Search

שאלות נפוצות על האמונה הנוצרית

נושא 2: רוח הקודש

2-2. যদি পুরুষ অথবা মহিলা জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করেন তবে কি নূতন জন্ম প্রাপ্ত ব্যক্তিদের অন্তরে সব সময় পবিত্র আত্মা বাস করবেন অথবা পবিত্র আত্মা কি তাদের সাহায্যের জন্য তাদের চতুর্দিকে ঘোরাফেরা করেন?

পবিত্র আত্মা সাহায্যকারী, অন্যকথায়, সত্য আত্মা যাকে ঈশ্বর সকল ধার্মিক লোকদের জন্য দিয়েছেন যারা জল ও আত্মায় নূতন জন্ম প্রাপ্ত, যেহেতু যীশু খ্রীষ্ট যোহন বাপ্তাইজক দ্বারা। বাপ্তাইজিত হয়েছিলেন, ক্রুশে মরলেন এবং পুনরুত্থিত হলেন (যোহন ১৫:২৬)। ইফিষীয় ১:১৩ পদে আছে, “খ্রীষ্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য, তোমাদের পবিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাঁহাতে বিশ্বাস ও করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বার মুদ্রাঙ্কিত হইয়াছ।” যারা যীশু খ্রীষ্টে বিশ্বাস দ্বারা পাপের ক্ষমা পেয়েছে এবং ঈশ্বরের সন্তানরূপে মুদ্রাঙ্কিত হয়েছে পবিত্র আত্মা সেই সব ধার্মিকদের উপরে নেমে আসেন।
যোহন ১৪:১৬ পদে প্রভু বলেন, “আর আমি পিতাঁর নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন, তিনি সত্যের আত্মা।” যীশু তাঁর বাপ্তিস্মের মাধ্যমে জগতের সমস্ত পাপ তুলে নিয়েছেন ঐ বিশ্বাস দ্বারা যীশুর শিষ্যগণ তাদের সমস্ত পাপের ক্ষমা পেয়েছেন। এই কারণ যোহন বাপ্তাইজক বলেন, “ঐ দেখ, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভাব লইয়া যান” (যোহন ১:২৯)।
“জগতের পাপভার” হল জগত সৃষ্টি থেকে শেষ পর্যন্ত জগতের সমস্ত পাপভার। তিনি জগতের সমস্ত পাপভার গ্রহণ করেছেন, ক্রুশের উপরে মরেছেন, পুনরুত্থিত হয়েছেন এবং আমাদেরকে চিরকালের জন্য ধার্মিক করেছেন। ইব্রীয় ১০:১২-১৪ পদে লিখিত আছে, “কিন্তু ইনি পাপার্থক একই যোগ্য চিরকালের জন্র উৎসর্গ করিয়া ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট হইলেন, এবং তদবধি অপেক্ষা করিতেছেন, যে পর্যন্ত তাঁহার শত্রুগণ তাঁহার পাদপীঠ না হয়। কারণ যাহারা পবিত্ৰীকৃত হয়, তাহাদিগকে তিনি একই নৈবেদ্য দ্বারা চিরকালের জন্য সিদ্ধ করিয়াছেন।”
প্রভু যোহনের দ্বারা বাপ্তাইজিত হয়েছিলেন, ক্রুশোরোপিত ও পরে পুনরুত্থিত হয়েছিলেন, এবং অতঃপর আমাদিগকে চিরকালের জন্য ধার্মিক করেছেন। আমরা আমাদের সমস্ত পাপ থেকে ক্ষমা পেয়েছি এবং যীশুর মাধ্যমে ঈশ্বরের সন্তান হয়েছি, এবং এটা সমস্ত অনন্তকালের জন্য অপরিবর্তনীয় সত্য। যারা বিশ্বাসের মাধ্যমে ধার্মিক গণিত হয়েছে তাদের অন্তরে পাপ নেই। যদিও লোকেরা সাহায্য করতে পারে না কিন্তু পাপ তাদের দূর্বলতাঁর কারণ হতে পারে; চিরকালের জন্যে তাদের পাপ থাকে না কারণ যীশু তাদের সমস্ত পাপ তুলে নিয়েছেন। সে কারণে, তারা পুনরায় পাপী হতে পারে না।
পবিত্র আত্মা চিরকালের জন্য ধার্মিকগণের অন্তরে বাস করেন যারা পবিত্ৰকৃত হয়েছে। আমরা পারি না কিন্তু আমাদের অপর্যাপ্ততাঁর কারণে কিন্তু যদি আমরা সব সময় পাপ করে পাপী হই, তখন যীশু খ্রীষ্টের দান, যিনি আমাদিগকে চিরতরে ধার্মিক গণিত করেছেন ধ্বংস হবে। এবং তিনি আমার পাপ পুনরায় গ্রহণ করে আমাদের পাপের জন্য মরেছেন। এই হল পবিত্র আত্মার নিন্দা করার পাপ (ইব্রীয় ৬:৮-৮, ১০:২৬-২৯)।
অনুরূপভাবে, পবিত্র আত্মা ধার্মিকগণের অন্তরে বাস করেন যারা তাদের পাপের জন্য ক্ষমা গ্রহণ করেছে এবং জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করে নূতন জন্ম প্রাপ্ত হয়েছেন। পৌল বলেন, “আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরেরই বা কি সম্পর্ক? আমরাই ত জীবন্ত ঈশ্বরের মন্দির, যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে” (২ করিন্থীয় ৬:১৬)।
পবিত্র আত্মা সর্বদাই ঈশ্বরের সন্তানদের অন্তরে বাস করেন যারা চিরতরে পবিত্ৰীকৃত হয়েছে। “অন্তরে বাসকারী” শব্দ এখানে এই অর্থ করে না যে, যখন আমরা তাঁকে ডাকি এবং প্রার্থনা করি তিনি আমাদের চারপাশে ঘোরাফেরা করেন তখন আমাদিগেতে আসেন; বস্তুত তিনি আমাদের জন্য প্রতীক্ষা করেন। তিনি তাদের মধ্যে সর্বদা বাস করেন যারা জল ও আত্মার মাধ্যমে নূতন জন্ম প্রাপ্ত হয়েছেন, তাদেরকে সমস্ত বিষয় শিক্ষা দিচ্ছেন এবং ঈশ্বরের বাক্য জানবার জন্য তাদেরকে চালিত করছেন (যোহন ১৪:২৬)।
অতএব যাদের মধ্যে ঈশ্বরের পবিত্র আত্মা নেই তারা তাঁর নয়। (রোমীয় ৮:৯)। পবিত্র আত্মা তাদের মধ্যে বাস করেন যারা পবিত্ৰীকৃত এবং পাপমুক্ত, তাদেরকে সমস্ত স্বর্গীয় বিষয় শিক্ষা দেওয়া হয় এবং তারা ঈশ্বরের সন্তানরূপে সাক্ষ্য দিয়ে থাকে এটা সত্য নয় যে পবিত্র আত্মা আমাদের নিকটবর্তী, আমাদের নিজেদের কর্মগুনে আমাদের কাছে আসেন; বস্তুত তিনি ঈশ্বরের সন্তানদের অন্তরে বাস করেন যারা জল ও আত্মার সুসমাচার দ্বারা নূতন জন্ম প্রাপ্ত হয়েছেন। 
যাহোক, অনেক লোক এই জ্ঞানের অভাব বোধ করে এবং তাদের পাপ পূর্ণ অন্তরে বাসকারী পবিত্র আত্মাকে গ্রহণ করতে চেষ্টা করে। ফলে তারা চিন্তা করে যে, তিনি তাদের উপরে নেমে আসেন যখন তারা তাদের কর্মগুনে আগ্রহান্বিত হয়ে অনুতাপের প্রার্থনা করেন কিন্তু যখন তারা পাপ করেন তখন তিনি চলে যান। এই হল তাদের বিশ্বাস যারা অন্তরে বাসকারী পবিত্র আত্মা গ্রহণ করে নাই। যাদের সত্য বিশ্বাসে বিশ্বাস আছে যে তারা পাপের ক্ষমার মাধ্যমে দান স্বরূপ অন্তরে বাসকারী পবিত্র আত্মা গ্রহণ করেছে। একজন তাঁর নিজের চিন্তাভাবনা পরিত্যাগ করতে পারে এবং ঈশ্বরের বাক্যের বিশ্বাসে ফিরে আসতে পারে।