Search

關於基督教信仰的常見問題解答

話題 4:讀者的經常提問及解答

4-3. আপনি বলেন যে বাপ্তিস্মের অর্থ “পাপকে স্থানান্তরিত করা”৷ সেটার কি কোনো বাইবেলীয় ভিত্তি রয়েছে?

যীশু বলেছিলেন, “এখন সম্মত হও, কেননা এইরূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত” (মথি ৩:১৫)৷ এখানে “সমস্ত ধার্মিকতা”র প্রাচীন গ্রীক প্রতিশব্দ হল `dikaiosune,` যার অর্থ স্বচ্ছতম অবস্থা৷এর অর্থ যীশু সমগ্র মানবজাতিকে সর্বাপেক্ষা উপযুক্তভাবে পরিত্রাণ দিয়েছিলেন৷
এখানে, আমাদের চিন্তা করা প্রয়োজন যে ব্যবস্থায় বলিদান বিধি অনুসারে নিজেকে পাপার্থক বলিরূপে উত্সর্গ করবার জন্য যীশুর কি করা উচিত৷ তিনি ব্যবস্থাকে লুপ্ত করতে নয়, বরং তা পূর্ণ করবার জন্য এসেছিলেন৷ তিনি মথি ৫:১৭ তে এই প্রকার বলেছেন, “মনে করিও না যে, আমি ব্যবস্থা কি ভাববাদিগ্রন্থ লোপ করিতে আসিয়াছি৷ আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি”৷
সুতরাং, প্রায়শ্চিত্তের দিনে যেভাবে মহাযাজক হারোণ একটি ছাগের মস্তকে হস্তার্পণ এবং ইস্রায়েলীয়দের বাত্সরিক পাপ সেই ছাগের উপরে স্থানান্তরিত করত ঠিক সেইভাবেই যীশুর পক্ষেও হস্তার্পণপূর্বক যোহন বাপ্তাইজকের নিকট বাপ্তিস্ম গ্রহণ ও নিজের উপর জগতের পাপ গ্রহণ করাটা অপরিহার্য ছিল৷ এটি একটি চিরস্থায়ী ব্যবস্থা ছিল (লেবীয়পুস্তক ১৬:৩৪)৷
পিতার চিরস্থায়ী ব্যবস্থাকে অক্ষুন্ন রাখবার উদ্দেশ্যে, পুত্র যীশু, যোহন বাপ্তাইজক কর্তৃক বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন, যে যোহন বাপ্তাইজক মহাযাজক হারোণ-এর বংশধর এবং জগতের মধ্যে মহৎ ব্যক্তি ছিলেন (লুক ১:৫, মথি ১১:১১)৷ যোহন বাপ্তাইজককে যীশুর মস্তকে তার হস্তার্পণ করবার দ্বারা তাঁর নিকট জগতের সকল পাপ স্থানান্তরিত করতে হত কারণ তিনি সমগ্র মানবজাতির প্রতিনিধিরূপে পার্থিব মহাযাজক ছিলেন৷  
সে কারণেই যোহন ১:৬-৮ এইভাবে বর্ণনা করে৷ “এক জন মনুষ্য উপস্থিত হইলেন, তিনি ঈশ্বর হইতে প্রেরিত হইয়াছিলেন, তাঁহার নাম যোহন। তিনি সাক্ষ্যের জন্য আসিয়াছিলেন, যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন, যেন সকলে তাঁহার দ্বারা বিশ্বাস করে। তিনি সেই জ্যোতি ছিলেন না, কিন্তু আসিলেন, যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন”৷ যিশাইয় ৫৩:৬ পদও বলে, “সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাঁহার উপরে বর্ত্তাইয়াছেন”৷ সেই কারণেই ঈশ্বর তাঁর বার্তাবাহক, যোহন বাপ্তাইজককে, যীশুর ছয় মাস পূর্বে প্রেরণ করেছিলেন৷  যোহন বাপ্তাইজক যীশুকে বাপ্তিস্ম দেওয়ার ঠিক পরদিন বলেছিলেন,  “ওই দেখ ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান” (যোহন ১:২৯)৷
পুরাতন নিয়মে, পাপীর প্রায়শ্চিত্তের নিমিত্ত হোমবলির জন্য নির্দোষ একটি পশু ও হস্তার্পণ এবং সেই পশুটির রক্ত নেবার জন্য পশুটিকে হত্যা করা প্রয়োজন ছিল৷ সুতরাং, ঈশ্বরের নিয়ম অনুযায়ী, যীশু, যিনি ঈশ্বরের পুত্ররূপে পবিত্র ও নির্দোষ ছিলেন, তাঁর পক্ষে সমস্ত ধার্মিকতা পূর্ণ করবার উদ্দেশ্যে হস্তার্পণপূর্বক যোহন বাপ্তাইজকের নিকট বাপ্তিস্ম গ্রহণ এবং ক্রুশারোপিত হওয়া  সর্বাপেক্ষা উপযুক্ত ছিল৷
সমস্ত শাস্ত্র পবিত্র আত্মার চালনার দ্বারা লিখিত হয়েছে, তাই আমরা কেবলমাত্র নিজেদের মাংসিক ভাবনার সাহায্যে সেগুলিকে বোধগম্য করতে পারি না৷ সুতরাং, আমাদের অবশ্যই গুপ্ত অর্থাৎ আত্মিক অর্থগুলি, পবিত্র আত্মার আলোকপাতের সাহায্যে  খুঁজতে হবে৷ তাই পৌল বলেছেন, “কারণ অক্ষর বধ করে, কিন্তু আত্মা জীবনদায়ক” (২ করিন্থীয় ৩:৬)৷ তার বলার অর্থ এই যে আমাদের আক্ষরিক অর্থে বিশ্বাস করা উচিত নয়, বরং অক্ষরগুলির পেছনে লুকিয়ে থাকা আত্মিক অর্থ বুঝতে হবে৷ 
এবং যিশাইয় ৩৪:১৬ বলে, “তোমরা সদাপ্রভুর পুস্তকে অনুসন্ধান কর, তাহা পাঠ কর, ইহার একেরও অভাব হইবে না, তাহারা কেহ সঙ্গিনীবিহীন থাকিবে না; কেননা আমার মুখ [দ্বারা] তিনিই ইহা আজ্ঞা করিয়াছেন, এবং তিনিই আপন আত্মা দ্বারা তাহাদিগকে সংগ্রহ করিয়াছেন”৷
ঈশ্বর এই রকম বলেন নি: “যীশু তাঁর বাপ্তিস্মের মাধ্যমে জগতের সকল পাপ গ্রহণ করেছিলেন”৷ তবে, তিনি সেই সত্যটিকেই সমস্ত শাস্ত্রের মাধ্যমে বলেছেন এবং যাদের মধ্যে পবিত্র আত্মা নেই সেই অন্ধদের থেকে সেই সত্য লুক্কাইত রেখেছেন৷ আমরা যখন “মা” বলি, তখন আমরা বলতে চাই যে তিনি আমাকে জন্ম দিয়েছিলেন এবং আজ পর্যন্ত আমাকে লালনপালন করেছেন৷ যদিও “মা” নিছক একটি শব্দ কিন্তু তার মধ্যে লুকানো অনেক অর্থ আছে৷ সেইভাবেই, “সমস্ত ধার্মিকতা”র এই আত্মিক অর্থ রয়েছে যে, ঈশ্বরের ব্যবস্থা অনুসারে যীশু সর্বাধিক উপযুক্ত ও ন্যায্য উপায়ে সকল পাপ বহন করেছিলেন৷ আমাদের লুক্কাইত এই আত্মিক অর্থটি বুঝতে হবে৷
লোকেরা যদি বলে যে তিনি ক্রুশেতে সকল পাপ বহন করেছিলেন, তাহলে এমন কি কোনো বাক্য আছে যেটি সরাসরি সেই কথা বলে? আশা করি এই উত্তরটি আপনাদের পক্ষে উপকারী হবে৷