Search

關於基督教信仰的常見問題解答

話題 4:讀者的經常提問及解答

4-6. আমি আপনার শিক্ষার মাধ্যমে জেনেছি যে আমাদের পরিত্রাণের জন্য যীশুর বাপ্তিস্ম অপরিহার্য৷ তাহলে, বিশ্বাসীদের জল বাপ্তিস্মের বিষয়টি কিরূপ? এটাও কি প্রত্যেকজন সাধুর জন্য আবশ্যক? এবং অধিকন্তু, আমার আশেপাশে এমন কোনো নুতন জন্মপ্রাপ্ত পরিচর্যাকারী রয়েছে কিনা, যে আমাকে বাপ্তাইজিত করতে পারে, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই৷

যেমনটা আপনি আমাদের ওয়েবসাইটে পড়েছেন যে, বিশ্বাসীদের জল বাপ্তিস্ম জল ও আত্মার সুসমাচারের বিশ্বাসীদের জন্য নিছক একটি পার্থিব স্বীকারোক্তি৷অন্যভাবে বলতে গেলে, এই বাপ্তিস্ম অনুষ্ঠানের সাহায্যে, নুতন জন্ম প্রাপ্তেরা সিদ্ধ পরিত্রাণে তাদের বিশ্বাস ঘোষণা করতে পারে, যেটি যীশু খ্রীষ্ট তাঁর বাপ্তিস্ম ও ক্রুশারোপনের মাধ্যমে সম্পূর্ণ করেছিলেন৷  
যখন আমরা পাপপূর্ণতা, আমাদের ভবিতব্য যে নরকেই তা স্বীকার করি, এবং যখন জল ও আত্মার সুসমাচারে আমাদের বিশ্বাস থাকে, তখন আমরা সকলেই নুতন জন্ম প্রাপ্ত হতে পারি৷ এই আর কি৷
তাহলে, বিশ্বাসীদের জল বাপ্তিস্মের কি প্রয়োজন? সেটি কি এখন অকার্যকর হয়ে গেছে? অবশ্যই, আমাদের পরিত্রাণ প্রাপ্তির ক্ষেত্রে বিশ্বাসীদের জল বাপ্তিস্ম কোনো অপরিহার্য শর্ত নয়, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটি আমাদের প্রভু যীশুর সুপারিশ বা পরামর্শ (মথি ২৮:১৯) 
তাই, যতদিন সম্ভব বাপ্তিস্ম গ্রহণ করাই আপনার পক্ষে মঙ্গলজনক৷ কিন্তু, যেমনটা আপনি আমাকে বললেন, আপনার এমন কারো সাহচর্যে আসা প্রয়োজন যিনি জল ও আত্মা থেকে নুতন জন্ম প্রাপ্ত৷ আপনার পরিচিতদের মধ্যে যদি কোনো নুতন জন্ম প্রাপ্ত সাধু থেকে থাকেন, আপনি তাকে আপনাকে বাপ্তাইজিত করবার অনুরোধ করতে পারেন৷ সেই বাপ্তিস্ম অনুষ্ঠানের পূর্বে আপনাকে যীশুর বাপ্তিস্ম ও ক্রুশে তাঁর মৃত্যুতে আপনার বিশ্বাস স্বীকার করতে হবে৷ আর তারপর আপনার মস্তকে হস্তার্পণ করবার সময়ে সেই ব্যক্তিকে নিম্নলিখিত বাক্যগুলি ঘোষণা করতে হবে:
“পিতা ঈশ্বর, পুত্র প্রভু যীশু খ্রীষ্ট, এবং পবিত্র আত্মার নামের দ্বারা, ভাই কলিন, আমি আপনাকে বাপ্তাইজিত করি”৷বাইবেল সম্মত বাপ্তিস্ম পূর্ণ নিমজ্জনের দ্বারা সম্পাদিত হতে হবে৷
ঠিক যেভাবে আমরা দেখতে পাই যে একজন স্বামী ও স্ত্রী একটি বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে আইনসম্মতভাবে যতটা বিশ্বাসযোগ্য দম্পতি হয়, ঠিক তেমনই হল বিশ্বাসীদের বাপ্তিস্ম৷ সেইভাবেই, সাধুদের বাপ্তিস্ম অনুষ্ঠান অন্তরের তদ্রুপ এক বিশ্বাসের বহিঃপ্রকাশ৷ যখন আমরা ঈশ্বর, সাধুবর্গ তথা জগতের সম্মুখে আমাদের জল বাপ্তিস্মের মাধ্যমে যীশুর বাপ্তিস্ম ও ক্রুশে আমাদের বিশ্বাস ঘোষণা করি, তখন আমাদের বিশ্বাস আরো অধিক অপরিবর্তনশীল হয়ে যায়৷
তবে, আপনার এই ঘটনাটি ভুলে যাওয়া উচিত নয় যে অব্রাহম অত্বকচ্ছেদ অবস্থাতেই তার বিশ্বাসে ধার্মিকরূপে গণিত হওয়ার অনেক পরে ত্বকচ্ছেদের চিহ্ন প্রাপ্ত হয়েছিলেন (রোমীয় ৪:১১)৷ অন্য কথায়, ঈশ্বর তাকে পরিত্রাণের চিহ্নরূপে ত্বকচ্ছেদ দিয়েছিলেন, যে পরিত্রাণ তার পূর্বেই ঈশ্বরের বাক্যে তার বিশ্বাসের মাধ্যমে তিনি প্রাপ্ত করেছিলেন৷  
সেইভাবেই, যীশুর বাপ্তিস্ম ও ক্রুশে বিশ্বাসের মাধ্যমে যারা তাদের পাপের মোচন প্রাপ্ত করেছে জল বাপ্তিস্ম নুতন জন্ম প্রাপ্ত সেই ব্যক্তিদের বহিঃপ্রকাশমূলক একটি অনুষ্ঠান৷