Search

關於基督教信仰的常見問題解答

話題 3:启示錄

3-13. নিজেদের সাক্ষ্য সম্পূর্ণ করার পর দুজন সাক্ষী পুনরুত্থিত ও স্বর্গে নীত হবেন৷ খ্রীষ্টের দ্বিতীয় আগমনের সময় সাধুগণের রূপান্তরের সাথে এর পার্থক্য কি?

২ নং প্রশ্নের উত্তরে আমি যেমন বর্ণনা দিয়েছি যে, এই ২ বিশেষ সাক্ষী হলেন ইস্রায়েলীয়দের উদ্ধার করার উদ্দেশ্যে ইস্রায়েলীয়দের ভেতর থেকে আগত ঈশ্বরের দুই বিশেষ দাস৷ পৃথিবীকে ধ্বংস করার পূর্বে ঈশ্বর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করবেন, - এবং সেটি হল ইস্রায়েল জাতিকে তাদের পাপ থেকে উদ্ধার করবেন এবং তাদেরকে প্রথম পুনরুত্থান ও রূপান্তরের ভাগী করবেন৷ 
প্রেরিত পৌল রোমীয় ৩:২৯-৩০ পদে বলেছেন: “ঈশ্বর কি কেবল যিহুদীদের ঈশ্বর, পরজাতীয়দেরও কি নহেন? হ্যাঁ, পরজাতীয়দেরও ঈশ্বর, কেননা বাস্তবিক ঈশ্বর এক, আর তিনি ছিন্নত্বক লোকদিগকে বিশ্বাস হেতু এবং অছিন্নত্বক লোকদিগকে বিশ্বাস দ্বারা ধার্মিক গণনা করিবেন৷” ঈশ্বরের সাক্ষাতে পাপ থেকে মুক্ত হওয়ার পথ যিহুদী ও পরজাতী উভয়ের জন্য একই রকম, জল ও আত্মার সুসমাচারে বিশ্বাসের ভিত্তিতেই উভয়েরই বিচার করা হবে এবং সমস্ত পাপ থেকে উদ্ধার পেতে হলে যিহুদীদেরকে অবশ্যই যীশু খ্রীষ্টকে ত্রাণকর্তারূপে গ্রহণ ও বিশ্বাস করতে হবে এবং পরজাতীয়দের বেলাতেও তাই করতে হবে৷ কারণ যীশু তাঁর বাপ্তিস্মের মাধ্যমে নিজের উপরে সমস্ত পাপ তুলে নিয়েছিলেন এবং সেই পাপের কারণে দোষী সব্যস্ত হয়ে ক্রুশে বিচারিত হয়েছেন৷
ঈশ্বরের দৃষ্টিতে যিহুদী এবং পরজাতী উভয়ে সমান এবং উভয়ের জন্যই একই বিশ্বাসের পরিত্রাণ অনুমোদিত৷ এই জন্য ঈশ্বর মহাক্লেশের প্রথম সাড়ে তিন বছরের  সময়ে এই ২ জন সাক্ষীকে যিহুদীদের জন্য অনুমোদন করেছিলেন এবং এই ২ জনকে তাদের কাছে জল ও আত্মার সুসমাচার প্রচার করার জন্য অনুমোদিত করেছিলেন৷ 
এই ২ জন সাক্ষীর সাথে সম্পর্ক রেখে এই প্রকাশিত বাক্যের ১১ অধ্যায়ে ২ টি জিতবৃক্ষ ও ২ টি দীপ বৃক্ষের উল্লেখ করা হয়েছে৷ এই ২ জিত বৃক্ষকে ঈশ্বরের ২ জন বিশেষ দাসের সাথে তুলনা করা হচ্ছে, যাদেরকে ঈশ্বর ইস্রায়েলীয়দের পরিত্রাণের জন্য পাঠাবেন, এবং এই ২ দীপ বৃক্ষ ২ মন্ডলীর প্রতীক,- যিহুদী এবং পরজাতী৷ অন্যভাবে বলতে গেলে, ঈশ্বর পাশাপাশি এই ২ টি মন্ডলীকে ইস্রায়েলীয় ও পরজাতীয়দের মধ্যে জল ও আত্মার সুসমাচার প্রচার করার অনুমোদন দেবেন এবং সেটা হবে মহাক্লেশের প্রথম সাড়ে তিন বছর সময়ের মধ্যে৷
বর্তমানে ইস্রায়েলীয়দের মধ্যে ঈশ্বরের কোনো মন্ডলী নেই৷ কিন্তু প্রভু যখন হৃদয় সকলের অনুসন্ধান করবেন, যখন উপযুক্ত সময় আসবে, তিনি তাঁর বাক্য গ্রহণের জন্য তাদের হৃদয় গঠন করবেন, সেই ২ জন দাসকে উঠাবেন এবং যীশু খ্রীষ্টকে তাদের ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করাবেন৷
সে জন্য ঈশ্বর মহাক্লেশের সময়ে ইস্রায়েল ও পরজাতী উভয়কেই রক্ষা করবেন৷ ইস্রায়েলীয় ও পরজাতীয়দের মধ্যে নুতন জন্মপ্রাপ্ত সাধুগণের প্রতি অত্যাচার এবং সাক্ষ্যমরের মৃত্যু তিনি অনুমোদন করবেন৷ বাস্তবতা হল,- তাদের সাক্ষ্য শেষ হওয়ার পরে এই ২ জন সাক্ষী সাক্ষ্যমর হবেন এবং সাড়ে তিন বছরের সময়ের মধ্যে পুনরুত্থিত হয়ে স্বর্গে নীত হবেন; এর দ্বারা এই বাস্তবতা বোঝা যায় যে, এই ২ সাক্ষীর মত ঈশ্বরের দাসগণ এবং পরজাতীয়দের মধ্যে ঈশ্বরের সন্তানেরা খ্রীষ্টারীর বিরুদ্ধে যুদ্ধ করবে এবং সাক্ষ্যমর হবে এবং পুনরুত্থান ও রূপান্তরের ভাগী হবে৷