Search

Проповіді

বিষয় ৯: রোমীয় পুস্তক (রোমীয় পুস্তকের ভাষ্য)

[8-3] একজন খ্রীষ্টিয়ান কে? (রোমীয় ৮:৯-১১)

< রোমীয় ৮:৯-১১ >
 “কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগেতে বাস করেন। কিন্তু খ্রীষ্টের আত্মা যাহার নাই, সে খ্রীষ্টের নয়। আর যদি খ্রীষ্ট তোমাদিগেতে থাকেন, তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্ম্মিকতা প্রযুক্ত জীবন। আর যিনি মৃতগণের মধ্য হইতে যীশুকে উঠাইলেন, তাঁহার আত্মা যদি তোমাদিগেতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য খ্রীষ্ট যীশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত্ত দেহকেও জীবিত করিবেন।”
 
 কাহার মধ্যে পবিত্র আত্মা বসবাস করলে চেনা যায় যে, সে একজন প্রকৃত খ্রীষ্টিয়ান অথবা নয়। কিভাবে একজন খ্রীষ্টিয়ান হতে পারে, কোনটি, সে যীশুতে বিশ্বাস করে বা না করে, যদি তার হৃদয়ে পবিত্র আত্মা না থাকে? পৌল আমাদেরকে বলেছেন যে, কোনটি ঠিক এবং কোনটি ঠিক নয়, আমরা যীশুতে বিশ্বাস করি এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু আমরা তাঁর উদ্ভাবিত ধার্মিকতায় বিশ্বাস করি। প্রেরিতদের অর্জিত সত্যই সেই সত্য, যা তাদের মধ্যে পবিত্র আত্মা বাস করাতে তাদের মধ্যে করে। আপনা মধ্যে পবিত্র আত্মার উপস্থিতিই প্রমাণ করবে যে, আপনি খ্রীষ্টিয়ান বা খ্রীষ্টিয়ান নন।
 তাহলে পৌল বলেছেন, “খ্রীষ্টের আত্মা যার অন্তরে নাই, সে খ্রীষ্টের নয়।” তিনি বলেছেন “যাহার।” এটা কোন ব্যাপার নয়, যদিও ব্যক্তিটি দৃত, প্রচারক অথবা ধর্মাবলম্বী হয়ে থাকে। যদি কোন ব্যক্তির হৃদয়ে পবিত্র আত্মা না থাকে, তাহলে সে তাঁর নয়। আপনার অবশ্যই মনে রাখতে হবে যে, যদি আপনি ঈশ্বরের ধার্মিকতায় বিশ্বাস না করেন, যাহা আপনাকে পবিত্র আত্মা গ্রহণে পরিচালিত করে, তাহলে আপনি একজন পাপী যার গন্তব্য নরক। তাহলে আমাদেরকে অবশ্যই জল ও আত্মার সুসমাচারে সংশ্লিষ্ট হতে হবে, যা ঈশ্বরের ধার্মিকতা বহন করে। 
 যদি পবিত্র আমাদের মধ্যে বাস করে, এর অর্থ হল যে, খ্রীষ্টের বাপ্তিস্মে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা পাপে মৃত্যুবরণ করেছি। কিন্তু আমাদের আত্মা জীবিত, কারণ হল, নূতনধার্মিকতায় সিদ্ধতা লাভ। অধিকন্তু, যেদিন আবার প্রভু আসবেন, আমাদের মৃত দেহগুলি জীবিত হবে। এই জন্য আমাদের একজনের বিষয় চিন্তা করতে হবে, যিনি আমাদের পবিত্র আত্মা দান করেছেন।
 যদি আপনার আস্তা না থাকে, যে আস্তা হল, ঈশ্বরের ধার্মিকতায় বিশ্বাস করা, তাহলে আপনি খ্রীষ্টের হতে পারবেন না। অন্য কথায়, ঈশ্বরের ধার্মিকতায় যদি আপনার এই বিশ্বাস থাকে, তাহলে পবিত্র আত্মা আপনার মধ্যে বাস করবেন। এই বিশ্বাস ব্যতীত পবিত্র আপনার উপর রাজত্ব করবেন না। অতএব, আপনার মধ্যে পাপ মোচনের বাক্য নেই, যা ঈশ্বরের ধার্মিকতা বহন করে, এমনকি আপনি যদি রবিবারের উপাসনায় ধর্মমতে প্রেরিতের নিকট উচ্চস্বরে পাপ স্বীকার করেন তথাপি আপনি খ্রীষ্টের নন। আপনি যদি খ্রীষ্টের না হন, আপনার আত্মা অভিশপ্ত হবে এবং ইহা আপনাকে অনন্ত ধংসে পরিচালিত করবে, আপনি অনেক ভাল কাজ করতে ইচ্ছা করেছিলেন সেটা কোন ব্যাপার নয়।