “কেবল বাক্যে বলুন” (মথি ৮:৫-১০) 
3. প্রথমে প্রভুর অনুসারী হোন (মথি ৮:১৮-২২) 
 
সমুদয় জগতব্যাপী অগনিত নুতন খ্রীষ্টিয়ান রয়েছে যারা জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস দ্বারাই নতুন জন্ম প্রাপ্ত হয়েছে| বস্তুতঃ, আমরা তাদের জীবন খাদ্য যোগান দিচ্ছি| কিন্তু প্রকৃত সুসমাচারের আমাদের সহিত সহভাগিতা রক্ষা করা তাদের জন্য কঠিন, কারণ তারা তাদের থেকে অনেক দুরে অবস্থান করছে|
অতএব, রাজাদের রাজা, যীশু খ্রীষ্টের এই লোকদের সঙ্গে আধ্যাত্মিক সান্নিধ্য প্রয়োজন| লেখক ঘোষণা করেছেন যে যারা যীশু খ্রীষ্টের বাক্য বিশ্বাসে তাদের পাপ ক্ষমা গ্রহণ করেছেন, তাঁর বাক্যরূপ খাদ্য নির্ভরতা, বিশ্বাসে তাদের আত্মিক জীবনকে সমৃদ্ধ করে| এই বইয়ের ধর্মোপদেশগুলি জীবনের নতুন খাদ্যরূপে প্রস্তুত করা হয়েছে যারা নতুন জন্ম প্রাপ্তদের আধ্যাত্মিক বৃদ্ধিতে নৈতিক উন্নতি সাধনে উত্সাহিত করবে|
তাঁর মন্ডলী ও দাসগণের মাধ্যমে অবিরত আপনাকে এই জীবন খাদ্য যোগান দেওয়া ঈশ্বরের ইচ্ছা| আমার ঈশ্বর তাদের সকলকে আশীর্বাদ করবেন যারা জল ও আত্মার নতুন জন্ম প্রাপ্ত হইয়াছে, আর যাদের যীশু খ্রীষ্টতে আমাদের সহিত প্রকৃত আধ্যাত্মিক সহভাগিতা করতে প্রত্যাশা আছে|
Téléchargement eBook
PDF EPUB
Livre audio
Livre audio