Search

免費印刷書籍、
電子書和有聲讀物

সমাগম তাম্বু: যীশু খ্রীষ্টের পূর্ণ প্রতিকৃতি (II)
  • ISBN8983142782
  • 頁碼381

孟加拉語 10

সমাগম তাম্বু: যীশু খ্রীষ্টের পূর্ণ প্রতিকৃতি (II)

Rev. Paul C. Jong

সূচীপএ

মুখপত্র 

1. আমাদের পাপের ভয় দেখিয়ে যারা আমাদের সর্বনাশ করতে চায় (যোহন ১৩:১-১১) 
2. পবিত্র স্থানের পর্দা এবং স্তম্ভসমূহ (যাত্রাপুস্তক ২৬:৩১-৩৭) 
3. যারা মহাপবিত্র স্থানে প্রবেশ করবে (যাত্রাপুস্তক ২৬:৩১-৩৩) 
4. যে তিরস্করিণীটি চিরে গিয়েছিল (মথি ২৭:৫০-৫৩) 
5. সমাগম তাম্বুর প্রত্যেক তক্তার রৌপ্যের দুইটি চুঙ্গি ও দুইটি পায়া (যাত্রাপুস্তক ২৬:১৫-৩৭) 
6. সাক্ষ্য সিন্দুকে নিহিত আত্মিক নিগুঢ়তত্ত্ব (যাত্রাপুস্তক ২৫:১০-২২) 
7. পাপ ক্ষমার উপহার অনুগ্রহ সিংহাসনের উপর দত্ত হয়েছে (যাত্রাপুস্তক ২৫:১০-২২) 
8. দর্শন রুটির মেজ (যাত্রাপুস্তক ৩৭:১০-১৬) 
9. স্বর্ণের দীপবৃক্ষ (যাত্রাপুস্তক ২৫:৩১-৪০) 
10. সুগন্ধি ধুপবেদি (যাত্রাপুস্তক ৩০:১-১০) 
11. প্রায়শ্চিত্তের দিনে মহাযাজক বলি উৎসর্গ করতেন (লেবীয় পুস্তক ১৬:১-৩৪) 
12. সমাগম তাম্বুর আচ্ছাদনে নিহিত চারটি গুঢ় বিষয় (যাত্রাপুস্তক ২৬:১-১৪) 
13. পাঠকের সমালোচনা 
 
পুরাতন নিয়মে ঈশ্বর মোশিকে সমাগম তাম্বুর নির্মান করার জন্য আদেশ দিয়েছিলেন, তেমনি নতুন নিয়মে ঈশ্বর চেয়েছেন আমরাও যেন আমাদের প্রত্যেকের হৃদয়ে একটি পবিত্র মন্দির নির্মান করি যেখানে তিনি বাস করতে পারেন| জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস দ্বারা আমরা আমাদের হৃদয়ে পবিত্র মন্দির তৈরী করতে পারি| জল ও আত্মার সুসমাচার দ্বারা আমাদের সমস্ত পাপ ধৌত করতে এবং পরিস্কৃত হতে পারি| তার নিমিত্ত পবিত্র মন্দির নির্মান করা দ্বারা ঈশ্বরের আমাদের হৃদয় শূন্য করতে এবং জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করতে বলেছেন৷ আমাদের সবাইকে জল ও আত্মার সুসমাচার বিশ্বাস পূর্বক হৃদয় পরিস্কৃত করতে হবে| যখন আমরা জল ও আত্মার সুসমাচার বিশ্বাস করে হৃদয় পরিস্কৃত করব তখন তিনি সেখানে আসবেন এবং বাস করবেন৷ শুধুমাত্র জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করে আপনি আপনার হৃদয়ে পবিত্র মন্দির তৈরী করতে পারেন| সম্ভবতঃ এখনও পর্যন্ত আপনাদের কেউ কেউ অনুতাপের প্রার্থনা দ্বারা হৃদয় পরিস্কৃত করে নিজেরাই মন্দির নির্মানের চেষ্টা করছেন৷ কিন্তু এখনও সময় আছে এই ভ্রান্ত বিশ্বাস পরিত্যাগ করুন এবং জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করে আপনার হৃদয়কে নতুন করে রুপান্তরিত করুন|
電子書下載
PDF EPUB
有聲讀物
有聲讀物

與該標題相關的書籍

The New Life Mission

參加我們的調查

您是如何得知我們的?