Search

БЕЗКОШТОВНІ ДРУКОВАНІ,
ЕЛЕКТРОННІ ТА АУДІОКНИГИ

Об’явлення

আপনার অন্তরে যদি বিভ্রান্তি ও শূন্যতা থেকে থাকে, তাহলে সত্যের জ্যোতির অন্বেষণ করুন (I)
  • ISBN9788928260362
  • Сторінки398

Бенгальська 67

আপনার অন্তরে যদি বিভ্রান্তি ও শূন্যতা থেকে থাকে, তাহলে সত্যের জ্যোতির অন্বেষণ করুন (I)

Rev. Paul C. Jong

সূচীপত্র
 
ভূমিকা 
1. প্রভু কাকে পাপ থেকে পরিত্রাণ করেন? (লূক ২৩:৩২-৪৩) 
2. কিভাবে আমরা যীশু খ্রীষ্টের ভার্যা হয়ে উঠতে পারি? (যোহন ২:১-১১) 
3. আমাদের প্রতি প্রদত্ত পরিত্রাণের সাথে জাগতিক ধর্মের কোনো সম্পর্ক নেই (যোহন ৪:১৯-২৬)
4. ক্রুশবিদ্ধ যীশু মানবজাতির দ্বারা সমবেদনা প্রকাশের জন্য নন (লূক ২৩:২৬-৩১)
5. মানবজাতির একমাত্র আশা হলো পবিত্র বংশ (যিশাইয় ৬:১-১৩) 
6. প্রভু আমাদেরকে পুনরায় কখনও তৃষিত না হওয়ার উদ্দেশ্যে জীবন্ত জল দিয়েছেন (যোহন ৪:৪-১৪) 
7. যখন আমরা শুষ্ক অস্থির ন্যায় ছিলাম, তখন ঈশ্বর আমাদের মধ্যে জীবন্ত শ্বাসবায়ু প্রবেশ করিয়েছিলেন এবং আমাদেরকে জীবন্ত করেছিলেন (যিহিষ্কেল ৩৭:১-১৪) 

প্রাচীনকালের নাইসিয়া নগরের ধর্ম সম্মেলনে তৈরী হওয়া নাইসিনের বিশ্বাসসূত্রটি আজকের দিনের খ্রীষ্টবিশ্বাসীদের উপরে কতটা বিরূপ প্রভাব ফেলেছে এই বইটিতে সেটিকে ব্যাখ্যা করা হয়েছে।
এই যুগে, নূতন জন্ম প্রাপ্ত করবার সত্যের নিকটবর্তী হওয়ার জন্য, আপনাকে আর একটু অধিক অধ্যয়ণ করতে হবে। এবং এখন পর্যন্ত আপনি যে বিশ্বাস সূত্রে বিশ্বাস করে এসেছেন সে সম্পর্কে আপনাকে আরো অধিক গভীরভাবে জানতে হবে।
এখন আপনি এই বইটির মধ্যে অবশ্যই নাইসিন বিশ্বাস সূত্র থেকে বাদ পড়ে যাওয়া যোহন বাপ্তাইজক কর্তৃক যীশুর বাপ্তিস্মের অর্থটি খুঁজে পাবেন। সুতরাং, এটি আপনার অন্তরে প্রকৃত পরিত্রাণ ও শান্তি প্রাপ্ত করবার একটি সুযোগ হওয়া উচিত৷
এখন আপনি যীশু যে বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন তার মধ্যে জল ও আত্মার সুসমাচারের প্রকৃত মূল্য আবিস্কার করবেন৷ আপনি আরো অধিক গভীর ও পরিষ্কারভাবে জানতে পারবেন যে যোহন বাপ্তাইজকের থেকে যীশু যে বাপ্তিস্মের বাক্য পেয়েছিলেন কিভাবে সেটি আপনার আত্মাকে প্রভাবিত করেছে এবং সেই কারণে আপনি বিশ্বাসে ঈশ্বরকে গৌরব দেবেন।
Завантажити електронну книгу
PDF EPUB
Безкоштовна друкована книга
Додати цю друк. книгу в кошик
Аудіокнига
Аудіокнига
The New Life Mission

зьміть участь у нашому опитуванні

Як ви дізналися про нас?